Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পেয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পেয় এর বাংলা অর্থ হলো -

(p. 532) pēẏa বিণ. পানের যোগ্য, পানীয় (পেয় শরবত)।
বি. জল, দুধ ইত্যাদি পানযোগ্য তরল পদার্থ (খাদ্য-পেয়-র কোনো অভাব ছিল না)।
[সং. √ পা + য]।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পুণ্য
(p. 523) puṇya বি. 1 সত্কর্ম, সুকৃতি বা সত্কর্মের যে শুভ ফলে পরলোকে সদ্গতি লাভ হয়; 2 ধর্মানুষ্ঠান। বিণ. 1 পবিত্র (পুণ্যতীর্থ, পুণ্যতিথি); 2 ধার্মিক, পুণ্যবান (পুণ্যাত্মা)। [সং. পুণ্ + য]। ̃ ক বি. পুত্রকামনায় বা পুণ্য অর্জনের জন্য পালনীয় ব্রত-উপবাস। ̃ কর্মা (-র্মন্) বিণ. পুণ্যকাজ করে এমন। ̃ কাল বি. ধর্মানুষ্ঠানের পক্ষে উপযুক্ত সময়। ̃ কীর্তি বিণ. ধার্মিক বা পুণ্যবান বলে খ্যাত। ̃ কৃত্ বি. ধার্মিক, পুণ্যকর্মকারী। ̃ ক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস। ̃ ক্ষেত্র বি. পবিত্র স্হান, তীর্থ। ̃ তোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)। ̃ দর্শন বিণ. যাকে দেখলে পুণ্য হয় এমন। ̃ ফল বি. সত্কর্মের সুফল। ̃ বল বি. ধর্মাচরণসুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার। ̃ বান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. ̃ বতী। ̃ যোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়। ̃ লোক বি. স্বর্গ। ̃ শীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. ̃ শীলা। ̃ শ্লোক বিণ. যার কীর্তি পুণ্যজনক, যার কীর্তির কথা শুনলে পুণ্য হয়। ̃ সঞ্চয় বি. পুণ্যকর্ম সাধনের দ্বারা ভবিষ্যতে বা পরলোকে শুভফললাভের অধিকার সঞ্চয়। পুণ্যাত্মা (-ত্মন্) বিণ. ধার্মিক, পুণ্যবান। পুণ্যাহ বি. 1 পুণ্যকর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্রমতে প্রশস্ত বা উপযুক্ত দিন; 2 (বাং.) জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বত্সরের খাজনা আদায় করার আরম্ভের অনুষ্ঠান। পুন্যিপুণ্য -র কথ্য রূপ। পুন্যি-পুকুর বি. হিন্দু কুমারীদের ব্রতবিশেষ। 46)
পূরন্ত, পুরন্ত
(p. 529) pūranta, puranta বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]। 16)
প্রণত
(p. 538) praṇata বিণ. 1 প্রণাম বা নমস্কার করছে এমন; 2 নত হয়েছে বা ঝুঁকে পড়েছে এমন (প্রণত বৃক্ষশাখা)। [সং. প্র + √ নম্ + ত]। প্রণতি বি. 1 প্রণাম, নমস্কার ('আজ আমার প্রণতি গ্রহণ করো': রবীন্দ্র); 2 নত অবস্হা। 37)
প্রায়শ, (বর্জি.) প্রায়শঃ
(p. 554) prāẏaśa, (barji.) prāẏaśḥ (-শস্) অব্য. ক্রি-বিণ. প্রায়ই, সচরাচর, খুব ঘন ঘন (এখানে প্রায়শ এমন ঘটে)। [সং. প্রায় + শস্]। 73)
পদানত
(p. 488) padānata বিণ. 1 চরণে পতিত 2 সম্পূর্ণ বশীভূত বা অধীন (শত্রুুর পদানত)। [সং. পদ + আনত]। স্ত্রী. পদানতা। 40)
প্রত্যঙ্গ
(p. 544) pratyaṅga বি. অঙ্গের অংশ (যেমন অঙ্গ হাত-পা, প্রত্যঙ্গ আঙুল), ক্ষুদ্র অঙ্গ, উপাঙ্গ। [সং. প্রতি + অঙ্গ]। 22)
প্রতি-হনন
পনেরো
(p. 488) panērō বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. পন্রহ্ সং. পঞ্চদশন্]। ̃ ই বি. বিণ. মাসের পনেরো তারিখ বা তারিখের। 69)
পরতঃ
(p. 488) paratḥ (-তস্) (বর্ত. বিরল) অব্য. 1 অপর থেকে; 2 অপরের দ্বারা। [সং. পর3 + তস্]। 124)
পোয়া2, পোয়ানো
(p. 534) pōẏā2, pōẏānō যথাক্রমে পোহা ও পোহানো -র আঞ্চ রূপ। 20)
পত-পত
পরি-বাহণ
(p. 499) pari-bāhaṇa বি. সঞ্চালন, conduction (তাপ পরিবাহণ)। [সং. পরি + বাহন]। 22)
পোঁদ
(p. 533) pōn̐da বি. (অশি.) 1 পাছা; 2 মলদ্বার। [দেশি]।
পিন
(p. 521) pina বি. কাগজ কাপড় প্রভৃতি আটকাবার জন্য ব্যবহৃত খুব ছোটো ও ছুঁচলো পেরেকের মতো শলাকাবিশেষ, আলপিন। [ইং. pin]। 14)
পৌরাঙ্গনা
(p. 534) paurāṅganā বি. অন্তঃপুরিকা, পুরনারী। [সং. পৌর + অঙ্গনা]। 60)
প্রসূ
প্রীতি
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
প্রেরণ
পঞ্চাশীতি
(p. 484) pañcāśīti বি. বিণ. 85 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ + অশীতি]। ̃ তম বিণ. 85 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595924
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205949
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814319
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062257
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908528
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852403
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713945
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634714

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us