Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীলাম্বু, নীলাম্বুধি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নীলাম্বু, নীলাম্বুধি এর বাংলা অর্থ হলো -

(p. 475) nīlāmbu, nīlāmbudhi বি. (নীল রঙের জল বলে) সমুদ্র।
[সং. নীল + অম্বু, অম্বুধি]।
102)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিনু
(p. 461) ninu বিণ. (আঞ্চ.) 1 নিচু, হেঁট; 2 হীন। [তু. নিচু, নত-তু. হি. নিনৌনা=নিচু হওয়া, to bend]। 37)
নৈয়মিক
(p. 480) naiẏamika বিণ. 1 নিয়মসম্বন্ধীয়; 2 নিয়ম অনুযায়ী। [সং. নিয়ম + ইক]। 31)
নচেত্
(p. 444) nacēt অব্য. নতুবা, নইলে, অন্যথায়। [সং. ন + চেত্]। 19)
নিশা
(p. 473) niśā বি. রজনী, রাত্রি ('নিশার স্বপন ছুটল রে': রবীন্দ্র)। [সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]। ̃ কর, ̃ কান্ত বি. চন্দ্র, চাঁদ। ̃ গম বি. রাত্রির আগমন। ̃ চর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে। বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)। স্ত্রী. ̃ চরী।̃ ত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ ন্ত, ̃ ব-সান বি. রাত্রির অবসান, প্রভাত। ̃ ন্ধ বিণ. রাতকানা। ̃ বিহার বি. রাতে বিচরণ। ̃ মুখ বি. সন্ধ্যাকাল। 23)
নাসিক্য
নির্ভাবনা
(p. 468) nirbhābanā বিণ. নিশ্চিন্ত, মনে চিন্তাভাবনা নেই এমন। বি. ভাবনাহীনতা ('নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে': রবীন্দ্র)। [সং. নির্ + ভাবনা]। 126)
নামা2
ন্যায়
(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ̃ নিষ্ঠ, ̃ পর, ̃ পরায়ণ, ̃ বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ̃ নিষ্ঠা, ̃ পরতা, ̃ পরায়ণতা, ̃ বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ̃ পথ, ̃ মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ̃ বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)। 37)
নীধ্র
(p. 475) nīdhra বি. 1 চক্রের নেমি বা বেড়; 2 চালের ছাঁচ। [সং. নি + √ ধৃ + অ]। 80)
নিগীর্ণ
(p. 460) nigīrṇa বিণ. 1 গিলে ফেলা হয়েছে এমন, গলাধঃকৃত; 2 ভক্ষিত। [সং. নি + √ গৃ + ত]। 12)
নিজাম
নিখাত
(p. 459) nikhāta বিণ. 1 খনন করা হয়েছে এমন; 2 প্রোথিত; 3 স্হাপিত। [সং. নি + √ খন্ + ত]। 30)
ন্যাংটা, ন্যাংটো
(p. 481) nyāṇṭā, nyāṇṭō বিণ. নগ্ন, উলঙ্গ; বিবস্ত্র। [সং. নগ্নাট]। 28)
নেড়ি
(p. 479) nēḍ়i দ্র নেড়া। 19)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতেকঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
নরক
(p. 447) naraka বি. 1 (ধর্মীয় সাহিত্যবিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্হান, জাহান্নাম; 2 (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্হান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); 3 শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)। [সং. √ নৃ + অক]। ̃ কুণ্ড বি. 1 বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; 2 (আল.) অত্যন্ত জঘন্যযন্ত্রণাদায়ক স্হান। নরক গুলজার (ব্যঙ্গে) 1 পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; 2 অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা। ̃ যন্ত্রণা বি. 1 পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে হয়; 2 (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ স্হ বিণ. পাপের ফলে নরকে অবস্হিত বা নিক্ষিপ্ত। 65)
নক্ত
(p. 443) nakta বি. 1 রাত্রি; 2 ছেঁড়া ন্যাকড়া, কানি। [সং. √ নজ্ + ত]। ̃ চর, ̃ চারী (-রিন্), ̃ ঞ্চর বিণ. নিশাচর। বি. 1 রাক্ষস; 2 প্যাঁচা; 3 চোর। নক্তান্ধ বিণ. রাতকানা। নক্তান্ধতা বি. রাতে চোখে দেখতে না পাওয়া।
নিলম্বন
(p. 473) nilambana বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)। 16)
নিরাশ্বাস
(p. 467) nirāśbāsa বিণ. আশ্বাসহীন; হতাশাগ্রস্ত। [সং. নির্ + আশ্বাস]। 38)
নেয়া-মত
(p. 480) nēẏā-mata বি. 1 দয়া, অনুগ্রহ; 2 স্নেহ। [আ. নে'মত্]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140462
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730672
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us