Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নজরানা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নজরানা এর বাংলা অর্থ হলো -

(p. 444) najarānā বি. উপঢৌকন, ভেট, সেলামি (নজরানা না দিলে রাজবাড়িতে ঢোকা যাবে না)।
[আ. নজর্ + ফা. আনা]।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিতম্ব
নমস্কার, নমস্ক্রিয়া
নিগীর্ণ
(p. 460) nigīrṇa বিণ. 1 গিলে ফেলা হয়েছে এমন, গলাধঃকৃত; 2 ভক্ষিত। [সং. নি + √ গৃ + ত]। 12)
নির্বাসন
নুর
(p. 475) nura বি. 1 আলোক (নুরজাহান); 2 কেবল চিবুকে রক্ষিত দাড়ি। [আ. নূর]। 115)
নও-রোজ
নিশ্চেতন
(p. 473) niścētana বিণ. জড়, অচেতন; যার সংজ্ঞা বা চৈতন্য নেই। [সং. নির্ + √ চিত্ + অন]। 40)
নিরীহ
নিবারণ
(p. 461) nibāraṇa বি. 1 বারণ, নিষেধ (গুরুজনের নিবারণ সত্ত্বেও); 2 দূরীকরণ, প্রশমিতকরণ (দুঃখনিবারণ)। [সং. নি + √ বারি + অন]। নিবারণ করা ক্রি. বি. দূর করা, প্রশমিত করা; থামানো; রোধ করা; নিবৃত্ত করা; (বিরল) বারণ করা, নিষেধ করা। 72)
নাই2
(p. 451) nāi2 বি. আশকারা, লাই, প্রশ্রয় (কুকুরকে নাই দিলে মাথায় ওঠে)। [নাই নেই নেহ সং. স্নেহ]। 13)
নিশ্বসন, নিশ্বসিত, নিশ্বাস
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
নাবা, নাবানো
(p. 454) nābā, nābānō যথাক্রমে নামা ও নামানো -র আঞ্চ. রূপ। 35)
নিখিল
(p. 460) nikhila বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত ('নিখিল ভুবন উঠবে জেগে': রবীন্দ্র)। বি. সমগ্র সৃষ্টি; সমগ্র ভুবন (নিখিলনাথ)। [সং. নি + খিল]। 2)
নারদ
(p. 454) nārada বি. (কলহসংগঠক বলে খ্যাত) দেবর্ষিবিশেষ। [সং. নার + √ দা + অ]। 67)
নালা
(p. 454) nālā বি. জলনিকাশের খাত, বড় নর্দমা, ড্রেন। [সং. নালক]। 81)
ন্যায়
(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ̃ নিষ্ঠ, ̃ পর, ̃ পরায়ণ, ̃ বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ̃ নিষ্ঠা, ̃ পরতা, ̃ পরায়ণতা, ̃ বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ̃ পথ, ̃ মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ̃ বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)। 37)
নর্ম
নাচিকেত
নির্ভর
(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। ̃ তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। ̃ যোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। ̃ শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. ̃ শীলতা। 124)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595896
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205922
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814290
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062212
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908522
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852395
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713940
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634699

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us