Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্লজ্জ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্লজ্জ এর বাংলা অর্থ হলো -

(p. 473) nirlajja বিণ. লজ্জাহীন, বেহায়া (নির্লজ্জ উক্তি, নির্লজ্জের মতো আচরণ)।
[সং. নির্ + লজ্জা]।
বি.তা।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিষ্পাপ
(p. 475) niṣpāpa বিণ. পাপশূন্য, পাপ যাকে স্পর্শ করেনি (নিষ্পাপ শিশু); 2 পবিত্র। [সং. নির্ + পাপ]। নিষ্পাপী (বাংলায় প্রচলিত) বিণ. নিষ্পাপ। 29)
নচিকেতা
নীলাম্বু, নীলাম্বুধি
(p. 475) nīlāmbu, nīlāmbudhi বি. (নীল রঙের জল বলে) সমুদ্র। [সং. নীল + অম্বু, অম্বুধি]। 102)
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নীরন্ধ্র
(p. 475) nīrandhra বিণ. 1 রন্ধ্র বা ছিদ্র নেই এমন; 2 কোনো ফাঁক নেই এমন; 3 ঘন, ঠাসবুননযুক্ত; 4 চারিদিক রুদ্ধ এমন। [সং. নিঃ (নির্) + রন্ধ্র]। 90)
নারিকেল, (কথ্য) নারকেল, নারকোল
নিষ্ক্রিয়া
(p. 475) niṣkriẏā বি. (বাং.) কর্মহীনতা। [সং. নির্ + ক্রিয়া]। 16)
নহবত
(p. 451) nahabata দ্র নওবত। 2)
নান-কর
(p. 454) nāna-kara বি. জমিদারের ভৃত্য যে নিষ্কর জমি খোরপোশ বাবদ পায় বা ভোগ করে। [ফা. নানকার]। 25)
নাক2
(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণশ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। 27)
নির্দায়
(p. 468) nirdāẏa বিণ. দায়শূন্য, দায়িত্বমুক্ত। [সং. নির্ + দায়]। 61)
নৈরাজ্য
নিরত
(p. 461) nirata বিণ. 1 ব্যাপৃত (পাঠে নিরত, কর্মে নিরত); 2 নিযুক্ত (এ কাজে আমিই তাকে নিরত করেছি); 3 অনুরক্ত; 4 নিবিষ্ট। [সং. নি + √ রম্ + ত]। স্ত্রী. নিরতা (কর্ম-নিরতা)। 129)
নম-শূদ্র
নিদেন
নবোদ্যম
(p. 447) nabōdyama বি. 1 নতুন উদ্যম বা প্রচেষ্টা (নবোদ্যমে কাজ আরম্ভ করা); 2 প্রথম উদ্যম বা উদ্যোগ বা প্রচেষ্টা। [সং. নব + উদ্যম]। 24)
নড়া1
(p. 444) naḍ়ā1 (অবজ্ঞার্থে) হাত, বাহু (একটু নড়া নেড়ে কাজ করো)। [দেশি-তু. নল (অর্থাত্ চোঙের সদৃশ বলে) + আ নড়া]। 40)
নেচে ওঠা
(p. 479) nēcē ōṭhā দ্র নাচা। 16)
নিকাল
(p. 459) nikāla বি. বিতাড়ন, দূর করা, দূর হওয়া। বিণ. বিতাড়িত; দূরীভূত (নিকাল যাওয়া)। [হি.]। নিকালো অনু-ক্রি বেরিয়ে যাও, দূর হও (এখান থেকে নিকালো)। 10)
নির্যাতক
(p. 473) niryātaka বিণ. নির্যাতনকারী, পীড়ন করে এমন (নির্যাতক জমিদার)। [সং. নির্ + √ যত্ + ণিচ্ + অক]। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534914
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140458
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730670
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942868
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us