Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাস-মান2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভাস-মান2 এর বাংলা অর্থ হলো -

(p. 664) bhāsa-māna2 বিণ. ভাসছে এমন, ভাসন্ত (আকাশে ভাসমান মেঘ)।
[বাং. ভাসা + মান]।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভামিনী
(p. 663) bhāminī বি. 1 কোপস্বভাবা নারী, রাগী স্ত্রীলোক; 2 নারী। [সং. ভাম + ইন্ + ই]। 20)
ভবেশ
(p. 655) bhabēśa বি. মঙ্গলময় শিব, মহাদেব ('হে ভবেশ হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর': রবীন্দ্র)। [সং. ভব + ঈশ]। 66)
ভজা
(p. 655) bhajā ক্রি. 1 ভজনা করা, উপাসনা করা; 2 তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)। বি. উক্ত দুই অর্থে। বিণ. ভজনাকারী (কর্তাভজা)। [সং. ভজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 উপাসনা বা ভজনা করানো; 2 সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো; 3 তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা। বি. উক্ত সব অর্থে। বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন। 27)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
ভাত মারা
(p. 661) bhāta mārā ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি। 32)
ভরতি, ভর্তি
(p. 658) bharati, bharti বি. স্কুল-কলেজ ছাত্র বা ছাত্রী হিসাবে নাম নথিভুক্ত করা (কলেজে ভরতির সমস্যা)। বিণ. 1 ভরা, পূর্ণ (ভরতি বলতি, বাটি-ভরতি দুধ); 2 পরিপূর্ণ (মাঠটা লোকে ভরতি); 3 নিযুক্ত, বহাল (কাজে ভরতি হওয়া); 4 পড়ার জন্য নথিভুক্ত (কলেজে ভরতি হয়েছে)। [ভরা দ্র]। 17)
ভট্টাচার্য
ভিজিট
(p. 664) bhijiṭa বি. ডাক্তারের ফি বা দক্ষিণা (ভিজিট না নিয়েই চলে গেছেন ডাক্তারবাবু)। [ইং. visit]। 44)
ভোর1
(p. 670) bhōra1 বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর রাতভোর)। 87)
ভাবিনী
(p. 663) bhābinī বি. কামিনী, ভাবময়ী নারী ('ভাবের ভাবিনী রাধা')। [সং. ভাব + ইন্ + ঈ]। 13)
ভয়ার্ত
(p. 658) bhaẏārta বিণ. ভয় পেয়েছে এমন, ভীত (ভয়ার্ত শিশু)। [সং. ভয় + ঋত]। 4)
ভর৩
ভুবঃ
ভেড়া1, ভিড়া
(p. 670) bhēḍ়ā1, bhiḍ়ā ক্রি. 1 লগ্ন হওয়া ('কূলে এসে ভিড়ে': রবীন্দ্র); 2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও); 3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)। বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)। বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)। [হি. √ ভিড়্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। 29)
ভাঁজা
(p. 659) bhān̐jā ক্রি. 1 ভাঁজ বা পাট করা; 2 (সংগীতে) সুর অভ্যাস বা আলাপ করা (সুর ভাঁজা); 3 জোরে সঞ্চালন করা (মুগুর ভাঁজা); 4 (তাসের) বিন্যাস নষ্ট করা (তাস ভাঁজা)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। 27)
ভণিতা
(p. 655) bhaṇitā বি. 1 কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত; 2 (ব্যঙ্গে) অনাবশ্যক ভূমিকা (ভণিতা না করে আসল কথাটা বলে ফেলো)। [সং. ভণিত + বাং. আ]। 40)
ভলান-টিয়ার, ভলান্টিয়ার
ভরন্ত
(p. 658) bharanta বিণ. 1 ভরা (ভরন্ত যৌবন); 2 জলে ভরা ('ভরন্ত ডাবরী': কৃত্তি)। [ভরা দ্র]। 22)
ভৌমিক
(p. 670) bhaumika বি. ভূস্বামী, জমিদার। [সং. ভূমি + ইক]। 100)
ভরনা
(p. 658) bharanā বি. ভার, ভর অবলম্বন, ঠেকানো। [ভর2 দ্র]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614748
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227930
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839857
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098924
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856861
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us