Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পিছপা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পিছপা এর বাংলা অর্থ হলো -

(p. 520) pichapā দ্র পিছ।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পালকি
পুনর্মূষিকো-ভব
(p. 526) punarmūṣikō-bhaba ক্রি. পুনরায় ইঁদুর হও; (আল.) পূর্বের অবস্হায় ফিরে যাও। [সং. পুনঃ + মূষিকঃ + ভব]। 7)
প্রকাশ
(p. 537) prakāśa বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। ̃ ক বিণ. প্রকাশকারী। বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। ̃ ন, ̃ না বি. পুস্তকাদি প্রকাশিত করা। ̃ নীয় বিণ. প্রকাশের যোগ্য। ̃ মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)। প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে। প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে। 6)
পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
প্রমথন
(p. 548) pramathana বি. 1 আলোড়ন; মর্দন; 2 দমন; 3 হত্যা। [সং. প্র + মথন]। বিণ. প্রমথিত। 40)
পরি-ণেতা
(p. 498) pari-ṇētā (-তৃ) বি. 1 বিবাহকর্তা, যে বিবাহ করে; 2 স্বামী। [সং. পরি + √ নী + তৃ]। 6)
পুরা-কাল
(p. 526) purā-kāla বি. প্রাচীন কাল। [সং. পুরা2 + কাল]। 35)
পিছনো
(p. 520) pichanō দ্র পিছা2। 3)
পর-বাস
(p. 488) para-bāsa বি. 1 অন্যের গৃহ 2 প্রবাস ('এ পরবাসে রবে কে হায়':রবীন্দ্র) [সং. পর3 + বাস]। পর-বাসী বিণ. প্রবাসী ('পরবাসী, চলে এসো ঘরে': রবীন্দ্র)। স্ত্রী. পর-বাসিনী। 156)
পিপ্পল
(p. 522) pippala বি. অশ্বত্থ গাছ। [সং. √ পা + অল]। 5)
প্রদোষ
পুরুষ
(p. 526) puruṣa বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ̃ কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ̃ ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পরম্পরা বি. বংশানুক্রম। ̃ প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষস্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ̃ পুঙ্গব, ̃ শার্দূল, ̃ সিংহ বি. নরশ্রেষ্ঠ। ̃ মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু। 53)
পুর-সভা
পেয়
(p. 532) pēẏa বিণ. পানের যোগ্য, পানীয় (পেয় শরবত)। বি. জল, দুধ ইত্যাদি পানযোগ্য তরল পদার্থ (খাদ্য-পেয়-র কোনো অভাব ছিল না)। [সং. √ পা + য]। 35)
পেশোয়া
পরি-জ্ঞাত
(p. 497) pari-jñāta বিণ. বিশেষভাবে বা সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত। [সং. পরি + জ্ঞাত]। 28)
পো1
(p. 533) pō1 বি. (কথ্য) ছেলে, পুত্র (তাঁতির পো)। [ সং. পুত্র]। 26)
পেন-সিল
(p. 532) pēna-sila বি. সিসযুক্ত লেখনীবিশেষ। [ইং. pencil]। 27)
পেটরা, প্যাঁটরা
(p. 532) pēṭarā, pyān̐ṭarā বি. বাক্সো তোরঙ্গ; ঝাঁপি, পেটি। [সং. পেটক]। 3)
প্রব্রজ্যা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535139
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943125
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883641
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us