Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোপ-রও, চোপ-রাও এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চোপ-রও, চোপ-রাও এর বাংলা অর্থ হলো -

(p. 298) cōpa-rō, cōpa-rāō (অনুজ্ঞাসূচক) ক্রি. চুপ করো।
[হি. চুপ্ রহ]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চম্পক
(p. 279) campaka বি. 1 চাঁপা ফুল বা তার গাছ; 2 চাঁপা কলা। [সং. √চম্প্ + অক]। ̃ দাম (-মন্) বি. চাঁপা ফুলের মালা বা গুচ্ছ। 16)
চিক্কণ
চাউর
(p. 281) cāura বিণ. প্রচারিত, সুবিদিত (খবরটা চাউর হয়ে গেছে)। [তু. চালু]। 23)
চাবকা
(p. 281) cābakā ক্রি. চাবুক দিয়ে মারা (লোকটাকে নিষ্ঠুরভাবে চাবকাচ্ছে)। [ফা. চাবুক + বাং. আ]। ̃ নো ক্রি. চাবুক দিয়ে মারা (তাকে আচ্ছা করে চাবকে দিল)। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি বি. চাবুকের প্রহার। 123)
চালিত
(p. 281) cālita দ্র চালন। 180)
চুয়া1
(p. 294) cuẏā1 বি. সুগন্ধ ঘন নির্যাসবিশেষ। [হি. চুআ]। 14)
চিত্রক2
(p. 288) citraka2 বি. 1 চিত্র; 2 তিলক। [সং. চিত্র + ক]। 44)
চ্যবন
(p. 299) cyabana বি. পৌরাণিক মুনিবিশেষ। [সং. চ্যু + অন]। ̃ প্রাশ বি. কবিরাজি ওষুধবিশেষ-অশ্বিনীকুমারের ব্যবস্হানুযায়ী এই ওষুধ সেবন করে পৌরাণিক চ্যবন মুনি নবযৌবন লাভ করেছিলেন। [সং. চ্যবন + প্র + √অশ্ + অ]। 29)
চোরা1
(p. 298) cōrā1 বি. যে চুরি করে, চোর (ননীচোরা)। [বাং. চোর + আ (স্বার্থে)]। চোরা না শোনে ধর্মের কাহিনী পাপিষ্ঠকে সদুপদেশ দেওয়া বৃথা। 21)
চালক
(p. 281) cālaka বিণ. বি. 1 পরিচালক; 2 নেতা (দেশের চালক); 3 সারথি, চালনাকারী (নৌচালক, রথচালক)। [সং. √চল্ + ণিচ্ + অক]। 164)
চম্পা2
(p. 279) campā2 বি. চাঁপাফুলের গাছ বা তার ফুল। [সং. চম্পক]। 19)
চিক1
(p. 281) cika1 বি. গলার গয়নাবিশেষ। [দেশি]। 194)
চাপানো
(p. 281) cāpānō ক্রি. বি. 1 বোঝাই করা (গাড়িতে মাল চাপানো); 2 চড়ানো বা স্হাপন করা (ঘাড়ে দোষ চাপানো)। বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চাপা + আনো]। 122)
চাপড়
(p. 281) cāpaḍ় বি. আলতো চড় বা থাপ্পড় (মাথায় চাপড় মারা) [সং. চপেট]। 112)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্তবিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চটকা2
(p. 275) caṭakā2 বি. 1 ঘুমের আবেশ, তন্দ্রা, আচ্ছন্নতা (সেই শব্দে আমার চটকা ভেঙে গেল); 2 অন্যমনস্কতা। [দেশি-তু. সং. √চট্ (আবরণ)]। চটকা ভাঙা ক্রি. বি. 1 নিদ্রাবেশ দূর হওয়া, সজাগ হওয়া; 2 অসতর্ক ভাব কেটে যাওয়া। 21)
চিট2
(p. 288) ciṭa2 বি. 1 আঠালো ভাব; 2 চটচটে জিনিস (চিট ধরেছে)। [দেশি]। ̃ চিটে বিণ. আঠালো, ঈষত্ চটচটে। 15)
চিতা2
(p. 288) citā2 বি. 1 গুল্মবিশেষ (রাংচিতা, শ্বেতচিতা); 2 কাপড়ে যে তিলের মতো ছোট ছোট কালো দাগ পড়ে; 3 গাছে বা গাছের পাতায় শ্যাওলা বা ছাতাধরা দাগ; 4 মানুষের চামড়ায় মেচেতাজাতীয় দাগ (সারা গায়ে চিতা পড়েছে)। [সং. চিত্র]। 36)
চুকা2, চোকা
(p. 290) cukā2, cōkā ক্রি. 1 শেষ বা সম্পন্ন হওয়া (এতক্ষণে কাজ চুকল); 2 থেমে যাওয়া (হাঙ্গামা চুকেছে); 3 দূর হওয়া, বিদায় হওয়া (আপদ চুকেছে); 4 (বিরল) গ্রাহ্য বা ভয় করা (আমি কাউকে চুকি না); 5 পিছে হটা, দমে যাওয়া (সে এত সহজে চুকবে না)। [হি. √চুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. শেষ বা সমাপ্ত করা; মিটানো (কাজ চুকিয়ে দাও); পরিশোধ করা (দাম চুকিয়ে দিয়ো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 70)
চড়াত্
(p. 276) caḍ়āt অব্য. শক্ত জিনিস ফেটে যাওয়ার শব্দ। [ধ্বন্যা.]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535101
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140604
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730909
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943097
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696730
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us