Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বুড়ি2, বুড়ুটে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বুড়ি2, বুড়ুটে এর বাংলা অর্থ হলো -

(p. 633) buḍ়i2, buḍ়uṭē দ্র বুড়ো।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিতংস, বীতংস
(p. 611) bitaṃsa, bītaṃsa বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]। 71)
বজ্জাত
বাহবা
(p. 605) bāhabā বি. উচ্ছ্বসিত প্রশংসা, প্রবল সমর্থন (সবাই তাকে বাহবা দিল)। অব্য. প্রশংসা বা সমর্থন জ্ঞাপক উক্তি, বলিহারি ('বাহবা বাহবা বেশ': দ্বি. রা.)। [ফা. বাহ্ বাহ্]। 36)
বনা
(p. 575) banā ক্রি. 1 পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); 2 সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, 'হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ': অ. রা.); 3 বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]। 67)
বামাল
বিবরা
(p. 619) bibarā ক্রি. (কাব্যে) বিবৃত করা, বিশদভাবে বলা ('কহ মোরে বিবরিয়া': মধু.)। [সং. বি + √ বৃ + বাং. আ]। 44)
বাজনা
(p. 595) bājanā বি. 1 বাদ্য; 2 বাদ্যধ্বনি (বাজনা শুনে ঘুম ভেঙে গেছে); 3 বাদ্যযন্ত্র (বাজনা নিয়ে বাজনদার এল); 4 বাদন। [বাজা দ্র]। ̃ ওয়ালা, ̃ দার বি. পেশাদার বাদক, বাজনদার। 12)
বঞ্জুল
(p. 575) bañjula বি. 1 বেতস, বেত; 2 অশোক ফুল বা গাছ; 3 স্হলপদ্মবিশেষ; 4 পাখিবিশেষ। বিণ. বাঁকা, বক্র। [সং. √ বঞ্চ্ + উল]। 6)
বর্ম
ব্যঞ্জনা
বাঞ্ছা
বেঞ্চ, বেঞ্চি
বিপজ্জনক
(p. 618) bipajjanaka বিণ. বিপদ সৃষ্টি করে বা বিপদে ফেলে এমন; (যাতে) বিপদের ভয় আছে এমন, মারাত্মক (বিপজ্জনক পরিস্হিতি, বিপজ্জনক ব্যাপার)। [সং. বিপদ্ + জনক]। 26)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বিছা1
বিহার1
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বমন
বাগ্-দেবী, বাগ্দেবী
(p. 591) bāg-dēbī, bāgdēbī বি. বাক্শক্তির অধিষ্ঠাত্রী দেবী অর্থাত্ সরস্বতী। [সং. বাচ্ + দেবী]। 52)
বায়ত
(p. 600) bāẏata ক্রি. বাজায়, বাজাচ্ছে ('বায়ত বহুবিধ খোল খমক ধুনি': নরহরি চক্রবর্তী)। [তু. ব্রজ. বাদত সং. বাদন]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577667
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185348
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620024

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us