Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বনমল্লিকা, বনমহোত্সব, বনমালা, বনমালী, বনমোরগ, বনরাজি, বনশ্রী, বনস্পতি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বনমল্লিকা, বনমহোত্সব, বনমালা, বনমালী, বনমোরগ, বনরাজি, বনশ্রী, বনস্পতি এর বাংলা অর্থ হলো -

(p. 575) banamallikā, banamahōtsaba, banamālā, banamālī, banamōraga, banarāji, banaśrī, banaspati দ্র বন।
65)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বন্দেগি
বাক্
(p. 591) bāk (বাচ্) বি. 1 বাক্য, শব্দ, কথা (বাক্সর্বস্ব); 2 বিদ্যা; 3 সরস্বতী (বাগ্দেবী); 4 বাগিন্দ্রিয়। [সং. √ বচ্+ ক্বিপ্]। ̃ কলহ বি. ঝগড়া; তর্কাতর্কি। ̃ চাতুরী, ̃ চাতুর্য বি. 1 কথা বলার দক্ষতা; 2 ছলনাপূর্ণ কথা। ̃ ছল বি. 1 কথার কৌশল; 2 দ্ব্যর্থক কথা; 3 ছলনাপূর্ণ কথা। ̃ পটু বিণ. কথা বলতে দক্ষ। ̃ পতি বি. বাগীশ; বাচস্পতি। ̃ পারুষ্য বি. কর্কশ বা রূঢ় কথা; অপমানকর উক্তি, কটূক্তি। ̃ প্রণালী বি. কথা বলার কায়দা বা রীতি। ̃ প্রপঞ্চ বি. কথার ধাঁধা বা হেঁয়ালি। ̃ বিতণ্ডা বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি; ঝগড়া। ̃ রোধ বি. কথা বলার শক্তি লোপ; কথা বা স্বর বন্ধ হওয়া। ̃ শক্তি বি. কথা বলার ক্ষমতা। ̃ সংযম বি. মিতভাষিতা। ̃ সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই ওস্তাদ এমন। ̃ সিদ্ধা। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ স্বাধীনতা বি. কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতা। 33)
বাতাস
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বাকি
(p. 591) bāki বিণ. 1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব); 2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল); 3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা); 4 আগামী (বাকি জীবন)। বি. 1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ ('বাকি কোথা নাহি জানে': রবীন্দ্র); 2 দেয় টাকা (বাকি শোধ); 3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)। [আ. বাকী]। ̃ জায় বি. অনাদায়ি খাজনার তালিকা। বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা। ̃ বকেয়া বিণ. অন্যের কাছে পাওনা। 36)
বায়ক1
(p. 600) bāẏaka1 বিণ. 1 বপনকারী। [সং. বাপক]। 33)
বৈদগ্ধ, বৈদগ্ধ্য
বেওজর
(p. 633) bēōjara বিণ. ওজরশূন্য; আপত্তিহীন। ক্রি-বিণ. বিনা ওজরে বা আপত্তিতে। [ফা. বে + আ. উজর্]। 102)
বাহিক
(p. 605) bāhika বি. 1 ভারবাহক; 2 ঢাক; 3 গোরুর গাড়ি। [সং. বাহ + ইক]। 43)
বিঘাত
বাফতা
বিচিত্রানুষ্ঠান
বাঁশরি
(p. 591) bām̐śari বি. (প্রধানত কাব্যে) বাঁশি ('বাঁশরি বাজাতে চাহি': রবীন্দ্র)। [বাং. বাঁশ + র + ই]। 30)
বনেদ, বনেদি
(p. 575) banēda, banēdi যথাক্রমে বনিয়াদবনিয়াদি -র কথ্য রূপ। বনিয়াদ দ্র। 80)
বিভাগ
বেভুল, বেবভুল
(p. 641) bēbhula, bēbabhula বিণ. বিহ্বল, বিবশ, অভিভূত, বিভ্রান্ত। বি. ভুল; সংশয়, বিভ্রান্তি। [ সং. বিহ্বল]। 19)
বৈপরীত্য
বিলাওল
বিচিত
(p. 610) bicita দ্র বিচয়। 21)
বাঁদি-পোতা, বাঁধি-পোতা
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071252
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767700
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365103
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720681
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697429
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594222
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544186
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542067

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন