Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বসন্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বসন্ত এর বাংলা অর্থ হলো -

(p. 580) basanta বি. 1 ফাল্গুনচৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ।
[সং. √ বস্ + অন্ত]।
তিলক
বি. সংস্কৃত ছন্দবিশেষ।
দূত বি. কোকিল।
স্ত্রী.দূতী।
পঞ্চমী
বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়।
বায়,বায়ু
বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)।
বাহার
বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্তবাহার এই দুই রাগের মিশ্র রূপ।
মুখারি
বি. সংগীতের রাগবিশেষ।
সখ বি. বসন্তের সখা, কোকিল।
সখা বি. বসন্ত যার সখা, কামদেব।
বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু।
বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব।
215)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেপরোয়া
বরুণ
বর্ম
বন্ধুর
বাছ-বিচার
বিতণ্ডা
(p. 611) bitaṇḍā বি. 1 (বাং.) বিবাদ, বৃথাতর্ক, বাদানুবাদ; 2 (সং.) মিথ্যা বিচার; 3 (দর্শ.) স্বমত প্রতিষ্ঠিত হোক বা না হোক, কেবল পরমত খণ্ডনের জন্য বাগাড়ম্বর। [সং. বি + √ তণ্ড্ + অ + আ (স্ত্রী.)]। 72)
বিড়-বিড়
বাসসজ্জা
(p. 605) bāsasajjā দ্র বাসক2। 14)
বেলেস্তারা
(p. 642) bēlēstārā বি. ফোসকা তোলার প্রলেপবিশেষ। [ইং. blister]। 30)
বস্তব্য
(p. 580) bastabya বিণ. থাকার বা বাস করার উপযোগী। [সং. √ বস্ + তব্য]। 224)
বি ই
বিষণ্ণ
(p. 627) biṣaṇṇa বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]। স্ত্রী. বিষণ্ণা। বি. ̃ তা। 36)
বেড়েন
(p. 633) bēḍ়ēna বি. লাঠির আঘাত, লাঠি দিয়ে আঘাত (আচ্ছা করে বেড়েন দিয়েছে, গো-বেড়েন)। [বাং. বাড়ি + আন = বাড়িয়ান বেড়েন]। 158)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বাস1
বিবর্ণ
(p. 619) bibarṇa বিণ. 1 নিষ্প্রভ, ফ্যাকাসে (দুসংবাদ শুনে মুখ বিবর্ণ হওয়া); 2 মলিন (বিবর্ণ পোশাক)। [সং. বি + বর্ণ]। স্ত্রী. বিবর্ণা। বি. ̃ তা। 46)
বাজরা2
(p. 595) bājarā2 বি. বড়ো ঝুড়ি। [দেশি]। 16)
বৃন্ত
(p. 633) bṛnta বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা। [সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]। ̃ চ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)। ̃ হীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত ('বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি': রবীন্দ্র)। 71)
বারান্দা
বৈসাদৃশ্য
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577535
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185212
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025952
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708499
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619862

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us