Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নবোদিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নবোদিত এর বাংলা অর্থ হলো -

(p. 447) nabōdita বিণ. সদ্য উদিত বা প্রকাশিত হয়েছে এমন, সদ্য আবির্ভূত (নবোদিত সূর্য, নবোদিত চেতনা)।
[সং. নব + উদিত]।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিশাদল
(p. 473) niśādala বি. লবণজাতীয় পদার্থবিশেষ, salammoniac, ammonium chloride. [ফা. নৌশাদর্]। 25)
নাশকতা, নাশকতামূলক
(p. 454) nāśakatā, nāśakatāmūlaka দ্র, নাশ। 88)
নেওয়া
(p. 479) nēōẏā ক্রি. গ্রহণ করা, লওয়া (নেয়, নিয়েছে)। বি. উক্ত অর্থে (এটা নেওয়া ভালো হল না)। [সং. √ নী + বাং. আ]। 6)
নিহারা, নেহারা
নেড়া, ন্যাড়া
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
নিস্তরণ
(p. 475) nistaraṇa বি. 1 পার হওয়া, উত্তরণ; 2 নিস্তার, নিষ্কৃতি, মুক্তি, উদ্ধার (এ ঘোর বিপদে নিস্তরণের আশা নেই); 3 নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ তৃ + অন]। 53)
নির্গুণ
নেংটি2
নির্মেঘ
(p. 468) nirmēgha বিণ. মেঘহীন, মেঘমুক্ত (শরতের নির্মেঘ আকাশ)। [সং. নির্ + মেঘ]। 148)
নিলজ্জ
(p. 473) nilajja বিণ. নির্লজ্জ -র কোমল ও কাব্যরূপ ('নিলজ্জ নীল আকাশ': রবীন্দ্র)। 18)
নবপত্রিকা
(p. 447) nabapatrikā দ্র নব2। 6)
নিবহ
(p. 461) nibaha বি. সমূহ, সকল ('ম্লেচ্ছনিবহ')। [সং. নি + √ বহ্ + অ]। 66)
নির্ভর
(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। ̃ তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। ̃ যোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। ̃ শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. ̃ শীলতা। 124)
নরা-নর1
(p. 447) narā-nara1 এর বিকৃত রূপ ('নরা গজা বিশে শয়': খনার বচন)। 69)
নাস2
(p. 454) nāsa2 বি. নাক (ছিন্ননাস)। [সং. নাসা]। 94)
নিরুদ্বেগ
(p. 468) nirudbēga বিণ. উদ্বেগহীন, শান্ত। বি. উদ্বেগহীনতা। [সং. নির্ + উদ্বেগ]। 24)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নারিকেল, (কথ্য) নারকেল, নারকোল
নিচ
(p. 460) nica বিণ. নিম্ন, নিচু (নিচ জমি)। বি. নিম্ন স্হান, নিচু জায়গা ('আছে নিচে চতুর্দিকে কাছে': রবীন্দ্র)। [সং. নীচ]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185479
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785542
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026477
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901084
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708581
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620130

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us