Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেল্ট্, বেল্ট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেল্ট্, বেল্ট এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēlṭ, bēlṭa বি. কোমরবন্ধ।
[ইং. belt]।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিহারা
(p. 630) bihārā ক্রি. (কাব্যে) বিহার করা, ভ্রমণ করা ('বিশ্বসাথে যোগে যেথায় বিহারো': রবীন্দ্র)। [সং. বি + √ হৃ + বাং. আ]। 46)
বোন
(p. 646) bōna বি. ভগিনী। [সং. ভগিনী। তু. হি. বহিন]। ̃ ঝি বি. বোনের মেয়ে। ̃ পো বি. বোনের ছেলে। বোনাই বি. ভগিনীপতি। 39)
বুঝা, বোঝা
(p. 633) bujhā, bōjhā ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ.বুজ্ঝ + আ]। ̃ নো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝা-পড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝা-বুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)। 14)
বিনি-বেশ
বলিয়ে
(p. 580) baliẏē বিণ. সুবক্তা; ভালো এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে পারে এমন (বলিয়ে কইয়ে লোক)। [বাং. বলা2 + ইয়া এ]। 185)
বিভাষা
(p. 621) bibhāṣā বি. 1 ভিন্নদেশীয় বা বিজাতীয় ভাষা; 2 উপভাষা; 3 যে ভারতীয় ভাষা সংস্কৃত থেকে উদ্ভূত হয়নি; 4 (বিরল) বিকল্প। [সং. বি (=বিরুদ্ধ বা বিভিন্ন) + ভাষা]। 39)
বেকসুর
বাদরায়ণ
বয়ো-জ্যেষ্ঠ
(p. 580) baẏō-jyēṣṭha বিণ. বয়সে বড়ো (বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না)। [সং. বয়স্ + জ্যেষ্ঠ]। 26)
বক্ত্র
(p. 573) baktra বি. মুখ; মুখমণ্ডল। [সং. √ বচ্ + ত্র]। 28)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
বৈশ্বানর
(p. 646) baiśbānara বি. 1 অগ্নি, আগুন; 2 আগুনের অধিদেবতা। [সং. বিশ্বানর + অ]। 5)
বপ্তা
(p. 575) baptā (-প্তৃ) বিণ. বপনকারী। [সং. √ বপ্ + তৃ]। 111)
বিংশ
(p. 605) biṃśa বিণ. কুড়ি সংখ্যার পূরক। [সং. বিংশতি + অ]। ̃ তি বি. বিণ. কুড়ি সংখ্যা বা তার পূরক। ̃ তি-তম বিণ. কুড়ি সংখ্যার পূরক। স্ত্রী. ̃ তি-তমী। বিংশ শতক, বিংশ শতাব্দ বি. 191 থেকে 2 সাল পর্যন্ত (অন্য মত অনুসারে 21 পর্যন্ত) এক শত বত্সরকাল। 70)
বুজা, বোজা
(p. 633) bujā, bōjā ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ̃ নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। বিণ. উক্ত উভয় অর্থে। 12)
বাওয়া1
(p. 590) bāōẏā1 ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 27)
বাগ2
(p. 591) bāga2 বি. 1 বশ, শাসন (বাগ মানানো); 2 সুযোগ, সুবিধা (বাগ পাওয়া); 3 (অপ্র.) বল্গা (বাগডোর); 4 কৌশল (কাজের বাগ); 5 আয়ত্তি (এবার তোকে বাগে পেয়েছি); 6 পথ, দিক ('চাহিতে চাই মুখের বাগে', 'ভয়ে যে জাগে শিয়র বাগে': রবীন্দ্র); 7 পাশের দিক (আগ ডোম বাগ ডোম=আগে ডোম [সৈন্য], পাশে ডোম)। [সং. বল্গা]। 42)
বাগানো
(p. 591) bāgānō ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]। 64)
বিনমন
(p. 616) binamana বি. 1 বিনয়, নম্রতা; 2 অবনমন, নীচে নামানো, নিচু করা। [সং. বি + নমন]। বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত। 36)
-বাসী2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us