Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধপাত্, ধপাস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধপাত্, ধপাস এর বাংলা অর্থ হলো -

(p. 430) dhapāt, dhapāsa অব্য. বি. জোরে ধপ শব্দ (ধপাস করে পড়ল)।
[ধ্বন্যা.]।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধুচনি, ধুচুনি
ধড়াস
ধন্বী
(p. 430) dhanbī (-ন্বিন্) বিণ. ধনুর্ধারী, তিরন্দাজ। [সং. ধন্ব + ইন্]। 28)
ধন্বন্তরি
(p. 430) dhanbantari বি. 1 (পুরাণে) দেবচিকিত্সকবিশেষ-যিনি সমুদ্র মন্হনের সময় সুধাহস্তে সমুদ্র থেকে উঠে এসেছিলেন; 2 (আল.) অতিশয় সুচিকিত্সক, যে চিকিত্সক রোগ নিরাময়ে কখনো ব্যর্থ হন না। [সং. ধনু + অন্ত + √ ঝি + ইন্]। 26)
ধারাসম্পাত, ধারাস্নান
(p. 433) dhārāsampāta, dhārāsnāna দ্র ধারা2। 77)
ধাপ্পা
ধুনরি, ধুনুরি
(p. 433) dhunari, dhunuri বি. যে তুলো ধোনে এবং ধোনা তুলো দিয়ে বালিশ, লেপ, তোশক তৈরি করে। [ধুনা2 দ্র]।
ধান্যেশ্বরী
(p. 433) dhānyēśbarī বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]। 45)
ধাড়ি
ধারালো
(p. 433) dhārālō বিণ. শাণিত, তীক্ষ্ণধার, ধার আছে এমন। [বাং. ধার 3 + আলো]। 76)
ধামনিক
(p. 433) dhāmanika বিণ. ধমনিসম্বন্ধীয়। [সং. ধমনী + ইক]। ধামনিকা বি. ধমনী। 58)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
ধাতসহ, ধাতস্হ
(p. 433) dhātasaha, dhātasha দ্র ধাত। 30)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতনবিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
ধৌত
(p. 441) dhauta বিণ. ধোয়া হয়েছে এমন, প্রক্ষালিত; জলের সাহায্যে পরিষ্কৃত। [সং. √ ধাব্ + ত]। 14)
ধার1
ধন্যাক
(p. 430) dhanyāka বি. ধনে, মশলারূপে ব্যবহৃত শস্যবিশেষ। [সং. ধন্য + আ (স্ত্রী.) + ক]। 30)
ধরতা
(p. 432) dharatā বি. 1 আগে থেকে যা বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতি; 2 মূল গায়কের মুখ থেকে ধরে নেওয়া গানের পদ। [ধরা2 দ্র]। 5)
ধার্য
(p. 433) dhārya বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন। 88)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577781
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185511
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785580
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026520
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901093
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708592
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us