Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোঁচ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চোঁচ এর বাংলা অর্থ হলো -

(p. 294) cōn̐ca বি. তীক্ষ্ণাগ্র কাঁটার মতো বাঁশের পাত বা আঁশ (পায়ে চোঁচ ফুটে গেছে)।
[হি. চোঁচ সং. চঞ্চু]।
100)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চাতুরালি
(p. 281) cāturāli বি. 1 চতুরতা; 2 শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]। 97)
চাহা2
চরা
(p. 279) carā ক্রি. 1 বিচরণ করা (গ্রামময় চরে বেড়াচ্ছে); 2 (প্রধানত গবাদি পশুর তৃণক্ষেত্রে) বিচরণ করে তৃণাদি আহার করা (মাঠে গোরু চরছে); 3 (মাছের) চারা খাওয়া; 4 চরানো। বি. বিচরণ; গবাদি পশুর বিচরণপূর্বক তৃণাদি আহার। [সং. √চর্ + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 গবাদি পশুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি আহার করানো; 2 (বিদ্রূপে) পরিচালন করা বা পড়ানো (ছেলে চরানো)। 31)
চিতা1
(p. 288) citā1 বি. শবদাহের চুল্লি। [সং. √চি + ত + আ]। রাবণের-চিতা (প্রবাদ আছে যে রাবণের চিতা কখনো নেভে না) বি. (আল.) চিরস্হায়ী মর্মযন্ত্রণা। 35)
চাপল্য, চাপল
(p. 281) cāpalya, cāpala বি. 1 চপলতা; 2 অস্হিরতা; 3 ঔদ্ধত্য, প্রগল্ভতা। [সং. চপল + য, অ]। 118)
চেটো
(p. 294) cēṭō বি. করতল বা পদতল (হাতের চেটো)। [বাং. চপেট সং. চপট]। 58)
চতুষ্পার্শ্ব, চতুঃপার্শ্ব
চষা, চসা
(p. 281) caṣā, casā ক্রি. কর্ষণ করা, লাঙল দেওয়া, চাষ করা। বি. কর্ষণ। বিণ. কর্ষিত। [বাং. √চষ্ + আ]। ̃ নো ক্রি. বি. (অন্যের দ্বারা) লাঙল দেওয়ানো বা চাষ করানো। বিণ. উক্ত অর্থে। 19)
চিদ্রূপ
(p. 290) cidrūpa বি. চৈতন্যস্বরূপ জ্ঞানময় আত্মা, ব্রহ্ম। [সং. চিত্ + রূপ]। 7)
চোকা, চোকানো
(p. 297) cōkā, cōkānō যথাক্রমে চুকা ও চুকানো -র চলিত রূপ। 3)
চৈন, চৈনিক
(p. 294) caina, cainika বিণ. 1 চীনদেশসম্বন্ধীয়; 2 চীনদেশে জাত। বি. চীনদেশের অধিবাসী। [সং. চীন + অ, ইক]। 98)
চেরা, চেরাই
(p. 294) cērā, cērāi যথাক্রমে চিরা ও চিরাই -এর চলিত রূপ। 74)
চারণ৩, চারণা
(p. 281) cāraṇa3, cāraṇā বি. চালনা (পদচারণ, স্মৃতিচারণা)। [সং. √চর্ + ণিচ্ + অন, + আ]। 147)
চোষ
(p. 298) cōṣa বি. শোষণ। [বাং. √চুষ্ [সং. √চূষ) + অ]। ̃ ক বিণ. শোষণকারী। ̃ কাগজ বি. কালি জল প্রভৃতি তরল পদার্থ শুষে নেবার কাগজবিশেষ, ব্লটিং পেপার। ̃ ণ, ̃ ন বি. শোষণ। ̃ ণীয়, ̃ নীয়, চোষ্য বিণ. চুষে খেতে হয় এমন (চর্ব্য-চোষ্য)।
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
চক্রিকা
(p. 275) cakrikā বি. 1 হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; 2 হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]। 4)
চাপান
(p. 281) cāpāna (উচ্চা চাপান্) বি. 1 কবিগান তরজা প্রভৃতিতে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা দেয় (তু. কাটান); 2 যা চাপানো হয়। [বাং. √চাপা + আন]। 121)
চূড়
(p. 294) cūḍ় দ্র চুড়। 35)
চিনি
(p. 290) cini বি. শর্করা, sugar. [চৈ. চি-নি-তু. হি. চীনী]। চিনি-পাতা দই চিনি-মেশানো দুধ দিয়ে তৈরি দই। চিনির বলদ (আল.) (বলদ যেমন মহাজনের চিনির বস্তা বহন করে অথচ তার স্বাদগ্রহণ করতে পারে না তেমনি) যে ব্যক্তি পরের সুখসমৃদ্ধির জন্য খেটে মরে অথচ নিজে তার কিছুমাত্র ভোগ করতে পারে না। যে খায় চিনি জোগান চিন্তামণি কোনো সত্ অভ্যাসের জন্য বা সত্ কাজের জন্য অর্থের বা উপায়ের ভাবনা ভাবতে হয় না, ভগবত্কৃপায় তা আপনিই জুটে যায়। 13)
চতুষ্টয়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614722
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098907
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649148

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us