Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিধুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিধুর এর বাংলা অর্থ হলো -

(p. 616) bidhura বিণ. 1 দুঃখিত, কাতর, ক্লিষ্ট (বিরহবিধুর, 'মুখখানি কর মলিনবিধুর': রবীন্দ্র); 2 ভীত; 3 বিমূঢ়; 4 বিকল, ভারাক্রান্ত ('গন্ধবিধুর সমীরণে': রবীন্দ্র)।
[সং. বি + √ ধুর্ + অ]।
স্ত্রী. বিধুরা।
বি.তা।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাস্কেট
(p. 605) bāskēṭa বি. ঝুড়ি; ঢাকনাওয়ালা এবং বাক্সের আকারের ঝুড়ি। [ইং. basket]। 26)
বিতৃষ্ণ
বেত্তা
বর্ষা2
(p. 580) barṣā2 ক্রি. (কাব্যে) বর্ষণ করা ('যদি বর্ষে মাঘের শেষ': খনার বচন)। [সং. √ বৃষ্ + বাং. আ]। 135)
বাঙ্গলা, বাঙ্গাল, বাঙ্গালা
বরাত
বীতি-হোত্র
(p. 630) bīti-hōtra বি. 1 অগ্নি; 2 সূর্য। [সং. বীতি (=দেবভোজ্য) + হোত্র (হোম যার)]। 70)
বিপণি, বিপণী
(p. 619) bipaṇi, bipaṇī বি. 1 দোকান; 2 বাজার, হাট; 3 পণ্যশালা ('কতই বিপণি, কতই পণ্য': রবীন্দ্র)। [সং. বি + √ পণ্ + ই, ঈ]। 2)
বুনন1
(p. 633) bunana1 বি. (শস্যবীজাদি) বপন (বর্ষায় বীজ বুনন)। [বুনা1 দ্র]। 32)
বিনিঃসরণ
বিদ্যুত্
(p. 614) bidyut বি. (সাধারণত) মেঘে মেঘে ঘর্ষণের ফলে উত্পন্ন আলোকশক্তি; বিজলি, তড়িত্, ক্ষমপ্রভা। [সং. বি + দ্যুত্ + ক্বিপ্]। ̃ কটাক্ষ বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাত্ মর্মস্পর্শী চাহনি। ̃ প্রভ বিণ. বিদ্যুতের মতো চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যযুক্ত। স্ত্রী. ̃ প্রভা। ̃ স্পন্দন, ̃ স্ফুরণ বি. বিদ্যুতের চমক। ̃ স্পৃষ্ট বিণ. বিদ্যুতের আকস্মিক আঘাত বা স্পর্শ পেয়েছে এমন; তড়িত্-আহত, electrocuted. ̃ স্ফুলিঙ্গ বি. বিদ্যুতের কণা। বিদ্যুদ্-গর্ভ বিণ. বিদ্যুত্পূর্ণ। বিদ্যুদ্-বেগে ক্রি-বিণ. অতি দ্রুত বেগে। বিদ্যুদ্দাম, বিদ্যুন্মালা বি. বিদ্যুতের মালার মতো রেখাসমূহ; বিদ্যুতের স্ফুরণ; বিদ্যুত্। বিদ্যুদ্দীপ্তি বি. বিদ্যুতের আলো। বিদ্যুদ্দীপ্ত বিণ. বিদ্যুতের আলোকে উদ্ভাসিতা। বিদ্যুদ্বিকাশ বিণ. বিদ্যুতের স্ফুরণ। ̃ বিদ্যুল্লতা, ̃ লতা, বিদ্যুল্লেখা, বিদ্যুত্-লেখা বি. লতার মতো সরু বিদ্যুতের রেখা; বিদ্যুত্স্ফুরণ। বিদ্যুত্বান্ (-ত্বত্) বি. মেঘ।
বাষ্প, বাস্প
বিলাত1
বাংলা
(p. 590) bāṃlā বি. 1 বঙ্গদেশ ('বাংলার মাটি বাংলার জল': রবীন্দ্র); 2 বঙ্গদেশবাসীর ভাষা (বাংলা কোটি কোটি লোকের মাতৃভাষা)। বিণ. বাংলা ভাষায় রচিত ('কী জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে': অ. সে)। [ফা. বঙ্গালহ্ বাঙ্গালা বাংলা]। 29)
বোগেন-ভিলিয়া
বামোরু
(p. 600) bāmōru বি. 1 সুন্দর ঊরুযুক্ত রমণী; 2 সুন্দরী।[সং. বাম2 + ঊরু + ঊ]। 30)
বাহাদুর
বেহাল
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
ব্যজন
(p. 648) byajana বি. 1 বাতাসকরণ, বীজন; 2 পাখা (ব্যজন সঞ্চালন)। [.সং. বি. + ̃ অজ্ + অন]। ব্যজনী বি. পাখা; তালপাতা। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614748
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227930
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839857
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098924
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856861
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us