Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
ধরা2 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। ধরা2 এর বাংলা অর্থ হলো -
(p. 432) dharā2 ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা
গ্রহণ
করা
(কলমটা
ধরো); 2
পরিধান
করা, পরা (নতুন বেশ
ধরেছে);
3
গ্রেপ্তার
করা (চোর ধরা); 4
অবলম্বন
করা
(অস্ত্র
ছেড়ে
কলম ধরা); 5 ভর
দেওয়া
(লাঠি ধরে চলা,
আমাকে
ধরে ধরে চলো); 6
অনুসরণ
করা
(ভিন্ন
পথ ধরা); 7
হস্তচ্যুত
না করা,
জমিয়ে
রাখা
(বাজার
চড়বে,
মাল ধরে রাখো); 8 থামা (এই
ট্রেন
এ
স্ট্রেশনে
ধরবে না,
বৃষ্টি
ধরেছে);
9
আক্রমণ
করা (রোগে
ধরেছে);
1 নষ্ট করা, কাটা
(কপিতে
পোকা
ধরেছে);
11
উচ্চারণ
করা
(ঈশ্বরের
নাম ধরা); 12 ধরনা
দেওয়া,
হত্যা
দেওয়া
(তারকেশ্বরের
দোর ধরা); 13
রক্ষা
করা,
বাঁচানো
(এই
দুর্দিনে
প্রাণ
ধরাই কঠিন,
প্রাণে
ধরে দিতে পারে না); 14 বসে
যাওয়া,
রুদ্ধ
হওয়া
(ঠাণ্ডায়
গলা
ধরেছে);
15
জন্মানো
(গাছে ফল ধরা); 16
স্হান
দেওয়া,
বহন করা (পেটে ধরা); 17 লালন করা (বুকে ধরে ব়ড় করা); 18 ছাপ বা ছোপ লাগা (রং ধরা, নোনা ধরা); 19
অনুরোধ
বা
অনুনয়বিনয়
করা,
শরণাপন্ন
হওয়া
(অফিসারকে
ধরলেই
উদ্ধার
পাবে); 2
যন্ত্রণা
হওয়া (মাথা ধরা); 21 অবশ হওয়া,
দুর্বল
বোধ করা (পা ধরে আসছে); 22
কার্যকর
হওয়া (ওষুধ
ধরেছে);
23
আরম্ভ
করা (একটা গান ধরো); 24
খুঁজে
বার করা (ভুল ধরা, খুঁত ধরা); 25
নির্ধারণ
বা
স্হির
করা (দাম ধরা); 26
রান্নার
সময়
পুড়ে
ওঠা
(তরকারিটা
ধরে গেছে,
দুধটা
ধরে গেছে); 27
জ্বলে
ওঠা (উনুন
ধরেছে);
28 আগুন লাগা
(কয়লাটা
ধরে
উঠেছে);
29
অনুভূত
হওয়া,
আচ্ছন্ন
হওয়া (ভয়
ধরেছে,
শীত
ধরেছে);
3
নাগাল
পাওয়া
(চাঁদ ধরা); 31
বিবেচনা
করা, গণ্য করা (তাকে আমি
মানুষের
মধ্যেই
ধরি না); 32
যথাসময়ে
পাওয়া
(ট্রেন
ধরতে
পারব?);
33
স্হান
সংকুলান
হওয়া (এই ঘরে এত লোক
ধরবে?);
34
প্রকাশ
পাওয়া,
ফুটে ওঠা,
সূচনা
হওয়া (চুলে পাক
ধরেছে);
35
কু-অভ্যাস
করা
(সিগারেট
ছেড়ে
পান
ধরেছে);
36
অনুমান
করা
