Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীচ-কুলোদ্ভব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নীচ-কুলোদ্ভব এর বাংলা অর্থ হলো -

(p. 475) nīca-kulōdbhaba বিণ. নীচ বংশে অর্থাত্ অনভিজাত বা নিম্ন বংশে জন্ম হয়েছে এমন।
[সং. নীচকুল + উদ্ভব]।
74)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্মূলন
(p. 468) nirmūlana বি. উত্পাটন; ধ্বংস, উত্সাদন। [সং. নির্ + √ মূল্ + অন]। 146)
নকুলেশ্বর
(p. 443) nakulēśbara দ্র নকুল। 28)
নির্ভাবনা
(p. 468) nirbhābanā বিণ. নিশ্চিন্ত, মনে চিন্তাভাবনা নেই এমন। বি. ভাবনাহীনতা ('নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে': রবীন্দ্র)। [সং. নির্ + ভাবনা]। 126)
নখী2
নতোদর
(p. 444) natōdara বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]। 48)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্নউত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিক্তি
নির্বিদার
(p. 468) nirbidāra বিণ. বিদারণ করা বা বিদীর্ণ করা যায় না এমন, অভেদ্য ('বর্ম তব নির্বিদার': রবীন্দ্র)। [সং. নির্ + বিদার (বিদারণ দ্র)]। 104)
নবযুগ, নবরাত্র, নবলক্ষণ, নবশায়ক, নবশাক
(p. 447) nabayuga, nabarātra, nabalakṣaṇa, nabaśāẏaka, nabaśāka দ্র নব2। 8)
নিরহংকার
(p. 467) nirahaṅkāra বিণ. অহংকারশূন্য, গর্বিত নয় এমন। [সং. নির্ + অহংকার]। নিরহং-কারী (-রিন্) (বাং. প্র.) বিণ. অহংকারশূন্য। 12)
নির্বীর্য
(p. 468) nirbīrya বিণ. পৌরুষহীন, বীর্যহীন; কাপুরুষ। [সং. নির্ + বীর্য]। বি. ̃ তা। 114)
নারী
(p. 454) nārī বি. 1 রমণী, স্ত্রীলোক (নরনারী); 2 পত্নী (পরনারী)। [সং. নর + ঈ]। বি. ̃ ত্ব। ̃ ধর্ম বি. সতীত্ব, মমতা, বাত্সল্য প্রভৃতি নারীসুলভ গুণ। ̃ সমাজ বি. নারীগণ, নারীকুল, নারীরা। 75)
নিরেস
(p. 468) nirēsa বিণ. নিকৃষ্ট, খারাপ, বাজে (নিরেস মাল)। [তু. সং. নীরস; তু. বিপ. সরেস]। 34)
নব্য-ন্যায়, নব্য ন্যায়
নজির
নিরবদ্য
নোলক
(p. 481) nōlaka বি. নাকে পরার ছোটো ঝুলন্ত অলংকারবিশেষ। [সং. লোলক]। 18)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
নৈকষেয়
(p. 480) naikaṣēẏa বি. নিকষার পুত্র অর্থাত্ রাবণ, কুম্ভকর্ণবিভীষণ। [সং. নিকষা + এয়]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535140
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943125
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883641
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us