Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাঁতন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দাঁতন এর বাংলা অর্থ হলো -

(p. 402) dān̐tana বি. 1 দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা, দন্তধাবন; 2 দাঁত মাজবার জন্য ব্যবহৃত নিম, বাবলা, আসশেওড়া প্রভৃতি গাছের ডাল।
[সং. দন্তধাবন]।
37)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দৈহিক
দাঁড়াশ
দন্তোদ্-গম
(p. 396) dantōd-gama বি. মাঢ়ী ভেদ করে নতুন দাঁত বার হওয়া। [সং. দন্ত + উদ্গম]। 52)
দেহলি, (বর্জি) দেহলী
(p. 421) dēhali, (barji) dēhalī বি. 1 বারান্দা, দাওয়া, ঘরের সামনের রক; 2 চৌকাঠ, গোবরাট; টৌকাঠের উপরের বা নীচের কাঠ। [সং. দেহ + √ লা + ই]। 43)
দোষ
(p. 425) dōṣa বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ ণ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ ল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণী। দোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন। 10)
দেহাবরণ
(p. 421) dēhābaraṇa বি. দেহের আচ্ছাদন, পোশাক। [সং. দেহ + আবরণ]। 51)
দ্বারিকা, দ্বারিকানাথ
(p. 426) dbārikā, dbārikānātha দ্র দ্বারকা। 21)
দেয়াসি
দিদা
দেদীপ্য-মান
(p. 419) dēdīpya-māna বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]। 18)
দশকর্ম, দশকোশি, দশকোষী, দশচক্র
(p. 401) daśakarma, daśakōśi, daśakōṣī, daśacakra দ্র দশ। 8)
দুর্বত্সর
(p. 414) durbatsara বি. 1 অশুভ বা মন্দ বত্সর; 2 অজন্মা বা আকালের বত্সর, যে বত্সর ভালো ফসল হয় না। [সং. দুর্ + বত্সর]। 38)
দ্বাসপ্ততি
(p. 426) dbāsaptati বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। [সং. দ্বা (দ্বি) + সপ্ততি (সপ্ত + দশতি)]। ̃ তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 25)
দণ্ড2
দুঃখ
(p. 411) duḥkha বি. 1 মনের কষ্ট বা বেদনা, মর্মপীড়া (মা-বাবার মনে দুঃখ দিয়ো না); 2 ক্ষোভ (তার কথায় দুঃখ পেলাম); 3 দারিদ্র, দুর্দশা (গরিবের দুঃখে তাঁর মন কাঁদে)। [সং. √ দুঃখ্ + অ]। ̃ কর, ̃ জনক, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ বিণ. দুঃখ ঘটায় বা উত্পাদন করে এমন, যন্ত্রণাদায়ক। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) দুঃখ দেয় এমন। ̃ ধান্ধা বি. কঠিন চেষ্টা। ̃ বাদ বি. মানবজীবনপৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী। ̃ ময় বিণ. কষ্টপূর্ণ। ̃ সুখ বি. কষ্ট ও শান্তি। ̃ হর বিণ. কষ্ট হরণ করে এমন। ̃ হরণ, ̃ হারী (-রিন্) বিণ. দুঃখদূরকারী। স্ত্রী. ̃ হরা, ̃ হারিণী। দুঃখার্ত বিণ. দুঃখে কাতর বা পীড়িত। দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3 অনুতপ্ত। স্ত্রী. দুঃখিতা। দুঃখী (-খিন্) বিণ. 1 দুঃখিত, দুঃখভোগকারী (দুঃখী মানুষ); 2 দীন, দরিদ্র। স্ত্রী. দুঃখিনী (দুঃখিনী সীতা)। 4)
দুস্তর
(p. 416) dustara বিণ.পার হওয়া দুঃসাধ্য এমন ('দুস্তর পারাবার': নজরুল)। [সং. দুর্ + √ তৃ + অ]। বি. ̃ তা। 52)
দেনা
(p. 419) dēnā বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। ̃ দার, দেন-দার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ। 23)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
দীপালি, দীপালী, দীপাবলি
দাঁত
(p. 402) dān̐ta বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্রচর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ̃ কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্হা। ̃ খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ককর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেল। গজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535068
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140575
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730853
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943050
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883624
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838509
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696720
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603103

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us