Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বপ্তা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বপ্তা এর বাংলা অর্থ হলো -

(p. 575) baptā (-প্তৃ) বিণ. বপনকারী।
[সং. √ বপ্ + তৃ]।
111)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বরিখ, বরিখন, বরিখা
(p. 580) barikha, barikhana, barikhā যথাক্রমে বর্ষা, বর্ষণবর্ষা -র কোমল রূপ। 75)
বিসর্প1
(p. 630) bisarpa1 বি. বিষাক্ত চর্মরোগবিশেষ, erysipelas. [সং. বি + √ সৃপ্ + অ]। 12)
বারিক
(p. 602) bārika বি. সৈন্যদলের বাসগৃহ, ব্যারাক। [ইং. barrack]। 30)
বরা2
(p. 580) barā2 ক্রি. বরণ করা। বি. বিণ. উক্ত অর্থে। [সং.√ বৃ + বাং. আ]। 60)
বামাচার
বেবাক
(p. 641) bēbāka বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]। 17)
বউ, বৌ
বানা
(p. 599) bānā ক্রি. বানানো। [প্রাকৃ. বণ্ণ সং. √ বর্ণি-তু. হি. √ বনা]। 17)
বাহক
(p. 605) bāhaka বিণ. বহনকারী। বি. সারথি। [সং. √ বহ্ + অক, অথবা √ বাহি + অক]। বিণ. স্ত্রী. বাহিকা। 34)
বাকি
(p. 591) bāki বিণ. 1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব); 2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল); 3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা); 4 আগামী (বাকি জীবন)। বি. 1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ ('বাকি কোথা নাহি জানে': রবীন্দ্র); 2 দেয় টাকা (বাকি শোধ); 3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)। [আ. বাকী]। ̃ জায় বি. অনাদায়ি খাজনার তালিকা। বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা। ̃ বকেয়া বিণ. অন্যের কাছে পাওনা। 36)
বেরনো, বেরোনো
(p. 641) bēranō, bērōnō ক্রি. বি. বাহির হওয়া (পরীক্ষার ফল বেরিয়েছে? তুমি কি এখন বেরোবে?)। [বাং. বের (বাহির) + আনো]। বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্হানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।
বাধক
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিকমানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বুঝা, বোঝা
(p. 633) bujhā, bōjhā ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ.বুজ্ঝ + আ]। ̃ নো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝা-পড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝা-বুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)। 14)
বিরাশি
(p. 621) birāśi বি. বিণ. 82 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. বয়াসী প্রাকৃ. বিঅসী]। বিরাশি সিক্কা (আল.) খুব ভারী ওজন বা শক্তি (বিরাশি সিক্কা ওজনের চড়)। 106)
বেহায়া
(p. 642) bēhāẏā বিণ. নির্লজ্জ। [ফা. বে + আ. হায়া]। ̃ পনা বি. নির্লজ্জতা, নির্লজ্জ আচরণ। 61)
বেআন্দাজ, বেআন্দাজি
(p. 633) bēāndāja, bēāndāji বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]। 97)
বিন্ধ্য
বাঙ্-নিষ্পত্তি
(p. 591) bāṅ-niṣpatti বি. বাক্য উচ্চারণ, কথা বলা (কোনো বাঙ্নিষ্পত্তি না করে সে চলে গেল)। [সং. বাচ্ + নিষ্পত্তি]। 80)
বেলদার1
(p. 642) bēladāra1 দ্র বেল6। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us