Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভিজে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভিজে এর বাংলা অর্থ হলো -

(p. 664) bhijē বিণ. জলের সংস্পর্শে এসে নরম ও জলসিক্ত হয়েছে এমন।
[বাং. √ ভিজ্]।
ভিজে বেড়াল (আল.) দেখতে নিরীহ হলেও আসলে দুষ্ট প্রকৃতির লোক।
45)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভেজাল2
(p. 670) bhējāla2 দ্র ভ্যাজাল। 24)
ভিদ্য-মান
(p. 664) bhidya-māna বিণ. ভেদ করা হচ্ছে এমন। [সং. √ ভিদ্ + শানচ্]। 53)
ভরত2
ভাঙা
(p. 661) bhāṅā ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ̃ .গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ̃ .চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃতঅস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা। 2)
ভোক্তা
(p. 670) bhōktā (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]। স্ত্রী ভোক্ত্রী। 66)
ভেলি
(p. 670) bhēli বি. শক্ত গুড়বিশেষ (ভেলিগুড়)। [হি. ভেলী]। 48)
ভাট
ভৈরোঁ
ভীষণ
(p. 667) bhīṣaṇa বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]। বি. ̃ তা, ̃ .ত্ব। স্ত্রী. ভীষণা। ̃ .দর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)। 14)
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবীভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হবিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
ভূমিষ্ঠ
(p. 668) bhūmiṣṭha বিণ. 1 প্রসূত (সন্তান ভূমিষ্ট হল); 2 ভূমিতে পতিত; 3 ভূলুণ্ঠিত (ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল)। [সং. ভূমি + √ স্হা + অ]। স্ত্রী. ভূমিষ্ঠা। 37)
ভ্রাতৃ
(p. 670) bhrātṛ বি. (সমাসের পূর্বপদে) ভাই। [সং √ ভ্রাজ্ + তৃ]। ̃ .কন্যা বি. (স্ত্রী.) ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি। ̃ .জায়া, ̃ .বধূ বি. (স্ত্রী.) ভাইয়ের স্ত্রী। ̃ ত্ব বি. ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃভাব (ভ্রাতৃত্বের বন্ধন)। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ, ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ. ভাইয়ের সমান বা ভাইয়ের মতো। ̃ .প্রেম, ̃.স্নেহ বি ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ̃ .ব্য বি. ভাইপো। স্ত্রী. ̃ .ব্যা ভাইঝি। ̃ .ভাব বি. ভাই-ভাই ভাব, ভাই বলে মনে করা। ̃ .স্হানীয় বিণ. ভাই বলে গণনীয়; ভাইয়ের মতো প্রীতির সম্বন্ধযুক্ত। 126)
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
ভৃঙ্গ
(p. 670) bhṛṅga বি. 1 ভ্রমর, ভোমরা; 2 ফিঙে পাখি। [সং. √ ভৃ + গ (ন্ আগম)]। ̃ .রাজ বি. কেশরাজ, কেশবর্ধক শাকবিশেষ। ̃ .রোল বি. ভিমরুল। 6)
ভাতিজা
(p. 661) bhātijā বি. ভাইয়ের ছেলে, ভাইপো। [সং. ভ্রাতৃজ]। 38)
ভেবা
(p. 670) bhēbā দ্র ভ্যাবা। 38)
ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেগ, ভাবাবেশ, ভাবার্থ, ভাবালু
(p. 663) bhābātmaka, bhābāntara, bhābābēga, bhābābēśa, bhābārtha, bhābālu দ্র ভাব। 10)
ভালো-বাসা
-ভাক
(p. 660) -bhāka (-ভাজ্), (বর্জি.) -ভাক্ বিণ. ভাগী, অংশী (অংশভাক)। [সং. √ ভজ্ + ক্বিপ্]। 5)
ভেটকি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577656
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185340
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785396
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026187
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901041
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708538
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620010

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us