Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্বলানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জ্বলানো এর বাংলা অর্থ হলো -

(p. 331) jbalānō ক্রি. বি. (আঞ্চ.) 1 প্রজ্বলিত করা; 2 অগ্নি সংযোগ করা; 3 পোড়ানো; 4 উত্ত্যক্ত করা।
[জ্বালানো দ্র]।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জার
(p. 322) jāra বি. উপপতি; গুপ্ত বা অবৈধ প্রণয়ী (যবনীজার, জারজ সন্তান)। [সং. √ জৃ + অ]। ̃ জ দ্র জারজ। 59)
জীবনাধিক
(p. 326) jībanādhika বিণ. প্রাণের চেয়ে বেশি প্রিয়, প্রাণাধিক। [সং. জীবন + অধিক]। 22)
জম্পেশ, জম-পেশ
(p. 312) jampēśa, jama-pēśa বিণ. উত্তম, তোফা; খুব উপভোগ্য; জমিয়ে করা হয় এমন (আজ বেশ জম্পেশ করে খাওয়া হল)। [দেশি]। 116)
জিরান
(p. 326) jirāna (উচ্চা. জিরান্) বি. 1 বিশ্রাম; 2 সাময়িক বিরতি, অবকাশ। [আ. জিরিয়ান্]। জিরান-কাট বি. খেজুর গাছ তিন দিন ধরে কেটে রস নিয়ে তিন দিন বন্ধ রাখার পর প্রথম দিনের কাটা (জিরানকাটের রস)। 4)
জুরি
জিঘাংসা
(p. 325) jighāṃsā বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক। 2)
জেতা2, জেতানো
(p. 327) jētā2, jētānō যথাক্রমে জিতা ও জিতানো -র চলিত রূপ। 69)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জনাব
জলৌকা
(p. 312) jalaukā বি. জোঁক। [সং. জল + ওক (=বাসস্হান) + আ]। 175)
জগজ্জয়ী
(p. 311) jagajjaẏī বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী। [সং. জগত্ + জয়ী]। 20)
জাগরণ
জারি-জুরি
(p. 322) jāri-juri বি. 1 কূটবুদ্ধির প্রয়োগ; 2 দম্ভ; 3 বাহাদুরি; 4 প্রভাবপ্রতিপত্তি (আর তোমার জারিজুরি খাটবে না)। [আ. জারি + বাং. জোর + ই]। 67)
জ্বলুনি
(p. 331) jbaluni বি. 1 দহন, জ্বলন; 2 জ্বালা, যন্ত্রণা। [বাং. জ্বলা + উনি]। 33)
জুষ্ট
(p. 327) juṣṭa (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]। 55)
জগদ্দল
(p. 311) jagaddala বিণ. 1 পৃথিবীকে দলন করে এমন; 2 নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)। বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর। [সং. জগত্ + √ দল্ + অ]। 29)
জলাধি-পতি
(p. 312) jalādhi-pati বি. জলের দেবতা বরুণ। [সং. জল + অধিপতি]। 165)
জাম
(p. 322) jāma বি. গাঢ় বেগনি রঙের এবং কষায় স্বাদযুক্ত ছোট ফলবিশেষ, জম্বু, কালোজাম। [সং. জম্বু]। 34)
জরদ্-গব
(p. 312) jarad-gaba বি. 1 জরাগ্রস্ত ষাঁড়; 2 (আল.) অকর্মণ্য স্হবির লোক। [সং. জরত্ + গো + অ]। 138)
জাগা
(p. 320) jāgā ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ̃ নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। বিণ. উক্ত সব অর্থে। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534671
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140181
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730332
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942517
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883484
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838425
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696594
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us