Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নৌ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নৌ এর বাংলা অর্থ হলো -

(p. 481) nau বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)।
[সং. √ নুহ্ + ঔ]।
চলাচল
বি. নৌকাদি জলযানের যাতায়াত।
চালক
বি. নৌকাদি জলযানের চালক।
জীবী,জীবিক
বি. নৌকাচালক, মাঝি।
বল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজসৈন্যদলের সমষ্টি।
বহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ।
বাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)।
বাহিনী,সেনা,সৈন্য
বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য।
বাহী
বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)।
বি. বিণ. নৌকাচালনাকারী ('নৌবাহী নৌকা টাণঅ গুণে': চর্যা.)।
বাহ্য
বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable.বিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা।
যুদ্ধ
বি. জলযুদ্ধ।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নরেন্দ্র, নরেশ
(p. 447) narēndra, narēśa বি. 1 নৃপতি, রাজা; 2 শ্রেষ্ঠ মানুষ। [সং. নর2 + ইন্দ্র, ঈশ]। 75)
নকশাল
নও-জোয়ান
(p. 443) nō-jōẏāna বি. বিণ. 1 তরুণ সৈনিক; 2 যুবকবীর; 3 নবযুবক ('চলবে নওজোয়ান': নজরুল)। [হি. নও ফা. নও + ফা. জওয়ান্]। 12)
নচিকেতা
নিশ্ছিদ্র
নবোদিত
(p. 447) nabōdita বিণ. সদ্য উদিত বা প্রকাশিত হয়েছে এমন, সদ্য আবির্ভূত (নবোদিত সূর্য, নবোদিত চেতনা)। [সং. নব + উদিত]। 23)
ন৪
(p. 443) na4 অব্য. অভাব, বিরোধ বা নিষেধসূচক-স্বরাদি শব্দ পরে থাকলে অন্ হয়-ন + উচিত = অনুচিত; ব্যঞ্জনাদি শব্দ পরে থাকলে অ হয়-ন + ধর্ম=অধর্ম; আবার কখনো কখনো ন হয়-নগণ্য, নাতিদীর্ঘ। [সং. নঞ্]। 5)
নিষঙ্গ
নৈষ্কর্ম্য
নাদ2
(p. 454) nāda2 বি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মল বা বিষ্ঠা। [দেশি]। 14)
নুলো
(p. 475) nulō বিণ. যার হাত কাটা বা বিকল। বি. 1 হাত-কাটা লোক; 2 বিড়ালের থাবা। [হি. লুলা (=পঙ্গু)]। 118)
নিগড়
নয়নাভি-রাম
নিরখা
(p. 461) nirakhā ক্রি. (কাব্যে) নিরীক্ষণ করা, দেখা ('নিরখিয়া প্রাণে নাহি সয়': মধু.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + বাং. আ]। 125)
নিবসতি
(p. 461) nibasati বি. 1 বাসকরণ, বাস করা; 2 বাসস্থান, গৃহ। [সং. নি + √ বস্ + অতি]। 64)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলাসুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
নিজে
(p. 460) nijē দ্র নিজ। 29)
নামা৩
(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ̃ নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 50)
নানক-পন্হী
নিষেবণ
(p. 473) niṣēbaṇa বি. 1 সেবা, পরিচর্যা; 2 ভোগ, উপভোগ (বায়ু-নিষেবণ)। [সং. নি + √ সেব্ + অন]। নিষেবিত বিণ. নিষেবণ করা অর্থাত্ সেবা করা কিংবা ভোগ করা হয়েছে এমন। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us