Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাদাম1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাদাম1 এর বাংলা অর্থ হলো -

(p. 598) bādāma1 বি. শক্ত আবরণযুক্ত ভোজ্য ফলবীজবিশেষ।
[ফা. বাদাম]।
বাদামি বিণ. 1 বাদামের পরদা বা পাতলা খোসার মতো বর্ণযুক্ত, পাটকিলে; 2 বাদামের মতো।
[বাং. বাদাম + ই]।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাইস2
(p. 590) bāisa2 বি. কোনো এঁটে ধরার জন্য প্লায়ার্স-জাতীয় যন্ত্রবিশেষ, পাকসাঁড়শি। [ইং. vice]। ̃ ম্যান বি. যে শ্রমিক পাকসাঁড়াশি ব্যবহার করে। 19)
বেসরকারি
বাদ-শাহ, বাদ-শাহ্, (কথ্য) বাদশা
বুর্জোয়া
বিক্ষিপ্ত
ব্যবস্হাপন, ব্যবস্হাপনা
(p. 648) byabashāpana, byabashāpanā বি. 1 নিয়ম বিধান বা আইন প্রণয়ন; 2 সংস্হাপন; 3 ব্যবস্হা করা, বন্দোবস্ত করা (এই অনুষ্ঠানের ব্যবস্হাপনার দায়িত্ব তাঁর উপর পড়েছে)। [সং. বি + অব + √ স্হা + ণিচ্ + অন, + আ]। ব্যবস্হাপিত বিণ. ব্যবস্হাপনা করা হয়েছে এমন; নির্ণীত। 37)
বিদ্রাবণ
বোলিং
(p. 646) bōli বি. ক্রিকেট খেলায় ব্যাটধারীকে আউট করার জন্য হাত ঘুরিয়ে বল নিক্ষেপ। [ইং. bowling]। 66)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বলী-বর্দ
(p. 580) balī-barda বি. ষাঁড়, বলদ, বৃষ। [সং. বল3 + √বৃধ্ + অ]। 189)
বীজ-গণিত
(p. 630) bīja-gaṇita বি. গণিতশাস্ত্রের শাখাবিশেষ যাতে সাংকেতিক চিহ্ন বহুল পরিমাণে ব্যবহৃত হয়, algebra। [সং. বীজ + গণিত]। 57)
বৈতান, বৈতানিক
(p. 644) baitāna, baitānika বিণ. যজ্ঞীয়, যজ্ঞসংক্রান্ত। বি. 1 যজ্ঞাগ্নি, যজ্ঞের আগুন; 2 হোম; 3 হোমের নৈবেদ্য। [সং. বিতান + অ, ইক]। 23)
বর্ষিষ্ঠ
(p. 580) barṣiṣṭha বিণ. সর্বজ্যেষ্ঠ, সবার চেয়ে বয়সে বড়ো। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। 144)
বৃংহণ
(p. 633) bṛṃhaṇa বিণ. পুষ্টিকর। বি. হাতির ডাক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + অন]। 53)
বাঙ্ময়, বাঙ্ময়ী
(p. 591) bāṅmaẏa, bāṅmaẏī দ্র বাঙ্ময়। 87)
বিকেন্দ্রণ
বরাসন
(p. 580) barāsana বি. 1 বিবাহসভায় পাত্রের বসবার আসন; 2 সম্মানজনক বা সুন্দর বা শ্রেষ্ঠ আসন। [সং. বর + আসন]। 73)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বয়ে2
(p. 580) baẏē2 অস-ক্রি. বহে, বহিয়া। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে যাওয়া ক্রি. বি. (কথ্য) 1 ক্ষতি বা লোকসান হওয়া (তোমার চাকরি গেলে আমার কী বয়ে যাবে?); 2 কোনো প্রয়োজন বা ইচ্ছা না হওয়া (সেখানে যেতে আমার ভারি বয়ে গেছে)। 21)
বেপরোয়া
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534874
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140390
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942815
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us