Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৈদেহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বৈদেহ এর বাংলা অর্থ হলো -

(p. 644) baidēha বিণ. 1 বিদেহ অর্থাত্ মিথিলা-সম্বন্ধীয়; 2 বিদেহদেশে উত্পন্ন; 3 বিদেহদেশের অধিবাসী।
বি. বিদেহরাজ জনক।
[সং. বিদেহ + অ]।
বৈদেহী বিণ. স্ত্রী. বৈদেহ -র স্ত্রীলিঙ্গ।
বি. (রামা.) জনকনন্দিনী সীতা।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাই-সাইকেল, বাই-সিকল
বোধি
বোয়াল
(p. 646) bōẏāla বি. আঁশহীন বড়ো মাছবিশেষ। [সং. বোদাল]। 53)
বাছ-বিচার
বাটনা
(p. 596) bāṭanā বি. 1 শিলনোড়ার দ্বারা পিষ্ট মশলা; 2 বাটতে হবে এমন মশলা। [বাটা5 দ্র]। 5)
বক্তব্য
(p. 573) baktabya বিণ. 1 বলতে হবে এমন; 2 বলার যোগ্য (সব কথা বক্তব্য নয়); 3 আলোচ্য, বিবেচ্য (দেশের সংহতিই এখন আমাদের বক্তব্য বিষয়)। বি. 1 কথা (আমার বক্তব্য বলেছি); 2 আলোচ্য বিষয় (তিনি সত্ কি না সেটাই আমাদের বক্তব্য); 3 প্রস্তাব (এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই)। [সং. √ বচ্ + তব্য]। 24)
বাঁটন১, বাঁট৩
(p. 591) bān̐ṭana1, bān̐ṭa3 বি. 1 বণ্টন, বিভাজন; 2 ভাগ করে বিতরণ (ফলগুলো ছেলেদের মধ্যে বাঁট করে দাও)। [বাঁটা দ্র]। 14)
বঞ্চন, বঞ্চনা
(p. 575) bañcana, bañcanā বি. প্রতারণা, শঠতা। [সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]। বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ। বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য। বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর ('বঞ্চিত ক'রে বাচালে মোরে': 'কেন বঞ্চিত হব চরণে': র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)। 4)
বার্ষিক1
বাসক2
ব্যাক-টি-রিয়া
(p. 648) byāka-ṭi-riẏā বি. অতি ক্ষুদ্র রোগজীবাণু। [ইং. bacteria]। 52)
বহন
(p. 580) bahana বি. 1 ধারণ, অঙ্গে ধারণ; 2 নিয়ে যাওয়া, পরিবহণ (ভারবহন); 3 সহ্য করা (দুঃখবহন, শোকবহন); 4 পালন (দায়িত্ববহন); 5 বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া। [সং. √ বহ্ + অন]। বহনীয় বিণ. বহনের যোগ্য, বহন করা উচিত এমন; পালনীয়; সহ্য করা উচিত এমন। 232)
বাঁ, (আঞ্চ.) বাঁও1
বিরাজ
(p. 621) birāja বি. সগৌরবে অবস্হান (হৃদয়ে বিরাজ করা)। [সং. বি + √ রাজ্ + অ]। ̃ মান বিণ. শোভমান; বিরাজ করছে এমন। বিরাজা ক্রি. (কাব্যে) বিরাজ করা, শোভা পাওয়া ('জননী দুহিতা জায়া অন্তরে বিরাজে': রবীন্দ্র)। বিরাজিত বিণ. শোভমান হয়ে বিরাজ করছে এমন; সম্যক শোভিত; প্রকাশিত। 102)
বলী-বর্দ
(p. 580) balī-barda বি. ষাঁড়, বলদ, বৃষ। [সং. বল3 + √বৃধ্ + অ]। 189)
ব্যাদরা
(p. 651) byādarā বিণ. 1 বেয়াড়া; 2 কুত্সিত। [বেদাঁড়া দ্র]। 2)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বাট-খারা
বাহান্ন
(p. 605) bāhānna বি. বিণ. 52 সংখ্যা বা সংখ্যক। [হি. বাওন প্রাকৃ. বাবণ]। যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন (আল.) বিশেষ কোনো তফাত নেই; এতটাই যদি করা হয় তবে আর অল্প একটু করতে দোষ কী-এই ভাব। 41)
বিষ্টি-ভদ্রা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577859
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026827
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901133
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620271

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us