Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভগ-বান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভগ-বান এর বাংলা অর্থ হলো -

(p. 655) bhaga-bāna (-বত্) বি. পরমেশ্বর, ঈশ্বর।
বিণ. 1 ঐশ্বর্য শ্রী ইত্যাদি ছয়টি গুণসম্পন্ন; 2 পূজ্য, মান্য, শ্রদ্ধেয়।
[সং. ভগ + বত্]।
ভগ-বতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী।
বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভজ-কট
ভোজ্য
(p. 670) bhōjya বিণ. 1 ভোজন করার বা খাওয়ার উপযুক্ত, ভোজনযোগ্য, আহার্য (ভোজ্যদ্রব্য, ভোজ্য তেল); 2 পিতৃপুরুষের তৃপ্তির জন্য দেয় অন্নাদি (তু. কথ্য ভুজ্জি)। [সং. √ ভুজ + য]। 81)
ভাটি1
(p. 661) bhāṭi1 বি. 1 ইট পোড়াবার চুল্লি; 2 ধোপার কাপড় সিদ্ধ করবার বড়ো মাটির গামলার মতো পাত্র; 3 মদ চোয়াবার পাত্র বা স্হান (মদের ভাটি)। [তু. হি. ভট্টি সং. ভ্রষ্ট]। ̃ .খানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়। 21)
ভোগার্হ
(p. 670) bhōgārha বিণ. উপভোগের যোগ্য। [সং. ভোগ + অর্হ]। 71)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
ভ্যাপসা
(p. 670) bhyāpasā বিণ. 1 রুদ্ধ তাপ বা বাষ্পের মতো (ভ্যাপসা গরম); 2 বায়ুচলাচল বন্ধ হলে যেমন ভাব হয় তেমনি (ভ্যাপসা গন্ধ)। [বাং. ভাপ (বাষ্প) + সা]। 110)
ভ্যাজর-ভ্যাজর
ভয়ানোক
(p. 658) bhaẏānōka বিণ. 1 অতি ভয়ংকর, ভীতিজনক (ভয়ানোক দৃশ্য); 2 (কথ্য) খুব, অত্যন্ত (ভয়ানোক দুঃখ পেয়েছে, ভয়ানোক খিদে পেয়েছে)। বি. (আল.) রসবিশেষ যার স্হায়ীভাব ভয়। [সং. √ ভী + আনক]। 2)
ভোর৩
ভবানী
(p. 655) bhabānī বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভব + আনী-তু. ভদ্রাণী]। ̃ .পতি বি. দুর্গার পতি শিব। 59)
ভর-তুকি
(p. 658) bhara-tuki বি. ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীকে বা কোনো প্রতিষ্ঠান বা সংস্হাকে দেওয়া অর্থ; খেসারত। [দেশি ? তু. ভরা]। 18)
ভীরু
(p. 667) bhīru বিণ. ভয়শীল, ভিতু, সহজেই ভয় পায় এমন। [সং. √ ভী + রু]। ̃ ক বিণ. ভীরু, ভয়শীল। ̃ তা বি. ভয়শীলতা, সহজেই বা অল্পেই ভয় পাওয়া। 13)
ভাটক
(p. 661) bhāṭaka বি. 1 গাড়িভাড়া; 2 ভাড়া; 3 বেতন বা মজুরি; 4 কর, খাজনা। [সং. √ ভট্ + অক]। 19)
ভেপসা-ভ্যাপসা
ভেংচানো
(p. 670) bhēñcānō ক্রি. বি. মুখ বিকৃত করে বিদ্রুপ করা; রাগ বা ঠাট্টা প্রকাশের জন্য মুখ বিকৃত করা বা মুখভঙ্গি করা। [ভেঙানো দ্র]। ভেংচি বি. মুখভঙ্গি, রাগ ঠাট্টা প্রভৃতি প্রকাশের জন্য মুখের বিকৃতি (ভেংচি কাটা)। 15)
ভ্রমাত্মক
(p. 670) bhramātmaka বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]। 120)
ভোঁ-ভোঁ
(p. 670) bhō-m̐bhō অব্য. ফাঁকা বা শূন্যতাবোধক (বাড়ি গিয়ে দেখি ভোঁ-ভাঁ, কেউ কোথাও নেই)। [ধ্বন্যা.]। 63)
ভাই
ভারোত্তোলন
ভালো
(p. 664) bhālō বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ̃ .মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ̃ .মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205808
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814134
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062008
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852366
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713902
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634608

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us