Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝগড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝগড়া এর বাংলা অর্থ হলো -

(p. 334) jhagaḍ়ā বি. বিবাদ, কলহ; অপ্রীতিকর তর্কাতর্কি; বচসা।
[হি. ঝগড়া]।
ঝাঁটি
বি. কলহবিবাদ প্রভৃতি; অপ্রীতিকর বাদবিসংবাদ।
টে বিণ. কলহপরায়ণ, ঝগড়া করাই যার স্বভাব।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝুঁকা, ঝোঁকা
(p. 338) jhun̐kā, jhōn̐kā বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। বিণ. উক্ত সব অর্থে। 26)
ঝম্পন
(p. 334) jhampana দ্র ঝম্প। 35)
ঝাঁকড়-মাকড়, ঝাঁকড়া-মাকড়া
ঝোঁক ধরা
(p. 339) jhōn̐ka dharā ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা। 28)
ঝাঁপি
ঝালা1
ঝুটা2
(p. 338) jhuṭā2 বিণ. উচ্ছিষ্ট, এঁটো। [হি. জুটা সং. জুষ্ট (=ব্যবহৃত)]। 31)
ঝগড়
(p. 334) jhagaḍ় বি. 1 (প্রা. বাং.) ঝগড়া; 2 অপরাধ, ত্রুটি ('কি মোর ঝগড় ভেল': শ্রীকৃ)। [ঝগড়া দ্র] 8)
ঝড়
(p. 334) jhaḍ় বি. প্রচণ্ড বায়ুপ্রবাহ, ঝটিকা। [প্রাকৃ. ঝড়ী] ̃ জল বি. ঝড় ও বৃষ্টি। ̃ ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)। 22)
ঝির-ঝির
ঝাঁপ2
(p. 336) jhām̐pa2 বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)। [সং. ঝম্প]। 14)
ঝুম-ঝুম
(p. 339) jhuma-jhuma বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]। 8)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝুটা-পুটি, (কথ্য) ঝুটো-পুটি
ঝুরা1
(p. 339) jhurā1 ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর প্রাকৃ. √ জুর সং. √ খিদ]। 13)
ঝাট
ঝাঁপা৩
(p. 336) jhām̐pā3 ক্রি. (প্রা. বাং.) 1 মনে পড়া ('তাহার রূপ সদা মনে ঝাঁপে গো': চণ্ডী); 2 (প্রা. বাং.) ক্ষেপণ করা ('হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে': চণ়্ডী); 3 আচ্ছাদন করা, ঢাকা ('বদন ঝাঁপিব বাসে': জ্ঞান.)। [প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]। 19)
ঝামর
(p. 336) jhāmara বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন ('হেমকান্তি ঝামর হইল': যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ̃ চুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট ('ডাইনী যেন ঝামরচুলো': স. দ.)। ঝামরানো বি. ক্রি. 1 মলিন বা বিবর্ণ হওয়া; 2 শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); 3 জলভারাক্রান্ত হওয়া; 4 বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। বিণ. উক্ত সব অর্থে। 36)
ঝাঁকড়া
(p. 334) jhān̐kaḍ়ā বিণ. রুক্ষউসকোখুসকো; লম্বা গোছা গোছা (ঝাঁকড়া চুল)। [বাং. ঝাঁক + ড়া]। 55)
ঝাড়পোঁছ, ঝাড়ফুঁক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us