Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেনো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেনো এর বাংলা অর্থ হলো -

(p. 641) bēnō বিণ. 1 বন্যাজাত বা বন্যাদ্বারা আনীত; বন্যাবাহিত; বন্যাপ্লাবিত (বেনো জমি, বেনো জল); 2 বন্যা-সংক্রান্ত।
[বাং. বান + উয়া ও]।
জল বি. বন্যার জল ('বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?': জী. দা.)।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেদাধ্যয়ন
বরাঙ্গনা
(p. 580) barāṅganā বি. 1 উত্তমা নারী; 2 সুন্দরী নারী। [সং. বর + অঙ্গনা]। 63)
বকবৃত্তি
(p. 573) bakabṛtti বি. 1 কপট ধার্মিকতা; 2 ভণ্ডামি (তার বকবৃত্তি ধরা পড়ে গিয়েছে); 3 শঠতা। বিণ. শঠ; ভণ্ড (বকবৃত্তিব্রাহ্মণ)। [সং. বক + বৃত্তি]। বক-ব্রতী (-তিন্) বিণ. শঠ; কপট ধার্মিক; ভণ্ড। 7)
বৈধ
বিমুক্ত
ব্যপ-নয়ন
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বর্তুল
(p. 580) bartula বিণ. গোলাকার, বৃত্তের মতো, spherical. বি. 1 গোলক; গোলাকার বস্তু, sphere; 2 বাঁটুল, বল। [সং. √ বৃত্ + উল]। 121)
বালক
বয়ো-জ্যেষ্ঠ
(p. 580) baẏō-jyēṣṭha বিণ. বয়সে বড়ো (বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না)। [সং. বয়স্ + জ্যেষ্ঠ]। 26)
বিনিয়োজিত
(p. 618) biniẏōjita বিণ. 1 বিনিয়োগ করা হয়েছে এমন; 2 অর্পিত; 3 প্রেরিত; 4 নিযুক্ত; 5 প্রবর্তিত। [সং. বি + নি + √ যোজি + ত]। 7)
বিনম্র
(p. 616) binamra বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]। স্ত্রী. বিনম্রা। বি. ̃ তা। 37)
বামাচার
বেধন, বেধনী, বেধনীয়, বেধিত, বেধ্য
(p. 633) bēdhana, bēdhanī, bēdhanīẏa, bēdhita, bēdhya দ্র বেধ। 204)
বকরা
(p. 573) bakarā বি. ছাগ। [আ. বক্র-তু. সং. বর্কর]। বকরি বি. (স্ত্রী.) ছাগী। 10)
বৈশিষ্ট্য
বর্তা, বর্তানো
(p. 580) bartā, bartānō ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। 116)
বিটঙ্ক
(p. 611) biṭaṅka বি. 1 পায়রার থাকার জায়গা, পায়রার খোপ; 2 পায়রা ইত্যাদির বসার দণ্ড হিসাবে নির্মিত উঁচু বাঁশের মাচা; 3 পাখি ধরার ফাঁদ। [সং. বি + √ টঙ্ক্ (=বন্ধন) + অ]। 58)
ব্যবহৃত
(p. 648) byabahṛta দ্র ব্যবহার। 41)
বস্তি2, বস্তী
(p. 580) basti2, bastī বি. 1 তলপেট; 2 মূত্রাশয়, urinary blader ; 3 বাসস্হান। [সং. √ বস্ +তি]। 227)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534739
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140259
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942596
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us