Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরবলম্ব, নিরবলম্বন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিরবলম্ব, নিরবলম্বন এর বাংলা অর্থ হলো -

(p. 461) nirabalamba, nirabalambana বিণ. অবলম্বনহীন, সহায়হীন, অসহায়, অনাথ; আশ্রয়হীন।
[সং. নির্ + অবলম্ব, অবলম্বন]।
146)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিহত
(p. 475) nihata বিণ. হত, বধ করা হয়েছে এমন; বিনষ্ট। [সং. নি + √ হন্ + ত]। নিহন্তা (-ন্তৃ) বিণ. হত্যাকারী, বধকারী। 67)
নিরুদ্বেগ
(p. 468) nirudbēga বিণ. উদ্বেগহীন, শান্ত। বি. উদ্বেগহীনতা। [সং. নির্ + উদ্বেগ]। 24)
নৈর্গুণ্য
(p. 480) nairguṇya বি. 1 গুণহীনতা; 2 সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের অতীত অবস্হা বা ভাব। [সং. নির্গুণ + য]। 37)
নি৩
নরি
(p. 447) nari দ্র নর1। 73)
নয়নোপান্ত
(p. 447) naẏanōpānta বি. চোখের প্রান্ত বা কোণ, অপাঙ্গ (নয়নোপান্তে অশ্রু দেখা দিল)। [সং. নয়ন2+ উপান্ত]। 61)
নৌ
(p. 481) nau বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)। [সং. √ নুহ্ + ঔ]। ̃ চলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত। ̃ চালক বি. নৌকাদি জলযানের চালক। ̃ জীবী, ̃ জীবিক বি. নৌকাচালক, মাঝি। ̃ বল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজসৈন্যদলের সমষ্টি। ̃ বহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ। ̃ বাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)। ̃ বাহিনী, ̃ সেনা, ̃ সৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য। ̃ বাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। বি. বিণ. নৌকাচালনাকারী ('নৌবাহী নৌকা টাণঅ গুণে': চর্যা.)। ̃ বাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable. ̃ বিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা। ̃ যুদ্ধ বি. জলযুদ্ধ। 21)
নিষণ্ণ
(p. 473) niṣaṇṇa বিণ. 1 অবস্হিত ('পড়ে থাক তটতলে স্তব্ধ হয়ে বিষণ্ণ ব্যথায়/নিষণ্ণ নিশ্চল': রবীন্দ্র); 2 উপবিষ্ট; 3 শয়িত। [সং. নি + √ সদ্ + ত]। 46)
নয়না1
(p. 447) naẏanā1 (সচ. কাব্যে) বি. 1 চোখ; 2 কটাক্ষ, অপাঙ্গদৃষ্টি (নয়না হানা)। [হি. নয়না]। 57)
নিরীহ
নর্তন
(p. 447) nartana বি. নাচন, নাচ, নৃত্য ('অতি সনাতন ছন্দে, করতেছে নর্তন': রবীন্দ্র)। [সং. √ নৃত্ + অন]। নর্তিত বিণ. 1 নাচছে বা নাচানো হচ্ছে এমন; 2 আন্দোলিত। 78)
নির্জীব
নিবসন
(p. 461) nibasana বি. 1 বাসস্হান, গৃহ; 2 পরিধেয় বস্ত্র। [সং. নি + √ বস্ + অন]। 65)
নিরত্যয়
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিসিন্দা
(p. 475) nisindā বি. অত্যন্ত তেতো ভেষজ গাছবিশেষ। [দেশি]। 45)
ন যযৌ ন তস্হৌ
(p. 447) na yayau na tashau বি. কর্তব্য স্হির করতে না পারার দরুন স্হির হয়ে থাকা (ব্যাপার দেখে আমার তো তখন ন যযৌ ন তস্হৌ অবস্হা)। [সং.]। 49)
নাইয়া
(p. 451) nāiẏā বি. নেয়ে, নাবিক; মাঝি। [সং. নাবিক]। 22)
নুরি
নাজিনা
(p. 452) nājinā দ্র নাজনে। 50)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534943
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140484
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730703
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942909
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us