Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিচেতন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিচেতন এর বাংলা অর্থ হলো -

(p. 611) bicētana বিণ. অচেতন, চেতনাহীন।
[সং. বি + চেতন]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বৈকর্তন
(p. 644) baikartana বি. (মহা.) মহাবীর কর্ণ। বিণ. 1 সূর্যবংশীয়; 2 সৌর। [সং. বিকর্তন + অ]। 2)
বয়-কট
(p. 580) baẏa-kaṭa বি. 1 বর্জন, পরিহার; প্রতিবাদস্বরূপ বর্জন (বিদেশি জিনিস বয়কট করা); 2 একঘরে করা (তাকে বয়কট করা হয়েছে)। [ইং. boycott]। 5)
বিলোভন
ব্রোচ
(p. 652) brōca দ্র ব্রুচ। 48)
বিতনু
(p. 611) bitanu বিণ. 1 সুন্দর, কমনীয়; 2 কৃশ, রোগা। [সং. বি + তনু]। 76)
বর্ম
বর্তিষ্ণু
(p. 580) bartiṣṇu বিণ. স্হিতিশীল। [সং. √ বৃত + ইষ্ণু]। 119)
বিজ্বর
(p. 611) bijbara বিণ. জ্বরমুক্ত। [সং. বি + জ্বর]। 53)
বরপুত্র, বরপ্রদ
(p. 580) baraputra, baraprada দ্র বর। 49)
বেটে
(p. 633) bēṭē বি. 1 দড়ির গোলাকার বাণ্ডিল; মোটা দড়ি বা কাছি। [হি. বটা]। 148)
বিশেষীকরণ
(p. 627) biśēṣīkaraṇa বি. বিশেষভাবে চিহ্নিত করা। [সং. বিশেষ + ঈ + √ কৃ + অন]। বিণ. বিশেষীকৃত। 14)
বম, বম-বম, ববম-বম, বোম, বোম-বোম
বুনা2, বোনা2
(p. 633) bunā2, bōnā2 ক্রি. বি. 1 বয়ন করা; সুতো বা পশম দিয়ে কাপড় ইত্যাদি তৈরি করা (উল বোনা); 2 মাদুর, জাল ইত্যাদি তৈরি করা (মাদুর বোনা, পাটি বোনা, জাল বোনা)। [ সং. বয়ন্]। বুনান, বুনানি, বুনন, বুননি, বুনুনি বি. 1 বস্ত্রাদির বয়নকার্য বা বয়নকৌশল; 2 বস্ত্রাদির জমি; 3 বয়নের মজুরি। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা বোনার কাজ করানো। বিণ. উক্ত অর্থে। 34)
বার্ধুষিক
(p. 602) bārdhuṣika বি. সুদখোর, কুসীদজীবী। [সং. বৃদ্ধি (বৃধুষি) + ইক]। 51)
বৃহত্
বকশি
বুক্ক
(p. 633) bukka বি. 1 হৃত্পিণ্ড; 2 ছাগল। [সং. √ বুক্ক্ + অ]। 8)
বাস্তুক
(p. 605) bāstuka দ্র বাস্তু। 32)
বিধি
(p. 616) bidhi বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি); 2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি); 3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা); 4 বিধানকর্তা, ঈশ্বর ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র)। [সং. বি + √ ধা + ই]। ̃ জ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন। ̃ নির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত। ̃ নিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন। ̃ বদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি। ̃ বহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি। ̃ বিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা। ̃ ভঙ্গ বি. নিয়মভঙ্গ। ̃ মতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)। ̃ লিপি বি. ভাগ্যের লিখন; ভাগ্য (বিধিলিপি কে খণ্ডাতে পারে?)। ̃ শাস্ত্র বি. 1 স্মৃতিশাস্ত্র; 2 ব্যবহারশাস্ত্র, আইন। ̃ সংগত, ̃ সম্মত বিণ. শাস্ত্রীয় বিধানানুযায়ী; নিয়মানুযায়ী। 20)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227899
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839804
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us