Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রলাপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রলাপ এর বাংলা অর্থ হলো -

(p. 550) pralāpa বি. অর্থহীন উক্তি বা বাক্য, অসংলগ্ন কথাবার্তা (পাগলের প্রলাপ)।
[সং. প্র + √ লপ্ + অ]।
প্রলাপী (-পিন্) বিণ. প্রলাপকারী।
স্ত্রী. প্রলাপিনী।
প্রলাপোক্তি বি. প্রলাপ, অর্থহীন কথাবার্তা।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রতি-হনন
পৌরন্দর
প্রতি-প্রশ্ন
পৌরব
(p. 534) pauraba বিণ. পুরুরাজের বংশজাত। বি. কৌরব পাণ্ডব ইত্যাদি কুলের বংশধর। [সং. পুরু + অ]। 59)
প্রমূর্ত
প্রহরী
পুরাধ্যক্ষ
(p. 526) purādhyakṣa বি. নগরের পরিচালক বা তত্ত্বাবধায়ক। [সং. পুর1 + অধ্যক্ষ]। 44)
প্যাঁচা2
(p. 534) pyān̐cā2 ক্রি. প্যাঁচানো, প্যাঁচ দেওয়া। [ফা. পেচ্ + বাং. আ]। 76)
প্যারা-শুট
পতি-বাসী
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
পতি
(p. 488) pati বি. স্বামী, ভর্তা (পতিপুত্র, ভগিনীপতি); 2 কর্তা, প্রভু, অধীশ্বর (ভূপতি, পৃথিবীপতি); 3 পালক, রক্ষক; 4 পরিচালক, নেতা (দলপতি); 5 সর্বাধ্যক্ষ, প্রধান ব্যক্তি (রাষ্ট্রপতি, সভাপতি)। [সং. √ পা (=পালন করা) + অতি]। পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী। ̃ ঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী। ̃ ত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)। ̃ দেবতা বি. পতিরূপ দেবতা। ̃ পরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা। ̃ প্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা। ̃ বত্নী বিণ. (স্ত্রী.) সভর্তৃকা, সধবা। ̃ ব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী। ̃ মতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)। ̃ সেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা। ̃ হীনা বিণ. (স্ত্রী.) স্বামীহীনা; বিধবা। 14)
প্রণালী
পরাপর
(p. 495) parāpara বি. আপনপর, আত্মপর (পরাপর ভেদ না করা)। [সং. পর + অপর]। 30)
প্রশ্বাস
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পাষক
(p. 518) pāṣaka বি. পায়ের আঙুলের অলংকারবিশেষ, পাশুলি। [সং. √ পষ্ + অক]।
পট্টন
(p. 486) paṭṭana বি. নগর, পত্তন। [সং. √ পট্ + তন (নি.)]। 24)
প্রাশ
(p. 554) prāśa বি. আহার; খাদ্যবস্তু (চ্যবনপ্রাশ)। [সং. প্র + √ অশ্ + অ]। 81)
পুরবি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534913
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140454
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730670
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942868
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838488
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us