Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বরাভয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বরাভয় এর বাংলা অর্থ হলো -

(p. 580) barābhaẏa আশীর্বাদের বা অভয়দানের ভাবযুক্ত হাতের আঙুল দ্বারা কৃত ভঙ্গিবিশেষ বা মুদ্রা; আশীর্বাদঅভয়দান বা আশ্বাসদান।
[সং. বর + অভয়]।
70)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাঙ্-ময়, বাঙ্ময়
(p. 591) bāṅ-maẏa, bāṅmaẏa বিণ. 1 শব্দপূর্ণ, বাক্য বা শব্দ দ্বারা গঠিত; 2 ভাষায় বা বাক্যে রূপান্তরিত (এই কাব্য কবির কল্পনার বাঙ্ময় রূপ)। [সং. বাক্ (বাচ্) + ময়]। বাঙ্ময়ী, বাঙ্ময়ী বিণ. বাঙ্ময়-এর স্ত্রীলিঙ্গ। বি. সরস্বতী দেবী। 81)
বল-ভদ্র
ব্যায়ত
(p. 651) byāẏata বিণ. 1 দীর্ঘ (ব্যায়তবাহু); 2 দূরবিস্তৃত, ব্যাপৃত; 3 দৃঢ়। [সং. বি + আ + √ যম্ + ত]। 25)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিকমানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বিবরা
(p. 619) bibarā ক্রি. (কাব্যে) বিবৃত করা, বিশদভাবে বলা ('কহ মোরে বিবরিয়া': মধু.)। [সং. বি + √ বৃ + বাং. আ]। 44)
বর-খাস্ত
(p. 580) bara-khāsta বিণ. কর্মচ্যুত, পদচ্যুত, চাকরি থেকে বা পদ থেকে অপসারিত। [আ. বরখাস্ত্]। 35)
বিনি-বর্তন
(p. 616) bini-bartana বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনি-বর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনি-বৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।
বেকার
বাটিকা
(p. 596) bāṭikā বি. ছোটো বাড়ি (উদ্যানবাটিকা)। [সং. বাটী + ক + আ]। 15)
বাই-নো-কুলার
(p. 590) bāi-nō-kulāra বি. দুই চোখে লাগিয়ে দেখার দূরবিনবিশেষ। [ইং. binocular]। 13)
বিচূর্ণ, বিচূর্ণিত
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বাড়ি1
(p. 596) bāḍ়i1 বি. আঘাত (লাঠির বাড়ি, জুতোর বাড়ি); 2 লাঠি, দণ্ড (পাচনবাড়ি)। [দেশি]। 26)
ব্যব-হার
(p. 648) byaba-hāra বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ̃ দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ̃ বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ̃ যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ̃ শাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন। 39)
বাঙাল (বিদ্রুপে)
বেসন, (কথ্য) বেসম
(p. 642) bēsana, (kathya) bēsama বি. ডালের গুঁড়ো। [দেশি]। 49)
বিশ্লেষ
বেগ1
বাঙ্ময়, বাঙ্ময়ী
(p. 591) bāṅmaẏa, bāṅmaẏī দ্র বাঙ্ময়। 87)
বেআক্কেল
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us