Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্রাহি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ত্রাহি এর বাংলা অর্থ হলো -

(p. 387) trāhi ক্রি. ত্রাণ করো, রক্ষা করো, বাঁচাও।
[সং. √ ত্রৈ + হি]।
ত্রাহি ত্রাহি করা, ত্রাহি ত্রাহি ডাক ছাড়া ক্রি. বি. বিপদ-আপদ থেকে উদ্ধার পেতে সাহায্যের জন্য চিত্কার করা।
89)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তত2
(p. 365) tata2 অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ̃ ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ̃ হি, ̃ হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)। 2)
তর-তাজা
(p. 367) tara-tājā বিণ. টাটকা, জীবন্ত, সজীব (তরতাজা সবজি, তরতাজা খবর)। [ফা. তর্-ওয়-তাজা]। 101)
তপতী
(p. 367) tapatī বি. 1 সূর্যপত্নী ছায়া; 2 সূর্যের কন্যা; 3 তাপ্তী নদী। [সং. √ তপ্ + অত্ + ঈ]। 32)
তন্নিষ্ঠ
(p. 367) tanniṣṭha বিণ. সেই বিষয়ে নিবিষ্ট, তন্মনস্ক; একাগ্র। [সং. তদ্ + নিষ্ঠ]। 25)
তগাবি
(p. 364) tagābi বি. জমির উন্নতির জন্য সরকারের কাছ থেকে কৃষক যে ঋণ পায়; কৃষিঋণ। [আ. তকাবী]। 4)
তেরচা, তেরছা, তেড়ছা, (ব্রজ.) তেরছ
(p. 375) tēracā, tērachā, tēḍ়chā, (braja.) tēracha বিণ. বাঁকা, আড় (তেরছা রেখা, তেরছা চাহনি)। [প্রাকৃ. তিরিচ্ছ সং. তির্যচ্]। 303)
তিলে
(p. 375) tilē বিণ. 1 তিলমিশ্রিত (তিলে খাজা); 2 তিলচিহ্নযুক্ত, spotted (তিলেখচ্চর)। [সং. তিল + বাং. এ আ, উয়া]। 155)
তারল
(p. 375) tārala বিণ. লম্পট, দুশ্চরিত্র। [সং. তরল + অ (স্বার্থে)]। 68)
তহ-সিল, (চলিত) তসিল
তুত, তুতপোকা, তুতে
(p. 375) tuta, tutapōkā, tutē যথাক্রমে তুঁত, তুঁতপোকাতুঁতে -র রূপভেদ। 188)
তাড়ানো
(p. 373) tāḍ়ānō ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্হা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। 49)
তৃষ্য
(p. 375) tṛṣya বিণ. 1 কাম্য, বাঞ্ছনীয়; 2 লোভনীয়। [সং.√ তৃষ্ + য]। 250)
তৈছন
(p. 375) taichana বিণ. (ব্রজ.) সেইরূপ, তেমন, সেইরকম। [প্রাকৃ. তইস]। তু. ঐছন, কৈছন, জৈছন। তৈছে ক্রি-বিণ. সেইভাবে, সেইরূপে। তু. ঐছে, কৈছে, জৈছে। 331)
তোতলা
(p. 387) tōtalā বিণ. (জিহ্বার স্হূলতা বা অন্য কারণে) কথা আটকে বা জড়িয়ে ফেলে এমন)। ক্রি. তোতলানো। [বাং. ধ্বন্যা. 'তো-তো' করা থেকে]। ̃ নো ক্রি. বি. জড়িয়ে বা অস্পষ্টভাবে বা তোতলার মতো কথা বলা। ̃ মি বি. তোতলার অবস্হা বা তোতলানো। 14)
তাল৩
(p. 375) tāla3 বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ̃ ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ̃ চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ̃ নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ̃ পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ̃ বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ̃ শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। 83)
তাসা2
(p. 375) tāsā2 বি. তাসের মতো মোটা কাগজের খণ্ড যাতে সুতো জ়ড়ানো থাকে (তাসার সুতো)। [হি. তাস + বাং. আ]। 109)
ত্রৈমাসিক
(p. 391) traimāsika বিণ. 1 তিন মাস অন্তর ঘটে বা জন্মে এমন; 2 তিন মাসব্যাপী; 3 তিন মাস বয়স্ক। বি. তিন মাস অন্তর প্রকাশিত সাময়িক পত্রিকা। [সং. ত্রিমাস + ইক]। 5)
তামা
(p. 375) tāmā বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [ পা. তম্ব সং. তাম্র]। ̃ টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন। 45)
তাই৩
(p. 372) tāi3 অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। ̃ তে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)। 27)
তকত-নামা, তক্ত-নামা, তখত-নামা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140391
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730619
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942817
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883564
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us