Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিগৃহীত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিগৃহীত এর বাংলা অর্থ হলো -

(p. 460) nigṛhīta বিণ. 1 দণ্ড বা শাস্তি ভোগ করেছে এমন; 2 লাঞ্ছিত, অপমানিত।
[সং. নি + √ গ্রহ্ + ত]।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাগাল
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিষ্পিষ্ট
নীলাভ
(p. 475) nīlābha বিণ. 1 নীল আভা যার, নীলচে; 2 নীল রঙের ('নীলাভ গরল': শ. ঘো.)। [সং. নীল + আভা]। 99)
নীলাঞ্জন
(p. 475) nīlāñjana বি. 1 তুঁতে; 2 রসাঞ্জন; 3 নীল বা কৃষ্ণনীল কাজল; 4 মেঘের ঘননীল অঞ্জনবত্ বর্ণ ('নীলাঞ্জন ছায়া': রবীন্দ্র)। [সং. নীল + অঞ্জন]। 98)
নীলাম্বর
(p. 475) nīlāmbara বি. 1 নীল রঙের আকাশ; 2 নীল রঙের বস্ত্র; 3 হলধর বলরাম। বিণ. নীলবর্ণ বস্ত্র পরিধানকারী বা পরিহিত। [সং. নীল + অম্বর]। 100)
নীলাচল, নীলাদ্রি
নেংচা, নেংচানো
(p. 479) nēñcā, nēñcānō যথাক্রমে লেংচা বা ল্যাংচা এবং লেংচানো বা ল্যাংচানো -র কথ্য রূপ। নেংচে চলা ক্রি. বি. খুঁড়িয়ে চলা বা হাঁটা। 7)
নির্লোভ
(p. 473) nirlōbha বিণ. লোভহীন। [সং. নির্ + লোভ]। 13)
নিস্তার
নক্ষত্র
(p. 444) nakṣatra বি. 1 তারকা, তারা; 2 (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। ̃ গতি, ̃ বেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। ̃ পতি বি. চন্দ্র। ̃ পাত বি. 1 উল্কাপাত; 2 (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। ̃ পুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। ̃ বিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। ̃ লোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ। 3)
নিরাশ
(p. 467) nirāśa বিণ. আশাহীন, হতাশ (আমাকে নিরাশ করলে, এখনই নিরাশ হয়ো না)। [সং. নির্ + আশা]। নিরাশা, নৈরাশ্য বি. আশাহীনতা, হতাশা, ভরসাহীনতা ('কাদে যারা নিরাশায়')। 37)
নীলাম্বরি
(p. 475) nīlāmbari বি. নীল রঙের শাড়ি। [সং. নীল + বাং. অম্বরি]। 101)
নবতি
(p. 447) nabati বি. নব্বই সংখ্যা। [সং. নবন্ + অতি]। ̃ তম বিণ. নব্বইসংখ্যক। স্ত্রী. ̃ তমী। নব-নবতি বি. 99 সংখ্যা। ̃ তম বিণ. 99 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 4)
ন্যগ্রোধ
(p. 481) nyagrōdha বি. বটগাছ ('বঙ্গের বীজ ন্যগ্রোধপ্রায়': স. দ.)। [সং. ন্যক্ + √ রুধ্ + অ]। 25)
নিগূঢ়
(p. 460) nigūḍh় বিণ. 1 একান্ত গুপ্ত; 2 দুর্জ্ঞেয় (নিগূঢ় রহস্য); 3 জটিল; 4 রহস্যময়; 5 অতি গভীর (নিগূঢ় সৌন্দর্য, নিগূঢ়, ঐক্য)। [সং. নি + √ গুহ্ + ত]। 13)
নীরজ1
(p. 475) nīraja1 দ্র নীর। 87)
নির্মক্ষিক
(p. 468) nirmakṣika বিণ. 1 মক্ষিকা বা মাছি নেই এমন; 2 মাছিটিও নেই এমন; 3 (আল.) জনপ্রাণী নেই এমন, নির্জন। [সং. নির্ + মক্ষিকা]। 130)
নিতা
(p. 461) nitā বি. (আঞ্চ.) নিমন্ত্রণ (নিতা নিমন্ত্রণের পালা শেষ)। [সং. নিমন্ত্রণ তু. হি. নেওতা]। 10)
নিপাত
(p. 461) nipāta বি. 1 মরণ, মৃত্যু, ধ্বংস, বিনাশ (নিপাত হওয়া, নিপাত যাওয়া); 2 অধঃপাত। [সং. নি + √ পত্ + অ]। 48)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227899
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us