Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রসূন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রসূন এর বাংলা অর্থ হলো -

(p. 552) prasūna বি. 1 ফুল; 2 মুকুল, কুঁড়ি; 3 ফল।
[সং. প্র + √ সূ + ত]।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রতি-বর্ণী-করণ
(p. 541) prati-barṇī-karaṇa বি. এক ভাষার শব্দ অন্য ভাষার লিপি বা বর্ণে লেখা, লিপ্যন্তরীকরণ, transliteration. [সং. প্রতি + বর্ণ + চি + করণ]। বিণ. প্রতি-বর্ণী-কৃত। 35)
পার্থিব
(p. 513) pārthiba বিণ. পৃথিবীসম্বন্ধীয়, জাগতিক, ঐহিক (পার্থিব সুখ)। বি. রাজা। [সং. পৃথিবী + অ]। 141)
প্রপা, প্রপান
(p. 546) prapā, prapāna বি. যেখানে পানীয় পাওয়া যায়, জলসত্র। [সং. প্র + √ পো + অ, অন]। 42)
প্রমিত
প্রজন্ম
(p. 538) prajanma বি. 1 পুরুষপরম্পরায় বিশেষ এক স্তর (তিন প্রজন্ম আগে); 2 সমকালীন ব্যক্তিবৃন্দ, generation. [সং. প্র + জন্ম়]। 29)
পরটা
(p. 488) paraṭā দ্র পরোটা। 122)
পিছিলা1
(p. 520) pichilā1 বিণ. (কাব্যে) পিছল। [সং. পিচ্ছিল]। 9)
প্রাচী
পরি-শুষ্ক
(p. 499) pari-śuṣka বিণ. অতিশয় শুষ্ক, একেবারে শুষ্ক। [সং. পরি + শুষ্ক]।বি. ̃ তা। 69)
পট্টিকা
(p. 486) paṭṭikā বি. ছোটো পট্টি, ছোটো ফালি বা ফিতে। [সং. পট্ট + ক + আ]। 30)
পৌরুষ
(p. 534) pauruṣa বি. 1 পুরুষোচিত ভাব বা আচরণ; 2 পুরুষকার; 3 তেজ, বীর্য, পরাক্রম; 4 পুরুষত্ব। [সং. পুরুষ + অ]। 62)
পড়তা
(p. 486) paḍ়tā বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে); 4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]। 35)
প্রামাণিক
পোর্সিলিন
(p. 534) pōrsilina বি. চীনামাটি। [ইং. porcelain]। 23)
পর-পর
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
পর-দেশিয়া
(p. 488) para-dēśiẏā বিণ. বিদেশি। [সং. পরবশ + বাং. ইয়া]। পর-দেশি বিণ. বিদেশি। 132)
পৃষ্ঠ
(p. 531) pṛṣṭha বি. 1 পিঠ ('এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে': দ্বি. রা.); 2 পিছন দিক (পৃষ্ঠ প্রদর্শন); 3 উপরিভাগ, তল (ভূপৃষ্ঠ)। [সং. √ পৃষ্ + থ]। ̃ দেশ বি. পিঠ; দেহের পিছনের ভাগ। ̃ পোষাক বিণ. সহায়ক, সমর্থক। বি. ̃ পোষকতা, ̃ পোষণ। ̃ প্রদর্শন বি. পলায়ন। ̃ বংশ বি. মেরুদণ্ড। ̃ ব্রণ বি. পিঠের উপর উদ্গত ফোঁড়া। ̃ ভঙ্গ বি. পরাজিত হয়ে পলায়ন। ̃ রক্ষক বিণ. বি. পশ্চাদ্ভাগ রক্ষাকারী, দেহরক্ষী। ̃ রক্ষা বি. পশ্চাদ্ভাগ রক্ষা; দেহরক্ষীর কাজ। 3)
প্রতি-পালক
পণ্ডিত
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205813
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814134
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062008
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852367
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713902
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634609

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us