Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্বল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্বল এর বাংলা অর্থ হলো -

(p. 468) nirbala বিণ. বলহীন, দুর্বল, শক্তিহীন।
[সং. নির্ + বল]।
83)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিন্দার্হ
(p. 461) nindārha দ্র নিন্দা। 42)
নিশুতি, নিষুতি
(p. 473) niśuti, niṣuti বি. 1 গভীর রাত (সেই নিশুতিতে); 2 গভীর রাতের নিদ্রা। বিণ. 1 গভীর; 2 নিস্তব্ধ (নিশুতি রাত)। [ সং. নিষুপ্তি]। 34)
নিরামিষ
(p. 467) nirāmiṣa বিণ. আমিষ অর্থাত্ মাছ মাংস ডিম প্রভৃতি বর্জিত (নিরামিষ আহার)। বি. নিরামিষ খাবার (সে নিরামিষ খায়)। [সং. নির্ + আমিষ]। ̃ ভোজী (-জিন্), নিরামিষাশী (-শিন্) বিণ. কেবল নিরামিষ খাদ্য আহার করে এমন। 31)
নির্ধার্য
(p. 468) nirdhārya বিণ. নির্ধারণ করার যোগ্য নির্ধারণ করতে হবে এমন। [সং. নির্ + ধারি + য]। 71)
নাকা2
(p. 452) nākā2 অব্য. (আঞ্চ.) মতো, সদৃশ। [দেশি]। 4)
ন্যাটা
(p. 481) nyāṭā বিণ. ডান হাতের বদলে বাঁ-হাত অধিকাংশ কাজ করে এমন। [তু. হি. লওটা (=উলটা)]। 32)
নিন্দন
(p. 461) nindana বি. নিন্দা করা; নিন্দা। [সং. √ নিন্দ্ + অন]। 39)
নির্দিষ্ট
(p. 468) nirdiṣṭa বিণ. 1 আদেশ বা নির্দেশ করা হয়েছে এমন (দেবনির্দিষ্ট কর্ম); 2 স্হিরীকৃত (নিয়তিনির্দিষ্ট); 3 নির্ধারণ করা বা ধার্য করা হয়েছে এমন (নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে)। [সং. নির্ + √ দিশ্ + ত]। 62)
নির্ভেজাল
নিরস্ত
(p. 467) nirasta বিণ. 1 ক্ষান্ত (তর্কে নিরস্ত হওয়া, চেষ্টায় নিরস্ত হওয়া); 2 বিরত, নিবৃত্ত (সকলে মিলে তাকে নিরস্ত করলাম); 3 দূরীভূত। [সং. নির্ + √ অস্ + ত]। 10)
নাশকতা, নাশকতামূলক
(p. 454) nāśakatā, nāśakatāmūlaka দ্র, নাশ। 88)
নাসিকা
(p. 454) nāsikā বি. নাসা, নাক। [সং. নাসা + ক (স্বার্থে) + আ (স্ত্রী)]। 97)
নস্য, (কথ্য) নস্যি
(p. 447) nasya, (kathya) nasyi বি. 1 নাকের মধ্যে প্রয়োগ করা বা নেওয়া হয় এমন তামাকচূর্ণ; নাকের মধ্যে নিয়ে নেশা করা হয় এমন তামাকচূর্ণ; 2 (আল.) তুচ্ছ জিনিস, অতি সামান্য পরিমাণ জিনিস (এই টাকা তো তার কাছে নস্যি)। [সং. নস্ + য]। নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour. 94)
নির্বস্তুক
(p. 468) nirbastuka বিণ. বস্তুসম্পর্কহীন, ভাবসর্বস্ব, বিমূর্ত, abstract. [সং. নির্ + বস্তু + ক]। 84)
নানক-পন্হী
নিশা
(p. 473) niśā বি. রজনী, রাত্রি ('নিশার স্বপন ছুটল রে': রবীন্দ্র)। [সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]। ̃ কর, ̃ কান্ত বি. চন্দ্র, চাঁদ। ̃ গম বি. রাত্রির আগমন। ̃ চর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে। বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)। স্ত্রী. ̃ চরী।̃ ত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ ন্ত, ̃ ব-সান বি. রাত্রির অবসান, প্রভাত। ̃ ন্ধ বিণ. রাতকানা। ̃ বিহার বি. রাতে বিচরণ। ̃ মুখ বি. সন্ধ্যাকাল। 23)
নাকুয়া, নাকু
(p. 452) nākuẏā, nāku বিণ. 1 অনুনাসিক (নাকুয়া কথা); 2 নাকবিশিষ্ট; 3 নাকি সুরে কথা বলে এমন (নাকুয়া লোক)। [বাং. নাক2 + উয়া, উ]। 10)
নওল
(p. 443) nōla বিণ. (ব্রজ.) নবন (নওলকিশোর)। [সং. নব নও + ল (স্বার্থে)]। 15)
নির্বৃত্ত2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us