Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যবচ্ছেদ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ব্যবচ্ছেদ এর বাংলা অর্থ হলো -

(p. 648) byabacchēda বি. 1 বিশ্লেষণ বা পৃথক্করণ; 2 পরীক্ষার জন্য খণ্ড খণ্ড করে ভাগকরণ, dissection (শবব্যবচ্ছেদ)।
[সং. বি + অব + √ ছিদ্ + অ]।
ব্যবচ্ছিন্ন বিণ. ব্যবচ্ছেদ করা হয়েছে এমন।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ব্যাহত
বুক-শেলফ
(p. 633) buka-śēlapha বি. বই রাখার তাক। [ইং. book-shelf]। 7)
-বাসী2
বিনির্দেশ
(p. 618) binirdēśa বি. বিশেষভাবে নির্দিষ্ট করা specification (বি.প) [সং. বি + নির্দেশ]। বিণ. বিনির্দিষ্ট। 11)
বিদ্যোপার্জন
বাদানু-বাদ
বরিষ2
(p. 580) bariṣa2 বি. বর্ষ, বত্সর। [সং. বর্ষ]। 77)
বিলজ্জ
(p. 625) bilajja বিণ. লজ্জাহীন, নির্লজ্জ। [সং. বি + লজ্জা]। 15)
বা৩
(p. 590) bā3 অব্য. 1 বিকল্প (যাই বা না যাই); 2 কিংবা, অথবা (সে বা তুমি); 3 সম্ভাবনাসূচক বা সন্দেহসূচক (হবেও বা); 4 প্রশ্নাত্মক (তুমিই বা গেলে না কেন?); 5 বিতর্কে নিশ্চয়াত্মক (কেনই বা হবে না?); 6 বিকল্পবাচক ('কোথাও বা ধানখেত জলে আধো ডোবা': রবীন্দ্র)। [সং. √ বা + ক্বিপ্]। 7)
বিপাশা
(p. 619) bipāśā বি. পাঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুনদের শাখাবিশেষ, Beas. [সং. বি + √ পাশি + আ]। 19)
বেঁড়ে1
ব্যঞ্জক
(p. 648) byañjaka বিণ. প্রকাশক, সূতক, দ্যোতক, বোধক (ভাবব্যঞ্জক, বীরত্বব্যঞ্জক)। [সং. বি. + ̃ অন্জ্ + অক]। 11)
বিষিত
(p. 627) biṣita বিণ. বিষযুক্ত, বিষাক্ত, poisoned (বি. প.)। [সং. বিষ + ইত]। 46)
বিতরক
(p. 611) bitaraka বিণ. বিতরণকারী, যে বণ্টন করে বা বিলিয়ে দেয়। [সং. বি + √ তৃ+ অক]। বিতরণ বি. বিলিয়ে দেওয়া; বণ্টন বা ভাগ করে দেওয়া; বহু লোককে দান করা। বিতরা (কাব্যে) ক্রি. বিতরণ করা, বিলানো ('বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে': রবীন্দ্র)। বিতরিত বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বিতরণ করা হয়েছে এমন, বণ্টিত, বিতীর্ণ। 77)
বেশ্ম
(p. 642) bēśma (-শ্মন্) বি. গৃহ, আলয়, নিকেতন। [সং. √ বিশ্ + মন্]। 46)
বিভাগ
বিম
(p. 621) bima বি. পাকা বাড়ির ছাদকে ধরে রাখার জন্য তৈরি কড়িবিশেষ। [ইং. beam]। 56)
বকবৃত্তি
(p. 573) bakabṛtti বি. 1 কপট ধার্মিকতা; 2 ভণ্ডামি (তার বকবৃত্তি ধরা পড়ে গিয়েছে); 3 শঠতা। বিণ. শঠ; ভণ্ড (বকবৃত্তিব্রাহ্মণ)। [সং. বক + বৃত্তি]। বক-ব্রতী (-তিন্) বিণ. শঠ; কপট ধার্মিক; ভণ্ড। 7)
বহির্জগত
(p. 589) bahirjagata বি. 1 বাইরের জগত্; 2 দৃশ্যমান বা বাহ্য জগত্; 3 জড় জগত্। [সং. বহিস্ + জগত্]। 2)
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943140
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us