(লেখাটা
কার তা ধরা শক্ত); 37 ভেবে
নেওয়া,
কল্পনা
করা (ধরে নাও আমি যাব না); 38
গ্রাহ্য
করা (ও
ছেলেমানুষ,
ওর কথা ধরা উচিত নয়)।
বি. উক্ত সব
অর্থে।
বিণ. উক্ত সব
অর্থে
(ধামাধরা,
মাছধরা
জাল, ধরা কথা,
মরচেধরা
লোহা,
তোমার
ধরা মাছ)।
[সং. √ ধৃ + বাং. আ]।
কাট বি. কঠোর
নিয়মানুবর্তিতা,
বাঁধাবাঁধি
(পথ্যের
ধরাকাট)।
ছোঁয়া
বি. 1 কাছে আসা;
নাগাল
(সে এখন
তোমাদের
ধরাছোঁয়ার
বাইরে);
2
বুঝতে
পারা,
বোধগম্যতা,
বোঝাবুঝি
(বিষয়টা
আমার
ধরাছোঁয়ার
বাইরে)।
ধরি বি. 1
সনির্বন্ধ
অনুরোধ,
পীড়াপীড়ি;
2
ধরপাকড়,
গ্রেপ্তার
(ব্যাপক
ধরাধরি
চলছে); 3 সকলে মিলে বয়ে
নেওয়া
(ধরাধরি
করে তাকে
উঠোনে
এনে
বসানো
হল)।
নো ক্রি. 1 ধৃত বা
গ্রেপ্তার
করানো
(চোর
ধরানো);
2
লাগানো
(ছবিতে
রং
ধরানো,
দেওয়ালে
সিমেণ্ট
ধরানো);
3
যথাসময়ে
পাইয়ে
দেওয়া
(ট্রেন
ধরানো);
4
জ্বালানো
(উনুন
ধরানো);
5
কু-অভ্যাস
করানো
(মদ
ধরানো);
6
বুঝিয়ে
বা
দেখিয়ে
দেওয়া
(ভুল
ধরানো);
7
অবলম্বন
করানো
(পথ
ধরানো)।
বি. বিণ. উক্ত সব
অর্থে।
বাঁধা
বিণ.
নির্দিষ্ট
(ধরাবাঁধা
নিয়ম নেই)।
ধরিয়ে
দেওয়া
ক্রি. বি. 1
গ্রেপ্তারে
সাহায্য
করা,
গ্রেপ্তার
করানো,
ধরানো;
2
বুঝিয়ে
দেওয়া
(অঙ্কটা
একটু
ধরিয়ে
দাও)।
ধরে পড়া, ধরে বসা ক্রি. বি.
সনির্বন্ধ
অনুরোধ
করা (একটা
চাকরির
জন্যে
ধরে
পড়েছে)।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ,
টাকাকড়ি
(ধনশালী,
ধনবল,
ধনদৌলত);
2
মহামূল্য
কাম্য
সামগ্রী
('প্রভু
আমার
প্রিয়
আমার পরম ধন হে':
রবীন্দ্র);
3
স্নেহের
পাত্রকে
সম্বোধন
(যাদুধন,
বাপধন);
4
সম্পদ
(গোধন);
5 (গণি.)
যোগচিহ্ন;
'+'
(ধনচিহ্ন)।
[সং. √ ধন্ + অ]। ̃
কুবের
বি.
(ধনদেবতা
কুবেরের
মতো)
অতিশয়
ধনী
ব্যক্তি।
̃ ক্ষয় বি.
অর্থের
বা
সম্পদের
অপচয়।
̃ গর্ব বি.
ধনবান
হওয়ার
জন্য
অহংকার।
̃ গৌরব বি. 1
ঐশ্বর্যশালী
হওয়ার
জন্য গর্ব; 2 ধনের
মহিমা।
̃ জন বি. 1
অর্থবল
ও
লোকবল;
2 অর্থ ও
পরিজন
('ধনে জনে আছি
জড়ায়ে':
রবীন্দ্র)।
̃ ঞ্জয় বি. (ধন
জয়কারী)
অর্জুন।
̃
তন্ত্র
বি.
