Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাউণ্ডারি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাউণ্ডারি এর বাংলা অর্থ হলো -

(p. 590) bāuṇḍāri বি. 1 সীমানা; 2 ক্রিকেট খেলায় বলকে সীমানার বাইরে পাঠানো।
[ইং. boundary]।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বশীভবন
(p. 580) baśībhabana দ্র বশীভূত। 210)
বর্ষাব-সান
(p. 580) barṣāba-sāna বি. বর্ষার শেষ। [সং. বর্ষা1 + অবসান]। 142)
বীতাগ্নি
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধউপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
বেনাবন
(p. 633) bēnābana দ্র বেনা। 207)
বেআন্দাজ, বেআন্দাজি
(p. 633) bēāndāja, bēāndāji বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]। 97)
বাত-কেতু
(p. 596) bāta-kētu বি. ধুলো। [সং. বাত + কেতু]। 35)
বাট1
(p. 596) bāṭa1 বি. (সচ. কাব্যে) পথ, রাস্তা ('যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে': রবীন্দ্র)। [সং. √ বট্ (=বেষ্টন) + ণিচ্ + অ]। 3)
বজ্জাত
বাধা2
(p. 599) bādhā2 বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। ̃ দান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। ̃ নিষেধ বি. বারণ, মানা, নিষেধ। ̃ প্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। ̃ বন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। ̃ বিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। 4)
বাটা৫
(p. 596) bāṭā5 ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন বট্টন বাটা]। ̃ নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। বিণ. উক্ত অর্থে। 10)
বিরোধ
বাধা৩
(p. 599) bādhā3 ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। বিণ. উক্ত উভয় অর্থে। 5)
বয়ো-গুণ, বয়ো-ধর্ম
(p. 580) baẏō-guṇa, baẏō-dharma বি. বয়সের স্বাভাবিক গুণ বা ধর্ম; বয়সের পক্ষে স্বাভাবিক লক্ষণ। [সং. বয়স্ + গুণ, ধর্ম]। 25)
বর্গীয়, বর্গ্য
(p. 580) bargīẏa, bargya দ্র বর্গ। 90)
বিধবা
বালু
(p. 602) bālu বি. বালি। [সং. বালুকা]। ̃ চর বি. বালির পলি পড়ে সৃষ্ট যে চর। 82)
-বাসী2
বার্থ, বারথ
(p. 602) bārtha, bāratha বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক।[ইং. berth]। 49)
বিনায়ক
(p. 616) bināẏaka বি. 1 গণনায়ক, গণেশ; 2 শিক্ষক, গুরু; 3 বুদ্ধদেব; 4 গরুড়। [সং. বি + √নী + অক]। 48)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027561
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901291
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848250
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us