Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বঙ্কা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বঙ্কা এর বাংলা অর্থ হলো -

(p. 573) baṅkā বিণ. (প্রা. কা.) বাঁকা।
[বঙ্ক দ্র]।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বালি2
(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ̃ ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ। 77)
বর্তন৩
(p. 580) bartana3 বি. বাসন। [হি. বর্তন]। 113)
বার্তিক
(p. 602) bārtika বিণ. বার্তা বা বৃত্তির সঙ্গে সম্বন্ধযুক্ত। বি. 1 বিস্তৃত ব্যাখ্যা বা টীকা; 2 দূত। [সং. বার্তা + ইক, বৃত্তি + ইক]। 48)
বার-ফট্টাই, বর-ফট্টাই
ব্যাল
বড়-মানুষ, বড়-লোক
(p. 575) baḍ়-mānuṣa, baḍ়-lōka বি. ধনী ব্যক্তি ('বড় লোকের ঢাক তৈরী গরীবলোকের চামড়ায়': সুকান্ত)। [বাং. বড়2 + মানুষ, লোক]। বড়-মানুষি, (কথ্য) বড়-মানষি বি. বড়লোকের মতো আচরণ বা চালচলন। 23)
বিতীর্ণ
(p. 611) bitīrṇa বিণ. 1 ব্যাপ্ত; 2 বিতরিত; 3 উত্তীর্ণ। [সং. বি + √ তৃ + ত]। 85)
বাগর্থ
(p. 591) bāgartha বি. শব্দের অর্থ বা ব্যঞ্জনা, শব্দার্থ। [সং. বাক্ + অর্থ]। 59)
বজ্র
(p. 575) bajra বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ̃ কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ̃ কেতু বি. নরকের অধিপতি। ̃ গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ̃ গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ̃ ধর, ̃ পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ̃ ধ্বনি, ̃ নাদ, ̃ নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ̃ পাত বি. বাজ পড়া। ̃ মণি, ̃ মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ̃ মুষ্টি, (কথ্য) ̃ মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ̃ যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ̃ লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুত্। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ। 3)
বাড়ি1
(p. 596) bāḍ়i1 বি. আঘাত (লাঠির বাড়ি, জুতোর বাড়ি); 2 লাঠি, দণ্ড (পাচনবাড়ি)। [দেশি]। 26)
বাম2
(p. 600) bāma2 বি. 1 ডানদিকের বিপরীত, বাঁদিক; 2 শিব ('পতি মোর বাম': ভা. চ.)। বিণ. 1 বাঁ, দক্ষিণের; 2 প্রতিকূল, বিমুখ ('বিধি মোর বাম'); 3 সুন্দর, মনোহর (বামলোচনা)। [সং. √ বা + ম]। ̃ দেব বি. 1 শিব, মহাদেব; 2 মুনিবিশেষ। ̃ পন্হা বি. রাজনীতিতে প্রগতিবাদী মতবিশেষ। ̃ পন্হী বি. বিণ. উক্ত মতে বিশ্বাসী। 19)
বেতো
(p. 633) bētō বিণ. 1 বাতরোগগ্রস্ত (বেতো শরীর); 2 (প্রধানত বার্ধক্যের ফলে) অথর্ব (বেতো ঘোড়া)। [বাং. বাত + উয়া ও]। 176)
বরদ, বরদা
(p. 580) barada, baradā দ্র বর। 44)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিনমূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
বিপাশা
(p. 619) bipāśā বি. পাঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুনদের শাখাবিশেষ, Beas. [সং. বি + √ পাশি + আ]। 19)
বিম্ব
বেল-মুক্তা, বেল-মোক্তা
(p. 642) bēla-muktā, bēla-mōktā (আদা.) ক্রি-বিণ. সর্বসমেত, মোট (তুমি তাঁর কাছ থেকে বেলমোক্তা এক হাজার টাকা পাবে)। [আ. বিল্মক্তা]। 19)
বাধা1
(p. 599) bādhā1 বি. চামড়ার ফিতে দিয়ে বাঁধা একরকম চটিজুতো বা খড়ম ('নন্দের বাধা')। [সং. বধ্রী]। 3)
বুক2
(p. 633) buka2 বি. 1 অগ্রিম মূল্য দিয়ে বা লিখিত দাবি করে আসন ইত্যাদি সংরক্ষণ (সিট বুক করে রেখেছে); 2 রেলে মালপত্র পাঠাবার ব্যবস্হা (লাগেজ বুক করা); 3 (বই, হিসাবের খাতা ইত্যাদি (লগবুক)। [ইং. book]। 3)
বিক্ষত
(p. 605) bikṣata বিণ. বিশেষভাবে আহত বা আঘাতের ফলে ক্ষত (ক্ষতবিক্ষত)। [সং. বি + ক্ষত]। 113)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577860
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185640
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785727
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026846
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901135
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620274

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us