পুঁজিবাদ,
capitalism. ̃ তৃষা, ̃
তৃষ্ণা
বি.
অর্থলাভের
প্রবল
বাসনা।
̃ দ বিণ.
ধনদানকারী।
বি. ধনের
অধিদেবতা
কুবের।
̃ দা বিণ.
(স্ত্রী.)
ধনদানকারিণী।
বি.
(স্ত্রী.)
ধনের
অধিষ্ঠাত্রী
দেবী
লক্ষ্মী।
̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ.
ধনদানকারী।
স্ত্রী.
̃
দাত্রী,
̃
দায়িকা,
̃
দায়িনী।
̃ দাস বি. 1
ধনলাভের
জন্য বা ধন
সঞ্চয়ের
জন্য যে
সবরকম
আত্মনিগ্রহ
স্বীকার
করে; 2
অত্যন্ত
কৃপণ বা
অর্থলোভী
ব্যক্তি।
̃
দেবতা
বি.
কুবের।
̃ দৌলত বি. অর্থ ও
অন্যান্য
সম্পত্তি।
̃
ধান্য
বি. অর্থ বা
টাকাপয়সা
ও
শস্যপ্রাচুর্য
('ধনধান্যে
পুষ্পে
ভরা
আমাদের
এই
বসুন্ধরা':
দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও
সম্পদের
হানি,
ধনক্ষয়।
̃ পতি বি. 1
ধনদেবতা
কুবের;
2
অতিশয়
ধনী
ব্যক্তি।
̃
পিপাসা
-
ধনতৃষ্ণা
-র
অনুরূপ।
̃
পিশাচ
বি.
ধর্ম-অধর্ম
বা
উচিত-অনুচিত
বিচার
না করে যে ধন
অর্জনে
প্রয়াসী।
̃
প্রাণ
বি.
অর্থাদি
ও জীবন
(ধনেপ্রাণে
মারা যাব)। ̃ বতী বিণ.
(স্ত্রী.)
ধনশালিনী।
̃
বত্তা
বি.
ধনশালিতা;
সমৃদ্ধি।
̃. বান (-বত্) বিণ. ধনী। ̃
বিজ্ঞান
বি.
ধনসম্পদের
সর্বপ্রকার
ব্যবহারসম্বন্ধীয়
শাস্ত্র,
অর্থশাস্ত্র।
̃
বিনিয়োগ
বি.
ব্যাবসাবাণিজ্যে
অর্থনিয়োগ।
̃
বৃদ্ধি
বি. অর্থ ও
সম্পদের
বৃদ্ধি
বা
উন্নতি।
̃
ভাণ্ডার
বি.
ধনাগার,
কোষ;
তহবিল।
̃
মদ-ধনগর্ব
-র
অনুরূপ।
̃ মান বি.
বিত্ত
ও
সম্মান।
̃ রত্ন বি.
টাকাপয়সা
ও
সোনাদানা।
̃
লালসা,
̃
লিপ্সা
-
ধনতৃষ্ণা
-র
অনুরূপ।
̃ শালী
(-লিন্)
বিণ. ধনী।
স্ত্রী.
̃
শালিনী।
বি. ̃
শালিতা।
̃
সম্পত্তি,
̃
সম্পদ
বি.
টাকাপয়সা
ও
ভূসম্পত্তি,
ধনদৌলত।
̃
স্হান
বি.
(জ্যোতিষ)
লগ্ন থেকে
দ্বিতীয়
স্হান,
যা
ধনসম্পর্কে
লাভালাভের
সূচক।
̃ হারী
(-রিন্)
বিণ.
অন্যের
ধন
অপহরণকারী;
চোর। ̃ হীন বিণ.
নির্ধন,
গরিব।
স্ত্রী.
̃
হীনা।
ধনাকাঙ্ক্ষা
বি.
