Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তূল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তূল এর বাংলা অর্থ হলো -

(p. 375) tūla বি. তুলা, cotton. [সং. √ তূল্ + অ]।
242)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তুড়িং-বিড়িং
তেমন
তালুক
তবল
তছ-রূপ
তপস্বী
তঁহি
(p. 363) tam̐hi (অব্য.) (ব্রজ. ও প্রা. বাং) 1 সেখানে; 2 সে; 3 তা, তাহা; 4 তাতে, তাহাতে। [সং. তস্মিন্]। 8)
তৃণ
(p. 375) tṛṇa বি. ঘাস খড় এবং ওইজাতীয় উদ্ভিদ। [সং. √ তৃণ্ + অ]। ̃ জ্ঞান বি. তৃণের মতো তুচ্ছ বা অবজ্ঞার পাত্র বলে বোধ করা। ̃ দ্রূম বি. তাল, নারকেল, খেজুর প্রভৃতি তৃণসদৃশ শাখাহীন গাছ। ̃ ধান্য বি. উড়িধান। ̃ বত্ বিণ. 1 তৃণের সমান; 2 পলকা; 3 তুচ্ছ; 4 দুর্বল। ক্রি-বিণ. নিতান্ত তুচ্ছরূপে (তৃণবত্ গণ্য করা)। ̃ ভোজী (-জিন্), তৃণাদ বিণ. তৃণ আহার করে বেঁচে থাকে এমন। তৃণাসন বি. খড় ঘাস প্রভৃতি দিয়ে তৈরি আসন; কুশাসন। 245)
তন্বী
(p. 367) tanbī বি. বিণ. (স্ত্রী.) তনু অঙ্গ যার, কৃশাঙ্গী; যার দেহ কৃশ কিন্তু মনোরম। [সং. তনু + ঈ (স্ত্রী.)]। 26)
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
তুরানি
তথৈবচ
(p. 365) tathaibaca অব্য. 1 সেই রকমই (তুমিও তো দেখছি তথৈবত); 2 প্রকৃত প্রস্তাবে তেমনই (তার বিদ্যা তো নেই-ই, বুদ্ধিও তথৈবচ)। [সং. তথা + এব + চ]। 13)
তেউড়, তেড়
(p. 375) tēuḍ়, tēḍ় বি. 1 কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; 2 চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]। 256)
তেজা-রত
তদুপরি
(p. 365) tadupari অব্য. ক্রি-বিণ. তার উপর, তার অতিরিক্ত, তা ছাড়া (তিনি বিদ্বানবুদ্ধিমান, তদুপরি তাঁর অর্থেরও অভাব নেই)। [সং. তদ্ + উপরি]। 38)
তূলি, তূলিকা
(p. 375) tūli, tūlikā বি. লোমাদি দ্বারা প্রস্তুত চিত্রকরের বর্তিকা বা লেখনী, বুরুশ, তুলি। [সং. √ তূল্ + ই, ইক্ + আ]। 243)
তাড়স
(p. 373) tāḍ়sa বি. বেদনার প্রভাব (ফোড়ার তাড়সে জ্বর এসেছে)। [সং. তাড় (আঘাত, impact]। তাড়সে জ্বর বেদনাজনিত জ্বর। 44)
তাবড়, তাবড় তাবড়
(p. 375) tābaḍ়, tābaḍ় tābaḍ় বিণ. 1 তা থেকে বড়; 2 বড় বড় (অনেক তাবড় তাবড় ডাক্তার দেখানো হয়েছে)। [বাং. তা তাহা (থেকে) + বড়]। 35)
তদতি-রিক্ত
(p. 365) tadati-rikta বিণ. তার চেয়ে বেশি; তা ছাড়া (বেতন পাবে, তদতিরিক্ত কিছু নয়)। [সং. তদ্ + অতিরিক্ত]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185314
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619986

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us