Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তেহাই2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তেহাই2 এর বাংলা অর্থ হলো -

(p. 375) tēhāi2 বি. তিন ভাগের এক ভাগ ('অর্ধেক পঙ্কেতে তার তেহাই সলিলে: শুভঙ্কর)।
[সং. ত্রিভাগিক]।
327)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তাগারি
(p. 373) tāgāri বি. 1 তাগাড়ি; 2 বড় গামলাবিশেষ। [তাগাড় দ্র]। 28)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তদুপরি
(p. 365) tadupari অব্য. ক্রি-বিণ. তার উপর, তার অতিরিক্ত, তা ছাড়া (তিনি বিদ্বানবুদ্ধিমান, তদুপরি তাঁর অর্থেরও অভাব নেই)। [সং. তদ্ + উপরি]। 38)
তদতি-রিক্ত
(p. 365) tadati-rikta বিণ. তার চেয়ে বেশি; তা ছাড়া (বেতন পাবে, তদতিরিক্ত কিছু নয়)। [সং. তদ্ + অতিরিক্ত]। 16)
তীক্ষ্ণ
তাড়িত1
(p. 373) tāḍ়ita1 বিণ. 1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত; 2 বিতাড়িত, দূরীভূত; 3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound. [সং. √ তড়্ + ণিচ্ + ত]। 53)
ত্র্যহ
(p. 391) tryaha বি. তিন দিনের সমষ্টি। [সং. ত্রি + অহন্]। ̃ .স্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত ('জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি': রবীন্দ্র)।
তাড়ু2
তিথ্যমৃত-যোগ
তাপ্পি
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণমহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
তেমত
(p. 375) tēmata বিণ. (অপ্র.) সেইরকম। [বাং. তা + মত]। তেমতি ক্রি-বিণ. (কাব্যে) তেমন, সেইরকমভাবে। 300)
তরিক
(p. 367) tarika বি. 1 খেয়ামাঝি, নৌকা বেয়ে যে এক পার থেকে অন্য পারে নিয়ে যায়; 2 খেয়াঘাটের তরির শুল্ক আদায়কারী। [সং. তরি + ক]। 123)
তেওড়1
(p. 375) tēōḍ়1 বি. খেসারি; কলাই। [সং. ত্রিপুট]। 258)
তলা-গুছি
(p. 371) talā-guchi বি. (আঞ্চ.) সাহায্য, সহায়তা (পিছনে থেকে তলাগুছি দেওয়া)। [বাং. তলা (নীচে, তলায়) + গুছি (মদত, সাহায্য)]। 22)
তল্লাশ
তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্)
তামা
(p. 375) tāmā বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [ পা. তম্ব সং. তাম্র]। ̃ টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন। 45)
তেসরা
(p. 375) tēsarā বি. বিণ. মাসের তৃতীয় তারিখ বা তারিখের। [হি. তীস্রা]। 324)
তরজা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535153
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730941
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us