Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নেহ2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নেহ2 এর বাংলা অর্থ হলো -

(p. 480) nēha2 বি. (প্রা. বাং.) লেহন, চাটা ('নাসিকায় নেহ যেন দরশনে পান': চৈ. ভা.)।
[সং. লেহন]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিরন্তর
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
নাতজামাই, নাতনি, নাতবউ
(p. 454) nātajāmāi, nātani, nātabu দ্র নাতি1। 9)
নিস্বন, নিস্বান
(p. 475) nisbana, nisbāna বি. শব্দ, ধ্বনি, রব (নূপুরনিস্বন)। [সং. নি + √ স্বন্ + অ]। 64)
নমন
(p. 447) namana বি. 1 নত হওয়া; নতি; 2 প্রণাম; 3 নামানো; 4 নোয়ানো; 5 বাঁকানো। [সং. √ নম্ + অন, √ নম্ + ণিচ্ + অন]। ̃ শীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন। 36)
নির্বিশেষে
নৈষ্ঠিক
নেওটা
(p. 479) nēōṭā বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ নেহ নেঅ + টা]। 5)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
নেউল
(p. 479) nēula বি. বেজি (সাপে-নেউলে)। [সং. নকুল]। 3)
নিরুত্-সুক
নম্য
(p. 447) namya দ্র নমনীয়। 47)
নৃশংস
(p. 475) nṛśaṃsa বিণ. 1 নিষ্ঠুর (নৃশংস হত্যাকাণ্ড); 2 হিংস্র। [সং. নৃ + √ শন্স্ + অ]। বি. ̃ তা। 125)
নাজনে, নাজিনা
(p. 452) nājanē, nājinā বি. শজনেজাতীয় ডাঁটাবিশেষ। [তু. শজিনা]। 48)
নাকে কান্না
(p. 452) nākē kānnā দ্র নাক2। 11)
নম-শূদ্র
নিরঞ্জন
নিরমা, নিরমান
(p. 461) niramā, niramāna যথাক্রমে নির্মানির্মাণ -এর কোমল রূপ।
নির্মক্ষিক
(p. 468) nirmakṣika বিণ. 1 মক্ষিকা বা মাছি নেই এমন; 2 মাছিটিও নেই এমন; 3 (আল.) জনপ্রাণী নেই এমন, নির্জন। [সং. নির্ + মক্ষিকা]। 130)
নিখর্ব
(p. 459) nikharba বি. দশ হাজার কোটি, 1, । [সং. নি + খর্ব]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577636
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185325
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026154
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708532
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619998

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us