Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জাঁতা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জাঁতা2 এর বাংলা অর্থ হলো -

(p. 320) jān̐tā2 ক্রি. (আঞ্চ. প্রা. বাং.) জাঁতায় চাপা; টেপা ('চরণ জাঁতিছে')।
বি. বিণ. উক্ত দুই অর্থে।
[জাঁতা1 দ্র]।
জাঁতা দেওয়া ক্রি. বি. পিষ্ট করা; চাপা দেওয়া।
নো ক্রি. (আঞ্চ.) চাপানো।
বি. বিণ. উক্ত অর্থে।
জাঁতি বি. সুপারি কাটবার অস্ত্রবিশেষ।
[সং. যন্ত্র]।
কল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জড়োপাসক
জহর1
(p. 312) jahara1 বি. বিষ. গরল। [ফা. যহ্র্]। 180)
জন্মানো
(p. 312) janmānō দ্র জন্মা। 77)
জমা2
জ্ঞানী
জর্জেট, জর-জেট
(p. 312) jarjēṭa, jara-jēṭa বি. মিহি রেশমজাতীয় ক্রেপ বস্ত্রবিশেষ। [ইং. georgette]। 150)
জীউ2
(p. 326) jīu2 ক্রি. (প্রা. বাং.) বেঁচে থাকো ('সবে কহে জীউ': চৈ. ভা.)। [সং. √ জীব]। 14)
জতু
(p. 312) jatu বি. 1 লাক্ষা, গালা (জতুগৃহ); 2 আলতা। [সং. √ জন্ +উ]। ̃ ক বি. হিং. হিঙ্গু। ̃ গৃহ বি. মহাভারতে পাণ্ডবদের জীবন্ত দগ্ধ করার জন্য দুর্যোধনের আদেশে গালা দিয়ে তৈরি গৃহ। ̃ রস বি. আলতা, গালা থেকে প্রস্তুত রং-বিশেষ। 39)
জাঁতা1
জঘন্য
(p. 312) jaghanya বিণ. নোংরা, কদর্য; ঘৃণিত, নীচ, হেয়। [সং. জঘন + য]। বি. ̃ তা। 8)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্যপরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
জাজ্বল্য-মান
(p. 320) jājbalya-māna বিণ. অতিশয় উজ্জ্বল বা স্পষ্ট। [সং. √ জ্বল্ + যঙ্ + মান (শানচ্)]। 27)
জঙ্গযখ2
জিহ্বা
(p. 326) jihbā বি. রসনা, জিভ, মুখবিবরের যে অঙ্গ স্বাদগ্রহণে, লেহন করতে এবং (মানুষের ক্ষেত্রে) কথা বলতে সাহায্য করে। [সং. √ লিহ্ + য + অ (নি.)]। ̃ গ্র বি. জিভের আগা বা ডগা। ̃ মূল বি. জিভের গোড়া। ̃ মূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)। বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্। 13)
জঘন
জুগুপ্সা
(p. 327) jugupsā বি. 1 কুত্সা, নিন্দা; 2 ঘৃণা। [সং. √ গুপ্ + সন্ + অ + আ]। জুগুপ্সিত বিণ. নিন্দিত; ঘৃণিত। 22)
জীবদ্দশা
(p. 326) jībaddaśā বি. জীবনকাল, যে পর্যন্ত প্রাণ থাকে (তাঁর জীবদ্দশাতেই রাজ্যের পতন শুরু হয়)। [সং. জীবত্ + দশা]। 20)
জরত্
(p. 312) jarat বিণ. জরাজীর্ণ (জরদ্গব)। [সং. √ জৃ + অত্]। জরতী বিণ. (স্ত্রী.) জরাগ্রস্তা; অতি বৃদ্ধা; অতি প্রাচীনা ('জরতী পৃথিবী')। বি. অতি বৃদ্ধাজরাগ্রস্তা স্ত্রীলোক ('রূপজীবী জরতীর মতো': সু. দ.)। 133)
জগদীশ, জগদীশ্বর
(p. 311) jagadīśa, jagadīśbara বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]। 27)
জহ্নু
(p. 312) jahnu বি. পৌরাণিক রাজর্ষিবিশেষ। [সং. √ হা +নু]। ̃ কন্যা, ̃ তনয়া, ̃ সুতা বি. গঙ্গা। 188)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2331684
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1955652
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1538234
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 799999
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 783450
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 721463
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 647152
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 574686

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us