Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্যোতক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দ্যোতক এর বাংলা অর্থ হলো -

(p. 426) dyōtaka বিণ. 1 সূচক; ব্যঞ্জক, পরিচায়ক, প্রকাশক (ব্যক্তিত্বের দ্যোতক); 2 উদ্বোধক।
[সং. √ দ্যুত্ + অক]।
54)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুর্মর
(p. 414) durmara বিণ. 1 কিছুতেই মত বদলায় না এমন; 2 পরিবর্তনবিরোধী; 3 অতি রক্ষণশীল, die-hard (দুর্মর প্রাচীনপন্হী)। [সং. দুর্ + √ মৃ + অ]। বি. ̃ তা। 73)
দুহাতিয়া
(p. 416) duhātiẏā বিণ. 1 দুই হাতওয়ালা; 2 দুই হাত দিয়ে হানা বা আঘাত করা হয়েছে এমন কিংবা দুই হাত দীর্ঘ (দুহাতিয়া আঘাত, দুহাতিয়া লাঠির বাড়ি)। [বাং. দু (দুই) + হাত + ইয়া]। 55)
দেখন
(p. 419) dēkhana বি. দেখা, দর্শন। [দেখা দ্র]। ̃ হাসি, দ্যাখন-হাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। বি. ওইরকম হাসি হাসে এমন সখী। 12)
দ্যোতনা
(p. 426) dyōtanā বি. 1 ইঙ্গিত, ব্যঞ্জনা; 2 প্রকাশ। [সং. √ দ্যুত্ + অন + আ]। ̃ ময় বিণ. ব্যঞ্জনাময়, ইঙ্গিতময়। 55)
দেশীয়, দেশ্য
দরোয়ান, দরওয়ান
দাঁতভাঙা, দাঁতালো
(p. 402) dān̐tabhāṅā, dān̐tālō দ্র দাঁত। 38)
দাঙ্গা
দিঘ
(p. 408) digha বি. (আঞ্চ.) দৈর্ঘ্য (আড়েদিঘে)। বিণ. (প্রা. বাং.) দীর্ঘ। [ সং. দীর্ঘ]। ̃ ল বিণ. (সচ. কাব্যে) দীর্ঘ, লম্বাটে (দিঘল আঁখি)। 9)
দহ্য-মান
(p. 402) dahya-māna বিণ. দগ্ধ হচ্ছে এমন (দহ্যমান হৃদয়)। [সং. √ দহ্ + মান (শানচ্)]। 18)
দুষ্প্রমেয়
(p. 416) duṣpramēẏa বিণ. অপরিমেয়, পরিমাপ নির্ধারণ করা যায় না এমন। [সং. দুর্ + প্রমেয়]। বি. ̃ তা। 48)
দাহী
(p. 407) dāhī দ্র দাহ। 12)
দিল্লিকা ল়ড্ডু
(p. 408) dillikā l়ḍḍu বি. 1 দিল্লিতে তৈরি মিঠাইবিশেষ; 2 (আল.) যে বস্তু পেলে লোকে নিরাশ বা অনুতপ্ত হয়, আবার না পেলেও হতাশ হয়। [হি.]। 42)
দুর্ভাবনা
দ্রব্য
দেবেন্দ্র
(p. 421) dēbēndra বি. দেবরাজ ইন্দ্র। [সং. দেব + ইন্দ্র]। 16)
দোদুল
দপ
(p. 396) dapa বি. হঠাত্ আগুন বা আলো জ্বলে ওঠার অব্যক্ত শব্দ (দপ করে জ্বলে উঠল)। [ধ্বন্যা.]। ̃ দপ বি. 1 ক্রমাগত দপ করে জ্বলা; 2 ফোঁড়া ক্ষত প্রভৃতির টাটানির ভাব (ফোঁড়াটা দপদপ করছে)। ̃ দপানি বি. দপদপ করে জ্বলার বা টাটানির ভাব। 55)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
দিয়ে দেওয়া
(p. 408) diẏē dēōẏā দ্র দেওয়া। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614737
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839855
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us