Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঠুনকা1, (কথ্য) ঠুনকো1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঠুনকা1, (কথ্য) ঠুনকো1 এর বাংলা অর্থ হলো -

(p. 350) ṭhunakā1, (kathya) ṭhunakō1 বিণ. 1 ভঙ্গুর, সহজেই ঠুন করে ভেঙে যায় এমন; 2 (আল.) অসার, ক্ষণস্হায়ী (ওসব ঠুনকো কথার কোনো দাম নেই)।
[বাং. ঠুন + কা]।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
ঠ্যাং
(p. 353) ṭhyā বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]। 4)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
ঠেঁটা, ঠ্যাঁটা
ঠেঙ্গে, ঠেঞে
(p. 350) ṭhēṅgē, ṭhēñē (প্রা. বাং.) অনু. কাছে, কাছ থেকে (তার ঠেঞে নিতে হবে)। [বাং. ঠাঁই]। 61)
ঠিকানা
ঠোকর, ঠোকরা, ঠোকরানো, ঠোকা, ঠোকাঠুকি
(p. 350) ṭhōkara, ṭhōkarā, ṭhōkarānō, ṭhōkā, ṭhōkāṭhuki যথাক্রমে ঠুকর, ঠুকরা, ঠুকরানো, ঠুকা ও ঠুকাঠুকি -র চলিত রূপ। 67)
ঠার
ঠাস1
(p. 350) ṭhāsa1 বিণ. 1 ঘন (ঠাসবুনানি); 2 ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. 1 গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); 2 চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); 3 চেপে ঢুকানো; 4 বোঝাই করা, ভরে দেওয়া; 5 মর্দন করা (ময়দা ঠাসা)। বিণ. উক্ত সব অর্থে। ঠাসা-ঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)। 30)
ঠাহর, ঠাওর
(p. 350) ṭhāhara, ṭhāōra বি. 1 নিরীক্ষণ, মনোযোগ দিয়ে নজর (ঠাহর করে দেখা, প্রথমটায় তাকে ঠাহরই করিনি); 2 উপলব্ধি (অন্ধকারে ঠিকমতো ঠাহর হচ্ছে না); 3 নির্ধারণ, নির্ণয়। [প্রাকৃ. ঠাবর সং. স্হবর তু. হি. ঠহরা]। ঠাওরানো ক্রি. 1 চেয়ে দেখা; 2 ভালো করে দেখা; 3 নির্ধারণ করা, উপলব্ধি করা (আমাকে বোকা ঠাউরেছে)। বি. উক্ত সব অর্থে। 32)
ঠায়
(p. 350) ṭhāẏa ক্রি-বিণ. 1 নিশ্চলভাবে, কিছু না করে (ঠায় বসে আছি, সে শুধু দাঁড়িয়ে থাকে ঠায়': শ. ধো); 2 কাছে, নিকটে; 3 একটানা (ঠায় দুদিন)। [সং. স্হির ঠার ঠায়]। 28)
ঠেকার
(p. 350) ṭhēkāra বি. 1 দেমাক, গর্ব, গুমর; 2 ঢং (কত ঠেকারই না জানো)। [দেশি]। ঠেকারে বিণ. গর্বিত, অহংকারী। 58)
ঠক1
(p. 350) ṭhaka1 বিণ. বি. যে ঠকায়, প্রতিরক। [ সং. স্হগ্ হি. ঠগ]। 4)
ঠাওর, ঠাওরানো
(p. 350) ṭhāōra, ṭhāōrānō যথাক্রমে ঠাহর ও ঠাওরানো -র কথ্য রূপ। 13)
ঠেঁটি2
(p. 350) ṭhēn̐ṭi2 বি. পাড়বিহীন ছোট কাপড়। [দেশি]। 54)
ঠা-ঠা, ঠাঠা2
(p. 350) ṭhā-ṭhā, ṭhāṭhā2 বিণ. অতি তীব্র বা ঝাঁঝালো (ঠাঠা রোদ্দুর)। 22)
ঠন
(p. 350) ṭhana বি. টং, ঠং বা ঠুন অপেক্ষা জোরালো শব্দ। [ধ্বন্যা.]। ঠন ঠন বি. ক্রি-বিণ. ঠন ঠন শব্দ বা শব্দে। ̃ ঠনানো ক্রি. বি. ঠন ঠন শব্দ করা। ঠনাঠন ক্রি-বিণ. ক্রমাগত ঠন ঠন করে (ঠনাঠন বাজছে)। 9)
ঠগ
ঠুঁটা, (কথ্য) ঠুঁটো
(p. 350) ṭhun̐ṭā, (kathya) ṭhun̐ṭō বিণ. 1 হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; 2 (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]। ঠুঁটো জগন্নাথ (আল.) দেখতে যেমনই হোক কাজে অক্ষম, সম্পূর্ণ অকর্মণ্য। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534878
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140407
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730631
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942824
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696645
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us