Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তথ্য)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতথ্য
(p. 14) atathya বিণ. মিথ্যা, অসত্য, যা তথ্য বা যথার্থ নয়। [সং. ন+তথ্য]। 14)
অন্ধি-সন্ধি
(p. 34) andhi-sandhi বি. 1 ফাঁক, ফাঁকফোকর, রন্ধ্র; 2 গুপ্ত তথ্য (সমস্ত অন্ধিসন্ধি তার জানা); 3 মনের কথা। [বাং. অন্ধি + সন্ধি]। 43)
অপরীক্ষিত
(p. 39) aparīkṣita বিণ. পরীক্ষা করে দেখা হয়নি এমন, যাচাই করা হয়নি এমন (তাঁর সাধুতা এখনও অপরীক্ষিত, অপরীক্ষিত তথ্য)। [সং. ন + পরীক্ষিত]। 9)
অপ্রামাণিক
(p. 43) aprāmāṇika বিণ. প্রমাণসিদ্ধ নয় এমন, যার কোনো প্রমাণ নেই এমন; বিশ্বাস করা বা মেনে নেওয়া যায় না এমন; তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত নয় এমন (অপ্রামাণিক সিদ্ধান্ত)। [সং. ন + প্রামাণিক]। বি. ̃ তা। 7)
আংশিক
(p. 77) āṃśika বিণ. 1 অংশবিষয়ক, অংশসম্বন্ধীয়; 2 অসম্পূর্ণ, খানিক, কতক (আংশিক সত্য, আংশিক তথ্য)। [সং. অংশ + ইক]। 48)
আধি-কারিক
(p. 89) ādhi-kārika বিণ. অধিকারসম্পর্কিত। বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]। 98)
আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া
(p. 99) ābiṣkaraṇa, ābiṣkāra, ābiṣkriẏā বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + ̃কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয় বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য) 20)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
ক1
(p. 156) ka1 বাংলা বর্ণমালার প্রথম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ কণ্ঠ্য ক্-ধ্বনির দ্যোতক বর্ণ। ক অক্ষর গোমাংস অক্ষরপরিচয়ও নেই এমন অবস্হা, আকাট মূর্খ। ক খ না জানা (আল.) কোনো বিষয়ের প্রাথমিক তথ্যও না জানা (আরে সে তো সংগীতের ক খ-ও জানে না). 2)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
খবর
(p. 221) khabara বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র। 85)
গেজেট
(p. 256) gējēṭa বি. 1 সংবাদপত্র; 2 সরকারি নির্দেশ ও তথ্যাদি সংবলিত সংবাদপত্র; 3 (আল.) সমস্ত খবর রাখে ও সরবরাহ করে এমন ব্যক্তি (পাড়ার গেজেট)। [ইং. gazette]। 20)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
জ্ঞাতব্য
(p. 331) jñātabya বিণ. জানবার যোগ্য, জানা উচিত বা জানতে হবে এমন (জ্ঞাতব্য তথ্য)। [সং. √ জ্ঞা + তব্য]। 9)
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
তথ্য
(p. 365) tathya বি. 1 যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান); 2 সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)। বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)। [সং. তথা + য]। ̃ চিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film. ̃ পঞ্জি বি. তথ্যের তালিকা। ̃ বাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন। ̃ ভাষী, (-ষিন্), ̃ বাদী (-দিন্) বিণ. সত্যবাদী। তথ্যানু-সন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা। তথ্যানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী। তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন। 14)
তাথ্যিক
(p. 375) tāthyika বিণ. 1 তথ্যমূলক, তথ্যসম্বন্ধীয়; 2 তথ্যপ্রধান। [সং. তথ্য + ইক]। 13)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
পরি-চয়
(p. 497) pari-caẏa বি. 1 আলাপ, জানাশোনা (তার সঙ্গে আমার পরিচয় আছে); 2 নামধাম বংশ প্রভৃতির বিবরণ (লোকটির পরিচয় জানি না); 3 অভিজ্ঞতা (পর্বতারোহণের কষ্ট সম্বন্ধে আমার যথেষ্ট পরিচয় আছে); 4 চিহ্ন অভিজ্ঞান, নিদর্শন (ভদ্রতার পরিচয়); 5 প্রণয়, ভালোবাসা ('নবপরিচয় কালিয়া বঁধুর সনে': চণ্ডী)। [সং. পরি + √ চি + অ]। ̃ পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র। 11)
পরি-বেশন, পরি-বেষণ
(p. 499) pari-bēśana, pari-bēṣaṇa বি. 1 বিতরণ (তথ্য পরিবেশন); 2 ভোজনকালে খাদ্যবস্তু ভাগ করে বিতরণ। [সং. পরি + √ বিশ্, √ বিষ্ + অন]। পরি-বেশক, পরি-বেষক বি. পরিবেশণকারী। 31)
পরিসংখ্যা1
(p. 499) parisaṅkhyā1 বি. 1 বিশেষভাবে নিরূপিত বা নির্ণীত সংখ্যা; 2 বিশেষভাবে গণনা। [সং. পরি + সংখ্যা]। ̃ ন বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]। 80)
ফ্লপি
(p. 571) phlapi বি. ছোটো নমনীয় ও চৌম্বক আস্তরণযুক্ত যে চাকতিতে কম্পিউটারের তথ্যাদি জমিয়ে রাখা হয়। [ইং. floppy disk]। 10)
বিতথ, বিতথ্য
(p. 611) bitatha, bitathya বিণ. 1 মিথ্যা; 2 বৃথা, নিষ্ফল; 3 (বাং.) বিশৃঙ্খল, পারিপাট্যহীন। [সং. বি + তথা, তথ্য]। 74)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষ ও প্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
বেঠিক
(p. 633) bēṭhika বিণ. 1 ভুল, ভ্রমপূর্ণ (বেঠিক তথ্য, বেঠিক কথা); 2 অনুপযুক্ত, নির্ভরযোগ্য নয় এমন (বেঠিক লোক)। [ফা. বে + বাং. ঠিক]। 149)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074104
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768669
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366059
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698051
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545161
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন