Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
ধরা2 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। ধরা2 এর বাংলা অর্থ হলো -
(p. 432) dharā2 ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা
গ্রহণ
করা
(কলমটা
ধরো); 2
পরিধান
করা, পরা (নতুন বেশ
ধরেছে);
3
গ্রেপ্তার
করা (চোর ধরা); 4
অবলম্বন
করা
(অস্ত্র
ছেড়ে
কলম ধরা); 5 ভর
দেওয়া
(লাঠি ধরে চলা,
আমাকে
ধরে ধরে চলো); 6
অনুসরণ
করা
(ভিন্ন
পথ ধরা); 7
হস্তচ্যুত
না করা,
জমিয়ে
রাখা
(বাজার
চড়বে,
মাল ধরে রাখো); 8 থামা (এই
ট্রেন
এ
স্ট্রেশনে
ধরবে না,
বৃষ্টি
ধরেছে);
9
আক্রমণ
করা (রোগে
ধরেছে);
1 নষ্ট করা, কাটা
(কপিতে
পোকা
ধরেছে);
11
উচ্চারণ
করা
(ঈশ্বরের
নাম ধরা); 12 ধরনা
দেওয়া,
হত্যা
দেওয়া
(তারকেশ্বরের
দোর ধরা); 13
রক্ষা
করা,
বাঁচানো
(এই
দুর্দিনে
প্রাণ
ধরাই কঠিন,
প্রাণে
ধরে দিতে পারে না); 14 বসে
যাওয়া,
রুদ্ধ
হওয়া
(ঠাণ্ডায়
গলা
ধরেছে);
15
জন্মানো
(গাছে ফল ধরা); 16
স্হান
দেওয়া,
বহন করা (পেটে ধরা); 17 লালন করা (বুকে ধরে ব়ড় করা); 18 ছাপ বা ছোপ লাগা (রং ধরা, নোনা ধরা); 19
অনুরোধ
বা
অনুনয়বিনয়
করা,
শরণাপন্ন
হওয়া
(অফিসারকে
ধরলেই
উদ্ধার
পাবে); 2
যন্ত্রণা
হওয়া (মাথা ধরা); 21 অবশ হওয়া,
দুর্বল
বোধ করা (পা ধরে আসছে); 22
কার্যকর
হওয়া (ওষুধ
ধরেছে);
23
আরম্ভ
করা (একটা গান ধরো); 24
খুঁজে
বার করা (ভুল ধরা, খুঁত ধরা); 25
নির্ধারণ
বা
স্হির
করা (দাম ধরা); 26
রান্নার
সময়
পুড়ে
ওঠা
(তরকারিটা
ধরে গেছে,
দুধটা
ধরে গেছে); 27
জ্বলে
ওঠা (উনুন
ধরেছে);
28 আগুন লাগা
(কয়লাটা
ধরে
উঠেছে);
29
অনুভূত
হওয়া,
আচ্ছন্ন
হওয়া (ভয়
ধরেছে,
শীত
ধরেছে);
3
নাগাল
পাওয়া
(চাঁদ ধরা); 31
বিবেচনা
করা, গণ্য করা (তাকে আমি
মানুষের
মধ্যেই
ধরি না); 32
যথাসময়ে
পাওয়া
(ট্রেন
ধরতে
পারব?);
33
স্হান
সংকুলান
হওয়া (এই ঘরে এত লোক
ধরবে?);
34
প্রকাশ
পাওয়া,
ফুটে ওঠা,
সূচনা
হওয়া (চুলে পাক
ধরেছে);
35
কু-অভ্যাস
করা
(সিগারেট
ছেড়ে
পান
ধরেছে);
36
অনুমান
করা
(লেখাটা
কার তা ধরা শক্ত); 37 ভেবে
নেওয়া,
কল্পনা
করা (ধরে নাও আমি যাব না); 38
গ্রাহ্য
করা (ও
ছেলেমানুষ,
ওর কথা ধরা উচিত নয়)।
বি. উক্ত সব
অর্থে।
বিণ. উক্ত সব
অর্থে
(ধামাধরা,
মাছধরা
জাল, ধরা কথা,
মরচেধরা
লোহা,
তোমার
ধরা মাছ)।
[সং. √ ধৃ + বাং. আ]।
কাট বি. কঠোর
নিয়মানুবর্তিতা,
বাঁধাবাঁধি
(পথ্যের
ধরাকাট)।
ছোঁয়া
বি. 1 কাছে আসা;
নাগাল
(সে এখন
তোমাদের
ধরাছোঁয়ার
বাইরে);
2
বুঝতে
পারা,
বোধগম্যতা,
বোঝাবুঝি
(বিষয়টা
আমার
ধরাছোঁয়ার
বাইরে)।
ধরি বি. 1
সনির্বন্ধ
অনুরোধ,
পীড়াপীড়ি;
2
ধরপাকড়,
গ্রেপ্তার
(ব্যাপক
ধরাধরি
চলছে); 3 সকলে মিলে বয়ে
নেওয়া
(ধরাধরি
করে তাকে
উঠোনে
এনে
বসানো
হল)।
নো ক্রি. 1 ধৃত বা
গ্রেপ্তার
করানো
(চোর
ধরানো);
2
লাগানো
(ছবিতে
রং
ধরানো,
দেওয়ালে
সিমেণ্ট
ধরানো);
3
যথাসময়ে
পাইয়ে
দেওয়া
(ট্রেন
ধরানো);
4
জ্বালানো
(উনুন
ধরানো);
5
কু-অভ্যাস
করানো
(মদ
ধরানো);
6
বুঝিয়ে
বা
দেখিয়ে
দেওয়া
(ভুল
ধরানো);
7
অবলম্বন
করানো
(পথ
ধরানো)।
বি. বিণ. উক্ত সব
অর্থে।
বাঁধা
বিণ.
নির্দিষ্ট
(ধরাবাঁধা
নিয়ম নেই)।
ধরিয়ে
দেওয়া
ক্রি. বি. 1
গ্রেপ্তারে
সাহায্য
করা,
গ্রেপ্তার
করানো,
ধরানো;
2
বুঝিয়ে
দেওয়া
(অঙ্কটা
একটু
ধরিয়ে
দাও)।
ধরে পড়া, ধরে বসা ক্রি. বি.
সনির্বন্ধ
অনুরোধ
করা (একটা
চাকরির
জন্যে
ধরে
পড়েছে)।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
ধরব
(p. 432) dharaba
(উচ্চা.
ধরবো) ক্রি.
(ব্রজ.)
ধরিব -র কোমল রূপ। 11)
ধুলা, (কথ্য) ধুলো
(p. 439) dhulā, (kathya) dhulō বি. 1 ধুলি,
শুকনো
মাটির
গুঁড়ো;
2
যেকোনো
বস্তুর
গুঁড়ো,
রেণু
(গুঁড়িয়ে
ধুলো করা); 3 মাটি
(ধুলোয়
বসা)। [সং.
ধূলি]।
ধুলো
ওড়ানো
ক্রি. বি.
দ্রুত
যাওয়ার
ফলে বা
ঝাড়ু
দিয়ে ধুলো
ওড়ানো।
̃ পড়া বি.
মন্ত্রপূত
ধুলো।
গায়ে ধুলো
দেওয়া
ক্রি. বি. ঘৃণা
প্রকাশ
করা;
ধিক্কার
দেওয়া।
চোখে ধুলো
দেওয়া
ক্রি. বি.
ফাঁকি
দেওয়া।
ধুলো-মুঠি
ধরলে
সোনা-মুঠি
হয়
ভাগ্য
সুপ্রসন্ন
হলে
সামান্য
চেষ্টাতেই
বিরাট
সাফল্য
আসে। 30)
ধুরা
(p. 439) dhurā বি. 1
গোরুর
গাড়ি
ইত্যাদির
অগ্রভাগ
যা গোরু
মোষের
কাঁধে
লাগানো
হয়,
জোয়াল;
2
কোনোকিছুর
সম্মুখের
অংশ; 3
অক্ষদণ্ড,
চাকার
মধ্যবর্তী
দণ্ড, ঈষ, axle; 4 ভার। [সং. √
ধুর্ব্
+
ক্বিপ্
+ আ]। 26)
ধুতুরা
(p. 433) dhuturā বি.
উপক্ষারধারী
বনৌষধিবিশেষ,
বিষাক্ত
ফলবিশেষ
ও তার গাছ বা ফুল। [সং.
ধুস্তুর]।
118)
ধাবক
(p. 433) dhābaka বিণ. 1 ছোটে বা
দৌড়ায়
এমন; 2 পত্র বা
সংবাদ
বহন করে এমন; 3 ধোয় বা
পরিষ্কার
করে এমন
(দন্তধাবক)।
বি. 1 ধোপা; 2 যে ধোয়,
প্রক্ষালনকারী
ব্যক্তি;
3
সংবাহ
বাহক; 4
সংস্কৃত
সাহিত্যের
কবিবিশেষ।
[সং. √ ধাব্ + অক]। 50)
ধুম্বা, ধুম্বি
(p. 439) dhumbā, dhumbi দ্র
ধুম্ব।
22)
ধার্য
(p. 433) dhārya বিণ. 1
ধারণযোগ্য,
ধারণীয়;
2
বহনীয়;
3 (বাং.)
নির্ধারিত
('মোরা বড়ো বলে
করেছি
ধার্য':
রবীন্দ্র);
স্হিরীকৃত,
নির্দিষ্ট
(দিন
ধার্য
করা, দাম
ধার্য
করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা
স্হির
করা
হচ্ছে
এমন। 88)
ধুনি
(p. 439) dhuni বি.
সন্ন্যাসীর
অগ্নিকুণ্ড
(ধুনি
জ্বালিয়ে
বসে
আছেন)।
[দেশি-তু.
হি.
ধূনী]।
4)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1
সহিষ্ণুতা,
সহ্য বা
অপেক্ষা
করার
ক্ষমতা;
2
ধীরতা;
3 (বৈ. সা.)
নিস্পৃহতা
ও
প্রশান্তি
('ধৈরজ ধর
চিতে')।
[সং. ধীয় + য]। ̃
চ্যুত,
̃ হারা বিণ. সহ্য করার বা
অপেক্ষা
করার
ক্ষমতা
হারিয়েছে
এমন,
অসহিষ্ণু।
বি. ̃
চ্যুতি।
ধৈর্য
ধরা ক্রি. সহ্য করে থাকা,
সহিষ্ণু
হওয়া।
̃ ধারণ,
ধৈর্যাবলম্বন
বি.
সহিষ্ণু
হওয়া,
ধীরতা
অবলম্বন।
̃ শালী
(-লিন্)
বিণ.
সহিষ্ণু।
স্ত্রী.
̃
শালিনী।
̃ শীল বিণ.
ধৈর্য
আছে এমন,
ধৈর্যশালী।
স্ত্রী.
̃
শীলা।
̃ হারা, ̃
হীন-ধৈর্যচ্যুত
-র
অনুরূপ।
ধারণা
(p. 433) dhāraṇā বি. 1 বোধ,
অনুভূতি,
উপলব্ধি
(বস্তু
সম্বন্ধে
ধারণা,
ঈশ্বর
সম্বন্ধে
ধারণা);
2
অনুমান,
সংস্কার,
বিশ্বাস
(আমার দৃঢৃ
ধারণা);
3
সিদ্ধান্ত,
নির্ধারণ
(ভবিষ্যত্
জীবন
সম্পর্কে
ধারণা
করা); 4
স্মরণশক্তি,
মেধা
(ধারণাশক্তি);
5
একাগ্রতা,
মনকে একই
বিষয়ে
স্হাপন।
[সং. √ ধৃ + ণিচ্ + অন + আ]। ̃ তীত বিণ.
উপলব্ধি
বা
অনুমান
করা
অসাধ্য
এমন। 70)
ধা2
(p. 433) dhā2
(ব্যাক.)
প্রকারবাচক
প্রত্যয়বিশেষ
(বহুধা,
শতধা)।
[সং.
ধাচ্]।
15)
ধ্বজা
(p. 441) dhbajā বি.
পতাকা,
নিশান,
ধ্বজ
(জয়ধ্বজা)।
[সং. ধ্বজ + আ
(স্ত্রী.)]।
̃ ধারী
(-রিন্)
বিণ. 1
পতাকা
বহন করে এমন; 2 (আল.)
উপাধি,
বংষ বা
ফোঁটা
তিলক
প্রভৃতির
গর্বে
গর্বিত
ব্যক্তি;
3 (আল.)
(ব্যঙ্গে)
কোনো
প্রতিষ্ঠান
বা
সংস্হার
সমর্থক
(ধর্মের
ধ্বজাধারী)।
ধার2
(p. 433) dhāra2 বিণ. (সচ.
কাব্যে)
জল
প্রভৃতি
তরল
পদার্থের
পতন বা ধারা
(অশ্রুধার)।
[ধারা2 দ্র]। 66)
ধীরাধীরা
(p. 433) dhīrādhīrā বি.
(স্ত্রী.)
(অল.) যে
নায়িকার
কোপ
কিছুটা
ব্যক্ত
ও
কিছুটা
অব্যক্ত
থাকে।
[সং. ধীরা +
অধীরা]।
104)
ধাই
(p. 433) dhāi বি. 1
ধাত্রী;
2
মাতার
মতো
পালনকারিণী
রমণী,
উপমাতা
(ধাই-মা);
3 যে
স্ত্রীলোক
সন্তান
প্রসব
করায় এবং
আঁতুরঘরে
প্রসূতি
ও
নবজাতকের
পরিচর্যা
করে; 4 শিশু বা
বালক-বালিকাদের
পরিচারিকা;
5 যে
স্ত্রীলোক
স্বীয়
স্তন্যে
পরের
সন্তান
পালন করে, wet nurse. [সং.
ধাত্রী]।
16)
ধাঁ
(p. 433) dhā অব্য. 1 সহসা আগুন
জ্বলার
বা
প্রহারের
শব্দ; 2
দ্রুত
গতির
ভাবসূচক,
ঝাঁ, চট (ধাঁ করে ছুটে
যাওয়া)।
[ধ্বন্যা.]।
̃ ই বি. সহসা ও
সজোরে
মারার
শব্দ।
ধাঁ করে
ক্রি-বিণ.
1 সহসা এবং
সজোরে;
2
দ্রুত
(ধাঁ করে
পালাল)।
20)
ধ্যেয়
(p. 442) dhyēẏa বিণ. 1
ধ্যানযোগ্য;
2
স্মরণীয়;
3
চিন্তনীয়।
[সং. √ ধ্যৈ + য]। 11)
ধরিত্রী
(p. 433) dharitrī বি. ধরণী,
পৃথিবী।
[সং. √ ধৃ + ইত্র + ঈ]। 3)
ধারিণী
(p. 433) dhāriṇī বিণ.
(স্ত্রী.)
ধারণকারিণী
(অস্ত্রধারিণী,
প্রহরণধারিণী)।
বি.
(স্ত্রী.)
পৃথিবী।
পুং. বিণ.
ধারী।
[সং. √ ধৃ + ইন্ + ঈ]। 81)
ধেড়ে2
(p. 439) dhēḍ়ē2 বিণ. 1
ধাড়ি;
2 বেশি বয়সী
(ধেড়ে
ছেলে,
ধেড়ে
হয়ে
ছোটদের
মতো আচরণ করা); 3
যৌবনপ্রাপ্ত,
প্রাপ্তবয়স্ক
(ধেড়ে
বাঘ)।
[ধাড়ি
দ্র]। 49)
Rajon Shoily
Download
View Count : 2544109
SutonnyMJ
Download
View Count : 2150013
SolaimanLipi
Download
View Count : 1742179
Nikosh
Download
View Count : 955913
Amar Bangla
Download
View Count : 887201
Eid Mubarak
Download
View Count : 840571
Monalisha
Download
View Count : 699107
Bikram
Download
View Count : 604342
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us