অর্থের
লোভ;
ঐশ্বর্যলাভের
ইচ্ছা।
ধনাগম
বি.
ধনলাভ;
অর্থোপার্জন,
আয়।
ধনাগার
বি.
অর্থভাণ্ডার,
কোষ।
ধনাঢ্য
বিণ. ধনী,
বড়লোক।
ধনাধ্যক্ষ
বি.
কোষাধ্যক্ষ,
ধনাগারের
ভারপ্রাপ্ত
কর্মচারী।
ধনার্জন
বি. অর্থ
উপার্জন,
আয়।
ধনার্থী
(-র্থিন্)
বিণ.
অর্থপিপাসু;
ধনলাভ
করতে চায় এমন।
স্ত্রী.
ধনার্থিনী।
13)
ধাই
(p. 433) dhāi বি. 1
ধাত্রী;
2
মাতার
মতো
পালনকারিণী
রমণী,
উপমাতা
(ধাই-মা);
3 যে
স্ত্রীলোক
সন্তান
প্রসব
করায় এবং
আঁতুরঘরে
প্রসূতি
ও
নবজাতকের
পরিচর্যা
করে; 4 শিশু বা
বালক-বালিকাদের
পরিচারিকা;
5 যে
স্ত্রীলোক
স্বীয়
স্তন্যে
পরের
সন্তান
পালন করে, wet nurse. [সং.
ধাত্রী]।
16)
ধট, ধটক
(p. 430) dhaṭa, dhaṭaka বি. ওজন করার
যন্ত্র,
তুলাদণ্ড
বা
তুলাযন্ত্র।
[সং. √ ধণ
(=শব্দ)
+ অ, ণ=ট,
বিকল্পে
√ ধন্ + ট]। 5)
ধিকি-ধিকি
(p. 433) dhiki-dhiki -
ধিকধিক2
-এর
রূপভেদ।
93)
ধার1
(p. 433) dhāra1 বি.
(প্রত্যয়রূপে
ব্যবহৃত)
ধারণকারী
(সূত্রধার,
কর্ণধার)।
[সং. √ ধৃ + অ]। 65)
ধুপচি
(p. 439) dhupaci বি.
ধুনুচি,
যে
পাত্রে
ধুপধুনো
জ্বালা
হয়। [সং. ধূপ + তুর. চি]। 11)
ধাত্রেয়ী
(p. 433) dhātrēẏī বি. ধাই। [সং.
ধাত্রী
+ এয় + ঈ]। 35)
ধারি৩
(p. 433) dhāri3 বিণ.
ঋণগ্রস্ত,
ঋণী। [বাং. ধার3 + ই]। 80)
ধুনন, ধুনন
(p. 433) dhunana, dhunana বি.
কম্পন,
চালন (তু.
বিধূনন)।
[সং. √ ধু (বা √ ধূ) + ণিচ্ + অন]। 124)
ধারী2
(p. 433) dhārī2
(-রিন্)
বিণ.
ধারণকারী
(অস্ত্রধারী)।
[সং. √ ধৃ + ইন্]। 83)
ধেবড়ে যাওয়া
(p. 439) dhēbaḍ়ē yāōẏā দ্র
ধাবড়া।
53)
ধপাত্, ধপাস
(p. 430) dhapāt, dhapāsa অব্য. বি. জোরে ধপ শব্দ (ধপাস করে
পড়ল)।
[ধ্বন্যা.]।
33)
ধিক, (বর্জিত) ধিক্
(p. 433) dhika, (barjita) dhik অব্য.
নিন্দা
লজ্জা
অবজ্ঞা
ভর্ত্সনা
বিরক্তি
ঘৃণা
প্রভৃতি
ভাবপ্রকাশক;
ছিঃ। [সং.
