Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেআদব, বেয়াদব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেআদব, বেয়াদব এর বাংলা অর্থ হলো -

(p. 633) bēādaba, bēẏādaba বিণ. 1 অশিষ্ট, অভদ্র; 2 ধৃষ্টতাপূর্ণ, ধৃষ্ট।
[ফা. বে + আ. আদব্]।
বেআদবি, বেয়াদবি বি. অশিষ্টতা, অভদ্রতা; ধৃষ্টতা।
96)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
বেদরদি
(p. 633) bēdaradi বিণ. বি. দরদ বা সমবেদনা নেই এমন (বেদরদি হিয়া)। [ফা. বে + দর্দ + বাং. ই]। 185)
বঞ্চা
(p. 575) bañcā ক্রি. (প্রধানত কাব্যে) 1 প্রতারিত করা; 2 বিরহিত বা বিহীন করা; 3 কাটানো, যাপন করা ('সুখে বঞ্চিত দিন'); 4 বাস করা ('আমি বঞ্চি একাকিনী': চণ্ডী)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বঞ্চ্ + বাং. আ]। 5)
বিবর্জক
ব্যক্তি
(p. 648) byakti বি. 1 লোক, মানুষ; 2 প্রকাশ (অভিব্যক্তি, ভাবব্যক্তি); 3 (দর্শনে) বিশেষ, ব্যষ্টি, অ-সামান্য, individual (বি.প.) [.সং বি. + ̃ অন্জ্ + তি]। ̃ ক বিণ. 1 ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিক আচরণ); 2 ব্যক্তির স্বকীয় বিশেষত্বের মধ্যে প্রকাশিত, individual (বি. প.) কেন্দ্রিক বিণ. সমাজের বদলে ব্যক্তিই প্রাধান্য পায় এমন, individualistic. ̃ .গত বিণ. ব্যক্তিবিশেষ-সংক্রান্ত (ব্যক্তিগত সচিব)। ̃ .তন্ত্র ̃ .বাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়োএই মতবাদ বা নীতি। ̃ তা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)। ̃ ত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality ̃ ত্ব-ব্যঞ্জক বিণ. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য-প্রকাশক। ̃ ত্ব-শালী, ̃ ত্ব-সম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন। ̃ .পূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship. রূপ বি. ব্যক্তির বৈশিষ্টযুক্ত রূপ, ব্যক্তির স্বরূপ। ̃ .সত্তা বি. ব্যক্তির পারিপার্শ্বিক প্রভাবমুক্ত অস্তিত্ব, ব্যক্তির মূল বা বিশুদ্ধ অস্তিত্ব। ̃ .স্বাতন্ত্র্য বি 1 অন্য লোকের সঙ্গে পার্থক্যসূচক ব্যক্তিগত বৈশিষ্ট্য; 2 (বিরল) ব্যক্তির স্বেচ্ছাচারী আচরণের অধিকার। ̃ .স্বাধীনতা বি. ব্যক্তির স্বাধীন মতপ্রকাশআচরণের অধিকার। 4)
বিদূষক
(p. 614) bidūṣaka বি (নাট্যে) নায়কের রসিক সহচর; ভাঁড়। বিণ. নিন্দুক, যে নিন্দা করে। [সং. বি + √ দূষি + অক]। 24)
বুনিয়ে
(p. 633) buniẏē বিণ. বি. বুননকারী, যে বোনে। [বাং. বুনা2 + ইয়া এ]। 35)
বাচন
বন্ধুক, বন্ধু-জীব, বন্ধু-জীবক, বন্ধুলি
(p. 575) bandhuka, bandhu-jība, bandhu-jībaka, bandhuli বি. রক্তবর্ণ ফুলবিশেষ বা তার গাছ, বাঁধুলি ফুল। [সং. বন্ধু + ক, + √ জীবি + অ, +ক, বন্ধু + লি]। 102)
বর্গী-করণ
(p. 580) bargī-karaṇa বি. বর্গে, শ্রেণিতে বা গোষ্ঠীতে বিভক্ত করা, classification. [সং. বর্গ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। 89)
বার-মুখো
(p. 602) bāra-mukhō বিণ. 1 বাড়ির বাইরে বাইরে থাকতে ভালোবাসে এমন (বারমুখো ছেলে); 2 বাড়ির বাইরে রাত্রিযাপন করতে আগ্রহী এমন। [বাং. বার1 + মুখ + আ ও]। 17)
বটা
(p. 575) baṭā ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]। 10)
বর-কন্দাজ
বিপশ্চিত্
(p. 619) bipaścit বিণ. বি. জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত। [সং. বি + প্র + √ চি ক্বিপ্ ত্ আগম নি.]। 17)
বুলা1
(p. 633) bulā1 ক্রি. (প্রা. কা.) ভ্রমণ বা বিচরণ করা ('ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে': গো. দা.)। [প্রাকৃ.বোল্ল + বাং. আ]। 46)
বচন
ব্যূহ
বাঁই বাঁই
(p. 590) bām̐i bām̐i বি. জোরে ঘোরার ভাব। [ধ্বন্যা.]। বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)। 33)
বেতো
(p. 633) bētō বিণ. 1 বাতরোগগ্রস্ত (বেতো শরীর); 2 (প্রধানত বার্ধক্যের ফলে) অথর্ব (বেতো ঘোড়া)। [বাং. বাত + উয়া ও]। 176)
বিনিশ্চয়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098883
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us