Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

টিকা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  টিকা1 এর বাংলা অর্থ হলো -

(p. 343) ṭikā1 বি. কয়লার গুঁড়ো ইত্যাদিতে প্রস্তুত গুটিকার আকৃতিবিশিষ্ট জ্বালানিবিশেষ।
[হি. টিকিয়া]।
50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


টুক
(p. 346) ṭuka বি. 1 টক-এর চেয়ে মৃদুতর শব্দ; 2 টপ (টুক করে গেলা); 3 দ্রুততাসূচক ভাব। [ধ্বন্যা.]। টুক টুক বি. 1 ক্রমাগত টুক শব্দ; 2 অক্ষমতার জন্য ধীরতাব্যঞ্জক (টুক টুক করে খায়); গুুটিগুটি (টুক টুক করে চলে)। 3)
টর্চ
টেপ
(p. 347) ṭēpa বি. 1 ফিতা; 2 টেপরেকর্ডার (খুব জোরে টেপ চলিয়েছে); 3 ছোট মেয়েদের জামাবিশেষ, tape-frock. [ইং. tape]। 21)
ট্যালকম পাউডার
(p. 348) ṭyālakama pāuḍāra বি. প্রসাধনী হিসাবে ব্যবহৃত সাদা রঙের মিহি অঙ্গরাগবিশেষ। [ইং. talcum powder]। 37)
টনক
(p. 341) ṭanaka বি. হুঁশ, খেয়াল, মনোযোগ। [দেশি]। টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)। 28)
টস-টস
(p. 341) ṭasa-ṭasa বি. 1 রসে পরিপূর্ণ হওয়ার ভাব (ফলটা পেকে টসটস করছে); 2 ফোঁটায় ফোঁটায় পড়ার বা জল রস পুঁজ প্রভৃতিতে পূর্ণ হওয়ার ভাব (ফোঁড়াটা টসটস করছে)। [ধ্বন্যা.]। টস-টসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)। 57)
টালা
(p. 343) ṭālā ক্রি. 1 অবহেলা করা; 2 বৃথা সময় নষ্ট করা ('মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল': ঘ.); 3 ভাঁড়ানো ('সত্য কথা মিথ্যা করি টালে': শি.); 4 অগ্রাহ্য করা; 5 চালা; বিচলিত করা, নড়চড় করা। [সং. √ টালি √ টল্ + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)। 39)
টোল৩
(p. 348) ṭōla3 বি. 1 ছোট গর্ত; 2 তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)। [দেশি-তু. তা. তুল্লই]। টোল খাওয়া ক্রি. 1 তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); 2 গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। বি. উক্ত অর্থে। 18)
টান
(p. 343) ṭāna বি. 1 আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); 2 আঁট ভাব (দড়ির গিঁটের টান); 3 বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); 4 আসক্তি, মমতা (নাড়ির টান); 5 অভাব (পয়সার টান); 6 অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); 7 হাঁপানি (টান উঠেছে); 8 তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); 9 কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); 1 দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা2 দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)। 27)
টেকো2
(p. 347) ṭēkō2 বিণ. মাথায় টাকযুক্ত (টেকো লোক)। [বাং. টাক + উয়া ও]। 8)
টানা2
(p. 343) ṭānā2 ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্হন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ̃ টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ̃ বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ̃ হেঁচড়া, ̃ হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা। 29)
ট্রাক
(p. 348) ṭrāka বি. লরি, ভারী মালবাহী মোটরযান। [ইং. truck]। 40)
ট্রফি, ট্রোফি
টাই
টক2
(p. 341) ṭaka2 বি. অত্যন্ত দ্রুততার ভাব। ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। টকা-টক1 ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)। টকাস1 ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)। 9)
ট্যানা, ত্যানা
(p. 348) ṭyānā, tyānā বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]। 33)
টকা-টক1, টকাস1
(p. 341) ṭakā-ṭaka1, ṭakāsa1 দ্র টক2। 13)
টর-টর
(p. 341) ṭara-ṭara ক্রি-বিণ. 1 (চলন সম্বন্ধে) দ্রুত ও ছোট ছোট পদবিক্ষেপে (টরটর করে চলেছে); 2 (কথা বলা সম্বন্ধে) দ্রুত ও ঈষত্ আধোআধো ভাবে। [সং. ত্বর (দ্বিত্ব)]। টর-টরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুরচটপটে। 45)
টিটিভ, টিট্টিভ, টিটির
টুকি-টাকি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577656
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185341
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785397
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026189
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901041
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708538
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620011

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us