ধিক্]।
ধিক্কার,
ধিক্-কার
বি. 1 ধিক ধিক
উক্তি
ওই
উক্তি
দ্বারা
ঘৃণা
নিন্দাবাদ
অবজ্ঞা
বিরক্তি
প্রভৃতির
প্রকাশ;
2
অপকর্ম
বা
অন্যায়
বা
ভূলের
জন্য
বিরাগ
বা ঘৃণা (আমার মনে
ধিক্কার
জন্মেছে)।
ধিক্-কৃত,
ধিক্কৃত
বিণ. ধিক
উক্তি
দ্বারা
নিন্দিত;
নিন্দিত,
ভর্ত্
সিত ;
অবজ্ঞাত;
ঘৃণিত।
91)
ধুঁকা, ধোঁকা
(p. 433) dhun̐kā, dhōn̐kā ক্রি.
অতিরিক্ত
পরিশ্রম
ইত্যাদি
কারণে
হাঁপানো
(লোকটা
দাওয়ায়
বসে
ধুঁকছে)।
বি. উক্ত
অর্থে।
[হি. √
ধৌংক]।
109)
ধুলট
(p. 439) dhulaṭa বি.
সংকীর্তনের
পর ধুলো
মাখামাখি
বা
ধুলোয়
গড়াগড়ি
দেওয়ার
উত্সব।
[বাং. ধুলা + ট]। 29)
ধার্মিক
(p. 433) dhārmika বিণ.
ধর্মপরায়ণ,
ধর্মে
অনুরাগী।
[সং. ধর্ম + ইক]। বিণ.
(স্ত্রী.)
ধার্মিকী।
বি. ̃ তা। 87)
ধনিষ্ঠা
(p. 430) dhaniṣṭhā বি.
(জ্যোতি.)
নক্ষত্রবিশেষ।
[সং.
ধনবত্
+ ইষ্ঠ + আ]। 20)
ধামসা
(p. 433) dhāmasā ক্রি.
ধামসানো,
হাত বা পা দিয়ে
চটকানো।
[দেশি]।
̃ নি বি. দলিত করা,
চটকানি
(ময়দা
ধামসানি)।
̃ নো ক্রি.
হাত-পা
দিয়ে
চটকানো
বা
মর্দন
করা। বি. বিণ. উক্ত
অর্থে।
59)
ধারণ
(p. 433) dhāraṇa বি. 1 হাত দিয়ে
গ্রহণ
বা
অঙ্গে
গ্রহণ
(অস্ত্রধারণ,
বক্ষে
ধারণ); 2 মনে রাখা
(উপদেশ
ধারণ); 3
স্হাপন
(আশীর্বাদের
ফুল
মস্তকে
ধারণ); 4
অভ্যন্তরে
গ্রহণ,
ভিতরে
নেওয়া
(এই
পাত্র
বহু জল
ধারণে
সক্ষম);
5
পরিগ্রহ
(অগ্নিমূর্তি
ধারণ); 6
গ্রহণ,
অবলম্বন
(নামধারণ,
ভেকধারণ);
7 বহন (শিরে
কুম্ভধারণ)।
[সং. √ ধৃ + ণিচ্ + অন]। 69)
ধ্যাত
(p. 442) dhyāta বিণ. 1
ধ্যানের
বিষয়ীভূত
হয়েছে
এমন; 2
স্মৃত,
চিন্তিত।
[সং. √ ধ্যৈ + ত]। ̃ ব্য বিণ. 1
ধ্যেয়,
ধ্যানযোগ্য;
2
স্মরণযোগ্য,
চিন্তনীয়।
ধ্যাতা
(-তৃ) বিণ.
ধ্যানকারী;
চিন্তক।
8)
Rajon Shoily
Download
View Count : 2629270
SutonnyMJ
Download
View Count : 2242929
SolaimanLipi
Download
View Count : 1860012
Nikosh
Download
View Count : 1129618
Amar Bangla
Download
View Count : 922676
Eid Mubarak
Download
View Count : 860329
Monalisha
Download
View Count : 724028
NikoshBAN
Download
View Count : 661210
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us