Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাহন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাহন এর বাংলা অর্থ হলো -

(p. 605) bāhana বি. 1 যার দ্বারা বহন করা হয়; 2 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, ইঁদুর গণেশের বাহন); 3 মাধ্যম (মাতৃভাষাই শিক্ষার উপযুক্ত বাহন); 4 (বিদ্রুপে) অনুচর (তোমার বাহনটি আজ আসেনি যে?)।
[সং. √ বহ্ + ণিচ্ + অন]।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বীতি-হোত্র
(p. 630) bīti-hōtra বি. 1 অগ্নি; 2 সূর্য। [সং. বীতি (=দেবভোজ্য) + হোত্র (হোম যার)]। 70)
বাচ্চা, বাচ্ছা
(p. 591) bāccā, bācchā বি. 1 শিশু (কচি বাচ্চা); 2 সন্তান (তোমার কটি বাচ্চা?); 3 ছানা, শাবক (গাধার বাচ্চা)। বিণ. অল্পবয়স্ক (বাচ্ছাছেলে)। [প্রাকৃ. বচ্ছ সং. বত্সতু. হি. ফা. বাচ্চা]। ̃ কাচ্চা বি. 1 ছোটো ছোটো ছেলেমেয়ে; 2 শিশুসন্তান। 96)
বুনা1, বোনা1
(p. 633) bunā1, bōnā1 ক্রি. বি. নতুন চারা উত্পাদনের শস্যবীজাদি খেতে ছড়ানো বা বপন করা (বীজ বোনা)। বিণ. উক্ত অর্থে (অসময়ে বোনা বীজ)। [ সং. বপন]। 33)
বরা2
(p. 580) barā2 ক্রি. বরণ করা। বি. বিণ. উক্ত অর্থে। [সং.√ বৃ + বাং. আ]। 60)
বারা
(p. 602) bārā ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]। 23)
বেমানান
(p. 641) bēmānāna বিণ. 1 মানায় না এমন (বেমানান আচরণ); 2 অশোভন; 3 বেখাপ্পা (বেমানান পোশাক)। [ফা. বে + বাং. মানান]। 23)
বানীর
(p. 599) bānīra বি. বেতসলতা, বেত, বঞ্জুল (বানীর-নিকুঞ্জ)। [সং. √ বন্ + ঈর]। 22)
বাহ্য1
(p. 605) bāhya1 বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)। [সং. √ বহ্ + য]। 56)
বেঘোর
বাহির
(p. 605) bāhira বি. 1 ঘরের বাইরের জীবন ও জগত্ (বাহিরের আলো, বাহিরের জীবন); 2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)। বিণ. 1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া); 2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া); 3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া); 4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্হান থেকে রক্ত বাহির হওয়া); 5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে); 6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া); 7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা); 8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল); 9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির); 1 বহির্দেশস্হ (বাহির বাড়ি, বাহির মহল)। [সং. বহিস্-তু. সাঁও. বাহির]। বাহিরে বি. (সাধু.) 1 (অধি-7মী) বহির্ভাগে (বাহিরে গিয়াছে); 2 অন্য স্হানে (ঘরে-বাহিরে)। অব্য. অতিরিক্ত (ইহার বাহিরে কিছুই জানি না)। 48)
বৈদূর্য
(p. 644) baidūrya বি. গাঢ় বা কালচে পীতবর্ণ মণিবিশেষ, নীলকান্তমণি। [সং. বিদূর + য]। 31)
বিলোড়ন
(p. 626) bilōḍ়na বি. মন্হন, আলোড়ন। [সং. বি. + √ লুড়্ + ণিচ্ + অন]। বিলোড়িত বিণ. মথিত, আলোড়িত। 15)
ব্যব-কলন
(p. 648) byaba-kalana বি. বিয়োগ, বাদ দেওয়া। [সং. বি + অব + √ কল্ + অন]। ব্যব-কলিত বিণ. বাদ দেওয়া বা বিয়োগ করা হয়েছে এমন। 30)
ব্যথিত
বালি-য়াড়ি
(p. 602) bāli-ẏāḍ়i বি. সমুদ্র বা নদনদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি। [তু. বালি + আড়া (ভাঙা)]। 79)
বাগিন্দ্রিয়
(p. 591) bāgindriẏa বি. যে ইন্দ্রিয় দ্বারা কথা বলা হয় অর্থাত্ মুখ। [সং. বাচ্ + ইন্দ্রিয়]। 68)
বেরি-বেরি
বিলাত2
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হসন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বৃষস্কন্ধ
(p. 633) bṛṣaskandha দ্র বৃষ। 80)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185726
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027039
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901172
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848150
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708629
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620318

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us