Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিস্তরণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিস্তরণ এর বাংলা অর্থ হলো -

(p. 475) nistaraṇa বি. 1 পার হওয়া, উত্তরণ; 2 নিস্তার, নিষ্কৃতি, মুক্তি, উদ্ধার (এ ঘোর বিপদে নিস্তরণের আশা নেই); 3 নির্গমন, বহির্গমন।
[সং. নির্ + √ তৃ + অন]।
53)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্ঘাত
নিরপরাধ, (বাং.) নিরপরাধী
(p. 461) niraparādha, (bā.) nniraparādhī বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী। 138)
নেয়ে
(p. 480) nēẏē বি. নাবিক; মাঝি ('ওগো খেয়ার নেয়ে': রবীন্দ্র)। [সং. নাবিক বাং. নাইয়া নেয়ে]। 8)
নৌ
(p. 481) nau বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)। [সং. √ নুহ্ + ঔ]। ̃ চলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত। ̃ চালক বি. নৌকাদি জলযানের চালক। ̃ জীবী, ̃ জীবিক বি. নৌকাচালক, মাঝি। ̃ বল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজসৈন্যদলের সমষ্টি। ̃ বহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ। ̃ বাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)। ̃ বাহিনী, ̃ সেনা, ̃ সৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য। ̃ বাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। বি. বিণ. নৌকাচালনাকারী ('নৌবাহী নৌকা টাণঅ গুণে': চর্যা.)। ̃ বাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable. ̃ বিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা। ̃ যুদ্ধ বি. জলযুদ্ধ। 21)
নির্বিশেষ
(p. 468) nirbiśēṣa বিণ. 1 যাতে বিশেষ বা প্রভেদ নেই; 2 ভেদাভেদহীন (নির্বিশেষ ব্যবহার)। [সং. নির্ + বিশেষ]। 109)
নীড়
(p. 475) nīḍ় বি. 1 পাখির বাসা, কুলায় ('গোধূলি লগনে পাখি ফিরে আসে নীড়ে': রবীন্দ্র); 2 আশ্রয় ('হৃদয় ফিরে আসে আপন নীরব নীড়ে': রবীন্দ্র)। [সং. নি + √ ঈড়্ + অ]। 76)
নউই
(p. 443) nui বি. মাসের নয় তারিখ। বিণ. (মাস সম্বন্ধে) নয় তারিখের (নউই চৈত্র)। [বাং. নয় + ই]। 10)
নুড়ি
(p. 475) nuḍ়i বি. ছোট পাথর; পাথরের ছোট টুকরো। [ বাং. নোড়া]। 112)
নলেন
(p. 447) nalēna বিণ. খেজুরের নতুন রসে প্রস্তুত (নলেনগুড়)। [তু. নূতন, তু. ব্রজ. নওল]। 90)
নাদা
(p. 454) nādā ক্রি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মলত্যাগ করা। নাদি বি. 1 পশুর বিষ্ঠা বা মল; 2 ছাগল, ইঁদুর প্রভৃতি ছোটো প্রাণীর মল। 15)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নিশ্চেষ্ট
(p. 473) niścēṣṭa বিণ. 1 চেষ্টাহীন, কোনো চেষ্টা করে না এমন; 2 অলস (নিশ্চেষ্ট মন); 3 কর্মহীন, নিষ্ক্রিয় (নিশ্চেষ্ট হয়ে বসে থাকা)। [সং. নির্ + চেষ্টা]। বি. ̃ তা। 42)
নয়ন-জুলি, নয়ান-জুলি
(p. 447) naẏana-juli, naẏāna-juli বি. (সচ. পথের পাশের) সরু জলনালি বা নর্দমা। [জুলি দ্র]। 55)
নুনু
(p. 475) nunu বি. শিশুর লিঙ্গ। [হি. নুনী]। 113)
নানা2
(p. 454) nānā2 বি. মাতামহ। [হি. নানা]। নানি বি. (স্ত্রী.) মাতামহী। 27)
নিপাতন
(p. 461) nipātana বি. 1 বিনাশন, ধ্বংসসাধন; 2 অধঃপতন; 3 (ব্যাক.) ব্যাকরণের নিয়ম বা সূত্রের ব্যতিক্রম। [সং. নি + √ পত্ + অন]। নিপাতিত বিণ. 1 বিনাশিত; 2 অধঃক্ষিপ্ত, নীচে ফেলা হয়েছে এমন, যা বা যাকে অধঃপাতিত করা হয়েছে এমন। 49)
নিরূপক
(p. 468) nirūpaka বিণ. নিরূপণকারী, নিরূপণ বা নির্ধারণ করে এমন (মাননিরূপক পরীক্ষা)। [সং. নি + √ রূপ্ + ণিচ্ + অক]। 31)
নাদ2
(p. 454) nāda2 বি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মল বা বিষ্ঠা। [দেশি]। 14)
নাল2
নীহারিকা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185492
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785546
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026481
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708585
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620135

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us