Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিস্রুত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিস্রুত এর বাংলা অর্থ হলো -

(p. 630) bisruta বিণ. 1 ক্ষরিত; 2 পতিত; 3 পরিস্রুত; 4 প্রবাহিত।
[সং. বি + √ স্রু + ত]।
বিস্রুতি বি. ক্ষরণ; পতন; পরিস্রাবণ; প্রবহণ।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিস্ময়
ব্যাবর্তন
বাগ্-ডোর
বাহ্য2
ব্যবধান,
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বাঙ্ক, বাংক
(p. 591) bāṅka, bāṅka বি. ট্রেনের কামরায় বা পাকা ঘরের দেওয়ালে উঁচুতে সংলগ্ন তাকবিশেষ। [ইং. bunk]। 85)
বাঁচা
(p. 591) bān̐cā ক্রি. বি. 1 প্রাণধারণ করা, জীবিত থাকা (বাঁচি বা মরি অন্যায়ের প্রতিবাদ করবই); 2 জীবন বা পুনর্জীবন লাভ করা (এবার বেঁচেছে, বারবার বাঁচবে না); 3 রক্ষা পাওয়া, নিষ্কৃতি বা শান্তি লাভ করা ('বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি': রবীন্দ্র; পুলিশ ওদেরই ধরল, তোমরা বেঁচে গেছ); 4 বজায় থাকা (মান বাঁচল); 5 ব্যয়িত না হওয়া (খরচ বেঁচেছে); 6 উদ্বৃত্ত হওয়া (এ মাসে কিছু টাকা বেঁচেছে, অনেকটা দই বেঁচে গেল); 7 বাঁচানো। [হি. √ বচ্ সং. বঞ্চ্]। ̃ নো ক্রি. বি. 1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?; 2 রক্ষা করা (আপনি আমাকে এই বিপদে বাঁচান); 3 ছোঁয়াচ এড়ানো (স্পর্শ বাঁচিয়ে চলা); 4 এড়ানো (পরিশ্রম বাঁচানো, খরচ বাঁচানো); 5 উদ্বৃত্ত বা সঞ্চিত করা (টাকা বাঁচানো); 6 বজায় রাখা (চাকরি বাঁচানো)। বিণ. উক্ত সব অর্থে। 8)
বিজৃম্ভণ
বাত্সরিক
(p. 596) bātsarika বিণ. 1 বত্সরসম্বন্ধীয়; 2 বছরে বছরে অনুষ্ঠিত বা উপস্হিত হয় এমন (বাত্সরিক শ্রাদ্ধ)। [সং. বত্সর + ইক]। 37)
বামেতর
(p. 600) bāmētara বিণ. ডান, দক্ষিণ। [সং. বাম2 + ইতর (অন্য)]। 29)
বরারোহা
বেশবার
(p. 642) bēśabāra বি. বাটা মশলাবিশেষ। [সং. বেশ + √ বৃ + অ]। 38)
বোলতা
(p. 646) bōlatā বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। 63)
ব্যাজ1
(p. 648) byāja1 বি. দল পেশা ইত্যাদির নির্দেশক তকমা। [ইং. badge]। 61)
বেআন্দাজ, বেআন্দাজি
(p. 633) bēāndāja, bēāndāji বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]। 97)
বর্ণালি, বর্ণালী
(p. 580) barṇāli, barṇālī বি. তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির রামধনুর মতো যে প্রতিসরণ হয়, তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির নানা রঙে বিভক্ত অবস্হা, spectrum. [সং. বর্ণ + আলি, আলী]। 104)
বাঙ্গি
(p. 591) bāṅgi বি. 1 দুই দিকে ভার বহনের বাঁক; 2 (আঞ্চ.) ফুটিবিশেষ। [দেশি-তু. সং. বিহঙ্গিকা]। ̃ দার বি. বাঙ্গিতে ভারবহনকারী। 86)
বাসন2
বিদায়1
(p. 614) bidāẏa1 (বর্ত. বিরল) বি. 1 দান; 2 বিসর্জন। [আ. বিদাঅ]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098905
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us